---Advertisement---

ITBP তে কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ! দ্রুত আবেদন করুন ২০২৪ l ITBP Job Recruitment 2024

By Siksakul

Published on:

---Advertisement---

ITBP Job Recruitment 2024

ITBP তে বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে দ্রুত আবেদন করুন।

আপনি কি ITBP-তে চাকরি করতে চান? ২০২৪-এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে!

আপনার জন্য দারুণ খবর! ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBP) সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারা ভারতের বেকার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, তবে আবেদনকারীর অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হওয়া আবশ্যক।

নিয়োগের বিস্তারিত:

  1. শূন্যপদের নাম ও সংখ্যা: সাব-ইনস্পেক্টর, হেড কনস্টেবল, কনস্টেবল সহ বিভিন্ন পদে মোট ৫২৬+ শূন্যপদ।
  2. বয়সসীমা:
    সাব-ইনস্পেক্টর: ২০-২৫ বছর।
    হেড কনস্টেবল: ১৮-২৫ বছর।
    কনস্টেবল: ১৮-২৩ বছর। (সংরক্ষিত ক্যাটাগরির জন্য বয়সের ছাড় প্রযোজ্য)।
  3. শিক্ষাগত যোগ্যতা:
    কনস্টেবল পদের জন্য ১০ম শ্রেণি।
    হেড কনস্টেবল পদের জন্য ১২ম শ্রেণি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা।
    সাব-ইনস্পেক্টর পদের জন্য বিএসসি বা প্রাসঙ্গিক ক্ষেত্রে ডিগ্রি।
  4. আবেদনের পদ্ধতি:
    অনলাইনে ITBP-এর অফিসিয়াল পোর্টাল (itbpolice.nic.in) থেকে আবেদন করতে হবে।
    আবেদন মূল্য: ₹২০০ (কিছু ক্যাটাগরির জন্য ফি মকুব)।
  5. নিয়োগ প্রক্রিয়া:
    শারীরিক দক্ষতা পরীক্ষা (PET), শারীরিক মান পরীক্ষা (PST), লিখিত পরীক্ষা, ডকুমেন্ট যাচাই এবং মেডিকেল পরীক্ষা।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর ২০২৪ থেকে এবং শেষ হবে ৮ জানুয়ারি ২০২৫।

নিয়োগকারী দপ্তর:-

ভারত সরকারের ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স (ITBP) এর পক্ষ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের ITBP এর অধীনে নিয়োগ করা হবে।

শূন্যপদের নাম:-

এই নিয়োগের দ্বারা ITBP এর অধীনে যে ধরনের শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তা হল – পরিদর্শক।

শিক্ষাগত যোগ্যতা:-

এখানে পরিদর্শক পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি অথবা ইংলিশে মাস্টার ডিগ্ৰি অর্জন করে থাকতে হবে।

বয়সসীমা:-

সংশ্লিষ্ট পদে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে।বেতনের পরিমাণ:-এখানে পরিদর্শক পদে নিযুক্ত কর্মীদের সর্বনিম্ন ৪৪,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ১,৪২,৪০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:-ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে হবে। যেমন-

১) সবার প্রথমে ITBP এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Apply online লিঙ্কে ক্লিক করতে হবে।

২) তারপর সেখানে নিজের সম্পর্কে তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন হয়ে গেলে যে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে।

৪) এরপর সেই ফর্মে নির্দিষ্ট স্থানে সঠিক তথ্য বসিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে।

৫) এরপর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সহ বাকি সকল প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

৬) সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করে দিলেই আবেদন হয়ে যাবে।

নির্বাচন পদ্ধতি:-যারা যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন তাদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে মোট ৬ টি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। যেমন- লিখিত পরীক্ষা, উচ্চতা পরীক্ষা, শারিরীক মান পরীক্ষা, মেডিকেল ফিটনেস টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্টস ভেরিফিকেশন। এই প্রতিটি ধাপ অতিক্রম করে যারা শেষ পর্যন্ত যোগ্য বলে বিবেচিত হবেন তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে।

নির্ধারিত আবেদন মূল্য:-আবেদন মূল্য হিসেবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ২০০ টাকা করে জমা দিতে হবে। কিন্তু SC, ST, Ex Army ও মহিলাদের এক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।

আবেদনের সময়সীমা:-ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স ( ITBP ) এর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞাপনের ভিত্তিতে সংশ্লিষ্ট শূন্যপদ পূরনের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা নেওয়া গত আগামী ১০ ই ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হবে এবং তা চলবে আগামী ৮ ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত।

---Advertisement---

Related Post

RRB NTPC Application Status 2024: Check Updates on Status, Exam Dates, and Admit Card Details

RRB NTPC Application Status 2024: Railway Recruitment Board (RRB) has accepted online applications for a total of 11558 vacant posts of graduate and under-graduate level, lakhs of candidates ...

UPSC Recruitment 2024: New Notification Released, Registration Open, Apply Now

UPSC Recruitment 2024: New Notification Released, Registration Process Started, Apply Soon UPSC Recruitment 2024: Union Public Service Commission (UPSC) is recruiting candidates for an engagement of Combined Section ...

Railway Group-D 20 Science Questions and Answers l রেলওয়ে গ্রূপ-ডি ২০ টি বিজ্ঞানের প্রশ্নোত্তর

স্বাগতম! আমাদের ব্লগে “রেলওয়ে গ্রূপ-ডি: ২০ টি গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্নোত্তর” সম্পর্কে আলোচনা করা হয়েছে। রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার জন্য বিজ্ঞান বিভাগে সঠিক প্রস্তুতি নেওয়া বেশ গুরুত্বপূর্ণ। এই গাইডটি আপনাকে ...

Railway Group D Exam Question Answers Part 1 l রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নের উত্তর পর্ব 1

Railway Group D Exam Question Answers Part 1: রেলওয়ে গ্রূপ-ডি পরীক্ষার প্রস্তুতি নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, বিশেষ করে যারা প্রথমবার পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। এই ব্লগে আমরা রেলওয়ে ...

Leave a Comment