---Advertisement---

অবশেষে শিক্ষাক্ষেত্রে বিপুল সুযোগ, সরকারী চাকরিতে বিশাল শূন্যপদে নিয়োগের সুখবর! l RRB Railway Group C Recruitment

By Siksakul

Published on:

RRB Railway Group C Recruitment
---Advertisement---

দীর্ঘ প্রতীক্ষার পর আবার নতুন নিয়োগের সুখবর নিয়ে হাজির হলো বেকার চাকরীপ্রার্থীদের জন্য। একাধিক ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা ভারতীয় রেল প্রকাশ করেছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে RRB মিনিস্ট্রিয়াল ও আইসোলেটেড ক্যাটাগরি ভিত্তিক। ভারতের বিভিন্ন রাজ্যের এর কোন জায়গা থেকে বিচ্ছিন্ন হতে পারে তারা এখানে আবেদন করতে পারবেন। এপ্রাপ্তিকে শেষ পর্যন্ত পড়লে এই নিয়োগ সম্পর্কে আরো বিস্তারিত পথে। নিচে দেওয়া সমন্ধীয় সব তথ্য- খালি পদগুলি, পদগুলোতে বিষয়জাতীয় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগের প্রণালী, আবেদন মেয়াদ প্রভৃতি- বিস্তারিত আলোকপাত করা হলো।

RRB রেলের গ্রুপ C নিয়োগ 2024: আবেদন প্রক্রিয়া শুরু, জেনে নিন বিস্তারিত l RRB Railway Group C Recruitment

শূন্যপদ গুলির নাম:-
ভারতীয় রেলের পক্ষ থেকে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে কোনো একটি নির্দিষ্ট পদে নয় বরং একাধিক ধরনের শূন্যপদে নিয়োগ করা হবে। যে যে পদ গুলিতে নিয়োগ করা হবে বলে অফিসিয়াল নোটিফিকেশনে জানানো হয়েছে সেগুলি হল-

১) লাইব্রেরিয়ান,
২) জুনিয়র ট্রান্সলেটর,
৩) PGT ও TGT বিভাগের শিক্ষক সহ আরও অনেক।

শূন্যপদের সংখ্যা:-
উপরিউক্ত প্রতিটি শূন্যপদ মিলিয়ে মোট ১০৩৬ টি শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। কোন পদে কতগুলি করে শূন্যপদ রয়েছে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

পদ বিশেষে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা:-

লাইব্রেরিয়ান:-
এই পদে চাকরির জন্য আবেদন জানাতে হলে চাকরিপ্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেইসঙ্গে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৮ বছরের মধ্যে।

জুনিয়র ট্রান্সলেটর:-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে হিন্দি বা ইংরেজীতে পোস্ট গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে।

পোস্ট গ্ৰ্যাজুয়েট টিচার (PGT) :-
পোস্ট গ্ৰ্যাজুয়েট টিচার পদে চাকরির জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্ৰ্যাজুয়েশন পাস করে থাকতে হবে। সেইসঙ্গে B.Ed কোর্স সম্পন্ন করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৮ বছরের মধ্যে।

ট্রেনড গ্ৰ্যাজুয়েট টিচার (TGT):-
এই পদে চাকরির জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীকে স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে। সেইসঙ্গে B.Ed কোর্স সম্পন্ন করে থাকতে হবে। তার পাশাপাশি CTET সম্পন্ন করে থাকতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪৮ বছরের মধ্যে।

এছাড়াও বাকি শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা থাকতে হবে তা জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন।

আবেদন পদ্ধতি:-
RRB এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য সবার আগে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর সেখানে রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে নির্ধারিত আবেদন মূল্য অনলাইনের মাধ্যমে জমা দিয়ে সাবমিট করে দিলেই আবেদন হয়ে যাবে।

আবেদন মূল্য:-
RRB রেলওয়ের পক্ষ থেকে প্রকাশিত উক্ত শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন জানানোর ক্ষেত্রে আবেদন মূল্য হিসেবে Gen ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা করে জমা দিতে হবে। তবে SC, ST, PwBD ও মহিলা ক্যাটাগরির প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২৫০ টাকা করে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:-
এক্ষেত্রে আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৭/০১/২০২৫ থেকে এবং এই প্রক্রিয়া চলবে আগামী প্রায় টানা একমাস ধরে অর্থাৎ ৬/০২/২০২৫ পর্যন্ত।

OFFICIAL NOTICE- CLICK HERE 

মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ: ভারতীয় রেলে ৫০ হাজার+ গ্রুপ ডি পদে নিয়োগ

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment