WBPSC Food SI Practice Set 05 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 05)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে (WBPSC Food SI Practice Set 05) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০১, আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন
১) ভারতে সবচেয়ে বেশি কর্মী নিয়োগ করে
[A] ভারতীয় রেলওয়ে [B] ভারতীয় ডাক [C] ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া [D] স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডAnswer – ভারতীয় রেলওয়ে
২) সর্বাধিক পরিমাণ কার্বন সমন্বিত কয়লা হল
[A] পিট [B] লিগনাইট [C] বিটুমিনাস [D] অ্যান্থ্রাসাইটAnswer – অ্যান্থ্রাসাইট
৩) কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
[A] অসম [B] মনিপুর [C] মধ্যপ্রদেশ [D] পশ্চিমবঙ্গAnswer – অসম
৪) ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত?
[A] 50% [B] 60% [C] 70% [D] 80%Answer – 60%
৫) কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন?
[A] প্রধানমন্ত্রী [B] রাষ্ট্রপতি [C] লোকসভার অধ্যক্ষ [D] সংসদীয় কমিটিAnswer – লোকসভার অধ্যক্ষ
WBPSC Food SI Practice Set 05
Chemistry GK MCQ in Bengali Set 9
৬) নিম্নলিখিত কোনটি সংবিধান দ্বারা গঠিত নয়?
[A] নির্বাচন কমিশন [B] অর্থ কমিশন [C] যোজনা কমিশন [D] কেন্দ্রীয় লোকসেবা আয়োগAnswer – যোজনা কমিশন
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ০২, প্রস্তুতি নিতে শুরু করুন
৭) পঞ্চায়েতি রাজের ত্রিস্তর ব্যবস্থার শীর্ষে রয়েছে
[A] জেলা পরিষদ [B] গ্রাম সভা [C] গ্রাম পঞ্চায়েত [D] পঞ্চায়েত সমিতিAnswer – জেলা পরিষদ
৮) ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত ?
[A] ৫৮ বছর [B] ৬০ বছর [C] ৬২ বছর [D] কোন উর্ধ্বসীমা নেইAnswer – কোন ঊর্ধ্ব সীমা নেই
৯) ভারতে জনগণনা কত বছর অন্তর হয় ?
[A] 10 [B] 7 [C] 5 [D] 2Answer – 10
১০) পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি ?
[A] সাইরাস [B] লুব্ধক [C] স্বাতী [D] আলফা সেনটাউরিAnswer – আলফা সেনটাউরি
WBPSC Food SI Practice Set 05
১১) গঙ্গা নদীর তীরে নিচের কোন শহরটি অবস্থিত নয় ?
[A] বারানসী [B] হরিদ্বার [C] এলাহাবা [D] দলক্ষ্ণৌAnswer – লক্ষ্ণৌ
১২) ভারতের প্রথম স্বর্ণমুদ্রা কোন শাসকরা বহুল পরিমাণে চালু করেছিলেন ?
[A] মৌর্য [B] কুষান [C] গুপ্ত [D] শকAnswer – কুষান
১৩) বিশ্ব উপভোক্তা দিবস কোন দিনে পালিত হয় ?
[A] ১৫ মার্চ [B] ১৫ এপ্রিল [C] ১৫ জানুয়ারি [D] ১৫ ফেব্রুয়ারিAnswer – ১৫ মার্চ
১৪) সুজাতা সিংহের পরিবর্তে ভারতের বিদেশ সচিব হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে ?
[A] রঞ্জন মাথাই [B] এস জয়শঙ্কর [C] অজিত দোভাল [D] নিরুপমা রাওAnswer – এস জয় শঙ্কর
১৫) লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা
[A] 10 [B] 20 [C] 15 [D] 7Answer – 15