Questions and Answers related to Breathing – For All Competitive Exams: শ্বাসকার্য আমাদের শরীরের একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, যা প্রতিদিনের জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এর সাথে সম্পর্কিত প্রশ্নগুলো প্রায়শই আসে জটিল এবং বহুমুখী রূপে। এই ব্লগে আমরা শ্বাসকার্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর বিশ্লেষণ করব, যা আপনাকে আপনার পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করবে।
চলুন শ্বাসকার্যের বৈজ্ঞানিক ধারণা, প্রক্রিয়া এবং এর বিভিন্ন পর্যায় সম্পর্কে সহজ ও বোধগম্যভাবে জেনে নিই এবং সফল পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করি।
Some Questions and Answers related to Breathing – For All Competitive Exams
১) শ্বাসঅঙ্গ ও পরিবেশের মধ্যে শ্বাসবায়ুর আদানপ্রদানকে কী বলে ?
– শ্বাসকার্য (Breathing)
২) কোন প্রক্রিয়ায় মানুষ শ্বাস নেয় ও শ্বাস ছাড়ে?
৩) শ্বাসকার্য কোন ধরনের প্রক্রিয়া?
– যান্ত্রিক প্রক্রিয়া
৪) শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়ায় খাদ্যদ্রব্যের কী ঘটে?
– বিঘটন
৫) শ্বাস-প্রশ্বাসের সময় বায়ুর কোন কোন উপাদানের পরিমাণ পরিবর্তিত হয়?
– জলীয় বাষ্প, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড
৬) স্বাভাবিক শ্বাস ক্রিয়াকে কি বলা হয়?
– ইউপনিয়া
৭) সদ্যজাত শিশুদের প্রতি মিনিটে শ্বাস-প্রশ্বাসের হার কত?
– প্রতি মিনিটে 44 বার
৮) প্রাপ্তবয়স্ক মানুষের এক মিনিটে শ্বাস-প্রশ্বাসের হার কত হয়?
– 12 থেকে 18
৯) নবজাতক শিশুর কান্না করে কেন?
– শ্বাসপ্রশ্বাস ক্রিয়ার সহজ করার জন্য
১০) প্রশ্বাস গ্রহনের মাধ্যমে একজন মানুষ একবারে কতটা বাতাস নেয়?
– 500ml থেকে 600ml
১১) শ্বাস-প্রশ্বাসের সময় বায়ুমণ্ডল থেকে কত শতাংশ অক্সিজেন গ্রহণ করা হয়?
– 21% (নাক দিয়ে নির্গত নিঃশ্বাসে 16% অক্সিজেন থাকে)
১২) মস্তিষ্কের কোন অংশে শ্বাসযন্ত্রের ছন্দ কেন্দ্র অবস্থিত?
– মেডুলা অংশে
১৩) মানব শ্বসনতন্ত্রের কোন অংশে বায়বীয় আদানপ্রদান ঘটে ?
– অ্যালভিওলাই (alveoli)
১৪) শ্বাস-প্রশ্বাসের সময় কোষের CO2 গ্যাসকে রক্তে দ্রবীভূত কোষ থেকে নির্গত করে?
– ফুসফুস ২
১৫) কোন প্রক্রিয়ার মাধ্যমে শ্বাসকার্যের প্রশ্বাসের সময় গ্যাস রক্তে প্রবেশ করে এবং তারপর নিঃশ্বাসের সময় তা রক্ত থেকে বেরিয়ে যায়?
– বিস্তার এবং সক্রিয় পরিবহন
১৬) রক্তের কোন উপাদানটি শ্বাস-প্রশ্বাসের সময় O2 শোষণ করে এবং O2 সমগ্র শরীরে পরিবহন করে?
– প্লাজমা
১৭) কোন গ্যাসটি নাবিকদের শ্বাস-প্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়?
– অক্সিজেন এবং হিলিয়াম
১৮) মুমূর্ষু রোগীকে যে অক্সিজেন গ্যাস দেওয়া হয় তাতে আর কোন গ্যাস মিশ্রিত থাকে?
