বায়োলজি জিকে এমসিকিউ বাংলায় – সেট ১: প্রস্তুতির চূড়ান্ত গাইড
জীববিজ্ঞানের জেনারেল নলেজ (জিকে) সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনি যদি WBCS, SSC, রেলওয়ে, বা যেকোনো সরকারী চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তবে বায়োলজি জিকে প্রশ্নোত্তরের উপর দক্ষতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন।
এই ব্লগে আমরা নিয়ে এসেছি বায়োলজি জিকে এমসিকিউ বাংলায় – সেট ১, যেখানে সহজ, গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় পুনরাবৃত্তি হওয়া প্রশ্নগুলো বাংলায় দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর এবং ব্যাখ্যা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রস্তুতির এই ভাণ্ডার আপনার সাফল্যের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আসুন, শিখতে শুরু করি!
1. ভূতাত্ত্বিকের মতানুসারে জীবনের সূচনা হয়েছিল –
(A) প্যালিওজোয়িক যুগে
(B) মেসােজোয়িক যুগে
(C) প্রােটোজোয়িক যুগে
(D) সিনােজোয়িক যুগে
2. জীবন সূচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান হল-
(A) অ্যামাইনাে অ্যাসিডের সৃষ্টি
(B) কার্বোহাইড্রেটের সৃষ্টি
(C) জিৰ্বেরেলিক অ্যাসিডের সৃষ্টি
(D) নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি
(D) নিউক্লিক অ্যাসিডের সৃষ্টি
3. নিম্নের কোনটি জীবনসৃষ্টির একবারে প্রথমে উৎপন্ন হয়েছিল ?
(A) প্রােক্যারিওটিক কোশ
(B) ইউক্যারিওটিক কোশ
(C) উভয়ই A এবং B
(D) কোনােটিই নয়
(A) প্রােক্যারিওটিক কোশ
4. বর্তমানকালে জীবনের সূচনার সর্বাপেক্ষা গ্রহণযােগ্য মতবাদটি হল-
(A) আধুনিক রাসায়নিক উদ্বর্তন
(B) বিশেষভাবে সৃষ্টির তত্ত্ব
(C) সবই
(D) কোনােটিই নয়
(A) আধুনিক রাসায়নিক উদ্বর্তন
5. কে এই ধারণাটি দেন যে ‘Hotdilute Soup’?
(A) ফক্স
(B) কেলভিন
(C) কোপারনিকাস
(D) হল্ডেন
(D) হল্ডেন
6. প্রথম জীবন সৃষ্টি হয়েছিল—
(A) জল
(B) স্থল
(C) বায়ু
(D) কোনােটিই নয়
(A) জল
7. কোন্ রাশিয়ান বিজ্ঞানী এই বইটি লিখেছিলেন – ‘Origin of Species’?
(A) তাকতাজান
(B) ডারউইন
(C) নিধাম
(D) গ্যাগারিন
(B) ডারউইন
8. ভূতাত্ত্বিকদের মতানুসারে পৃথিবী সৃষ্টি হয়েছিল আনুমানিক-
(A) 3.6 লক্ষ বছর আগে
(B) 4.6 বিলিয়ন বছর আগে
(C) 5.6 লক্ষ বছর আগে
(D) 6.6 লক্ষ বছর আগে
(B) 4.6 বিলিয়ন বছর আগে
9. কেমােজেনি কি ?
(A) ভৌত উদবর্তন
(B) যৌগিক উদবর্তন
(C) রাসায়নিক উদবর্তন
(D) মৌলিক উদবর্তন
(C) রাসায়নিক উদবর্তন
10. ওপারিন কত সালে জৈব রাসায়নিক তত্ত্ব দেন ?
(A) 1928
(B) 1940
(C) 1941
(D) 1942
(A) 1928
11. কোশ কথাটি প্রবর্তন করেন-
(A) রবার্ট হুক
(B) রবার্ট ব্রাউন
(C) পারকিনজি
(D) স্লেইডেন ও স্বােয়ান
(A) রবার্ট হুক
12. গাছের যে অংশ সূর্যালােক পায়—
(A) ক্লোরােপ্লাস্টিড
(B) ক্রোমােপ্লাস্টিড
(C) লিউকোপ্লাস্টিড
(D) প্রটিনোপ্লাস্টিড
(A) ক্লোরােপ্লাস্টিড
13. সেন্ট্রোজোম থাকে—
(A) উদ্ভিদকোশে
(B) প্রাণীকোশে
(C) আদি কোশে
(D) আদর্শ কোশে
(B) প্রাণীকোশে
14. আয়তনে বৃহৎ প্রাণীকোশ-
(A) নার্ভকোশ
(B) রেমি উদ্ভিদের তন্তু
(C) উটপাখির ডিম
(D) মাইকোপ্লাজমা
(C) উটপাখির ডিম
15. পর্দাবিহীন কোশীয় অঙ্গাণু হল—
(A) লাইসােজোম
(B) সেন্ট্রোজোম
(C) এন্ডােপ্লাজমিক রেটিকিউলাম
(D) গলগিবডি
(B) সেন্ট্রোজোম
16. কোশের শক্তিঘর বলা হয়-
(A) লাইসােজোম
(B) গলগিবডি
(C) রাইবােজোম
(D) মাইটোকনড্রিয়া
(D) মাইটোকনড্রিয়া
17. পিনােসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়—
(A) কঠিন খাদ্য
(B) তরল খাদ্য
(C) কঠিন তরল খাদ্য
(D) অর্ধতরল খাদ্য
(B) তরল খাদ্য
18. কোয়ান্টোজোম থাকে—
(A) লিউকোপ্লাস্টে
(B) ক্রোমােপ্লাস্টে
(C) ক্লোরােপ্লাস্টে
(D) জ্যান্থোপ্লাস্টে
(C) ক্লোরােপ্লাস্টে
19. স্নেহপদার্থ সঞ্চিত থাকে—
(A) অ্যামাইলােপ্লাস্ট
(B) অলিউরােনােপ্লাস্ট
(C) এলাইওপ্লাস্ট
(D) লিউকোপ্লাস্টে
(B) অলিউরােনােপ্লাস্ট
20. কোশের মস্তিষ্ক বলা হয়—
(A) নিউক্লিয়াস
(B) রাইবােজোম
(C) মাইটোকনড্রিয়া
(D) প্লাস্টিড
(A) নিউক্লিয়াস
উপসংহার: বায়োলজি জিকে এমসিকিউ বাংলায় – সেট ১
জীববিজ্ঞানের জিকে এমসিকিউ অনুশীলন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বায়োলজি জিকে এমসিকিউ বাংলায় – সেট ১-এর মাধ্যমে আপনি শুধুমাত্র জীববিজ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারণা অর্জন করবেন না, বরং পরীক্ষায় ভালো স্কোর করার জন্য প্রয়োজনীয় আত্মবিশ্বাসও অর্জন করবেন।
নিয়মিত চর্চা এবং বিভিন্ন বিষয়ের উপর সুস্পষ্ট ধারণা তৈরির মাধ্যমে সাফল্য অর্জন করা সম্ভব। এই প্রশ্নোত্তরগুলো আপনাকে একটি মজবুত ভিত্তি তৈরি করতে সাহায্য করবে। ভবিষ্যতের ব্লগে আরও আকর্ষণীয় বিষয় নিয়ে আমরা হাজির হবো। আপনার মতামত ও প্রশ্ন অবশ্যই আমাদের জানাবেন। শুভকামনা রইলো!