---Advertisement---

West Bengal ICDS Practice Set in Bengali 50 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৫০

By Siksakul

Published on:

West Bengal ICDS Practice Set in Bengali 50 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৫০
---Advertisement---

West Bengal ICDS Practice Set in Bengali 50: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা (ICDS Practice Set 2024) নিয়োগের প্রস্তুতির জন্য প্রতিদিনের প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী সাজানো এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি প্র্যাকটিস করতে প্রতিবেদনটি পুরোপুরি পড়ুন।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট: রাজ্য সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন জেলা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং কয়েকটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রতিদিন এই ওয়েবসাইটে প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রস্তুত আজকের প্র্যাকটিস সেটটিতে গুরুত্বপূর্ণ টপিক থেকে নির্বাচিত প্রশ্ন ও তাদের উত্তর অন্তর্ভুক্ত রয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট (ICDS পরীক্ষার প্রস্তুতি ২০২৪) অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলা কল্যাণ, ইংরেজি, ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করা হয়। গত পরীক্ষাগুলিতে MCQ ধরনের প্রশ্ন বেশি এসেছে। আজকের প্র্যাকটিস সেটে ১০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে।

West Bengal ICDS Practice Set in Bengali 50 l Anganwadi Workers and Helpers Practice Set 50 l Anganwadi Practice Set in Bengali 50

1) দূষিত পানীয় জল দ্বারা কোন রোগের বিস্তার ঘটে?
[A] আন্ত্রিক
[B] ব্রংকাইটিস
[C] পীতজ্বর
[D] কোনোটিই নয়

উত্তরঃ [A] আন্ত্রিক

2) জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির সংখ্যা কয়টি?
[A] 15টি
[B] 14টি
[C] 10টি
[D] 17টি

উত্তরঃ [C] 10টি

3) টনসিলাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?
[A] পা
[B] গলা
[C] ত্বক
[D] কান

উত্তরঃ [B] গলা

4) ম্যানগ্রোভ অরণ্য ভারতের কোন রাজ্যে দেখতে পাওয়া যায়?
[A] মেঘালয়
[B] বিহার
[C] মনিপুর
[D] পশ্চিমবঙ্গ

উত্তরঃ [D] পশ্চিমবঙ্গ

5) নিম্নলিখিত কোনগুলি হরপ্পা অধিবাসীদের প্রধান রপ্তানি দ্রব্য ছিল?
[A] সোনা ও রুপা
[B] সিল
[C] টেরাকোটা
[D] সুতি বস্ত্র, টেরাকোটা ও মৃৎশিল্প

উত্তরঃ [A] সোনা ও রুপা

6) কোন শ্বেতকণিকা হেপারিন নিঃসরণ করে?
[A] মনোসাইট
[B] ইওসিনোফিল
[C] নিউট্রোফিল
[D] বেসোফিল

উত্তরঃ [D] বেসোফিল

7) দাক্ষিণাত্যে সমুদ্রগুপ্তের নীতি কি ছিল?
[A] রাজ্য জয়
[B] দিগ্বিজয়
[C] ধর্ম বিজয়
[D] কোনোটিই নয়

উত্তরঃ [D] কোনোটিই নয়

8) জীবাণু ধ্বংসে ভূমিকা নেয় রক্তের কোন অংশ?
[A] RBC
[B] WBC
[C] অনুচক্রিকা
[D] সবকটিই

উত্তরঃ [B] WBC

9) শশাঙ্ক কোন রাজ বংশের রাজা ছিলেন?
[A] গৌড়
[B] পাল
[C] সেন
[D] কামরুপ

উত্তরঃ [A] গৌড়

Anganwadi Free Practice Set 

10) গোবর গ্যাসে নীচের কোনটি বর্তমান?
[A] ইথেন
[B] হাইড্রোজেন
[C] প্রোপেন
[D] মিথেন

উত্তরঃ [D] মিথেন

Anganwadi Practice Set in Bengali 49

---Advertisement---

Related Post

Important GK Practice Set 6 for Railway, SSC, and Other Exams l রেলওয়ে, এসএসসি এবং অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK MCQ প্র্যাকটিস সেট 6

Important GK Practice Set 6 for Railway, SSC, and Other Exams: সাধারণ জ্ঞান (GK) প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রেলওয়ে, SSC, এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র ...

Biology Question Answer in Bengali Pdf: বায়োলজি প্রশ্নোত্তর Pdf

Biology Question Answer in Bengali: This is the ideal place for you to download the Biology Question Answer in Bengali PDF. Siksakul offers a variety of free study ...

Central Bank of India Credit Officer Recruitment 2025: Apply for 1000 Posts

Central Bank of India Credit Officer Recruitment 2025: The Central Bank of India has unveiled an exciting opportunity for those looking to build a career in banking with ...

Leave a Comment