– হিলিয়াম ( O2 + He এর মিশ্রন । অক্সিজেন এর সাথে হিলিয়াম যোগ করলে সার্বিকভাবে অক্সিজেন মিক্সচার গ্যাসে,অক্সিজেন এর চাপ অনেক গুন বেড়ে যাই, মজার বিষয় হলো হিলিয়াম মানব শরীরের রক্ত বা রক্ত রসে দ্রাবতা একদম কম, দ্রাবতা নেই বললেই চলে, অপরদিকে অক্সিজেন মানব শরীরের খুব ভালো দ্রাব্য সাথে হিলিয়াম যুক্ত হওয়াই অক্সিজেন উচ্চচাপ প্রাপ্ত হয় , ফলে patients বা ডুবুরীরা সহজে অক্সিজেন গ্রহণ করতে পারে এবং শ্বাস কার্য স্বাভাবিকভাবে চালাতে পারেন)
১৯) নিউমোনিয়া রোগী কে শ্বাস কার্যের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়?
– কার্বোজেন
২০) শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ কোন প্রকার দূষণের কারণে হয়?
– বায়ু দূষণ
২১) শিশুদের মধ্যে শ্বাসযন্ত্রের রোগ H9N2 এর সাম্প্রতিক প্রাদুর্ভাব কোথায় দেখা গেছে?
– চীন
২২) বায়ু দূষণের কারণে মানুষের মধ্যে ফুসফুসের ক্যান্সার ছাড়া আরও মারাত্মক কোন রোগ হয়?
– হাঁপানি
২৩) Chimpanzee দের জ্বর বা শ্বাস রোগের জন্য দায়ী ভাইরাস এর নাম কি?
– অ্যাডিনো ভাইরাস
২৪) বায়ুমণ্ডলে CO2 এর প্রধান উৎস কি?
– জীবের শ্বাস-প্রশ্বাস থেকে
২৫) মানুষের প্রধান শ্বাসযন্ত্র কি?
– ফুসফুস
২৬) মানুষের শ্বাসতন্ত্রের অংশ নেওয়া অঙ্গগুলি লেখ।
– ফুসফুস, স্বরযন্ত্র, নাক
২৭) বৃশ্চিকের শ্বাসর অঙ্গকোনটি?
– বুক লাং
২৮) হাইড্রার শ্বাস অঙ্গের নাম কি?
– দেহতল
২৯) টিনিডিয়া কার শ্বাস অঙ্গ?
– শামুক (মোলাস্কা শ্রেনীর রেচন অঙ্গ ফাইলাম। কেবলমাত্র শামুকের আলাদা হয়। শামুকের শ্বাসঅঙ্গ টিনিডিয়া)
৩০) মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্রের কাজ কি?
– বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করা
৩১) “রেস্পিরেটরি ট্রি” কোন প্রাণীর শ্বাস অঙ্গ?
– সমুদ্র শশা
৩২) কোন ধরনের প্রাণীতে ত্বকীয় শ্বসন দেখা যায়?
– উভচর
৩৩) কার শ্বসন অঙ্গ হল চামড়া?
– কেঁচো, ব্যাঙ
৩৪) কুমিরের শ্বাসঅঙ্গের (Respiratory Organ) নাম কি?
– ফুসফুস (Lung)
৩৫) মাকড়সার শ্বাসঅঙ্গ কোনটি?
– বুক লাং (Booklung)
৩৬) আরশোলা ও প্রজাপতির শ্বসন অঙ্গের নাম কী?
– ট্রাকীয়া
৩৭) অতিরিক্ত শ্বাসযন্ত্র কোথা থেকে অক্সিজেন গ্রহণ করে?
– বায়ু থেকে
৩৮) একটি সুস্থ উদ্ভিদের তুলনায় একটি রোগাক্রান্ত উদ্ভিদের শ্বাস-প্রশ্বাসের হারে কি পরিবর্তন দেখা যায়?
– বেশী হয়
৩৯) উদ্ভিদের শ্বাসঅঙ্গ (Respiratory Organs) কোনটি?
– পত্ররন্ধ্র (Stomata) ও লেন্টিসেল ( Lenticell
৪০) নিউমাটোফোরস বা নাসিকামূল (শ্বাসমূল) কোথায় দেখতে পাওয়া যায় ?
– ম্যানগ্রোভ উদ্ভিদে (সুন্দরী)