---Advertisement---

Geography MCQ in Bengali Part 07 l ভূগোল MCQ পর্ব ০৭

By Siksakul

Updated on:

Geography MCQ in Bengali Part 07 l ভূগোল MCQ পর্ব ০৭
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভূগোল M.C.Q প্রশ্নোত্তর পর্ব ০৭ (Geography MCQ in Bengali Part 07)। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভূগোল M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

Geography MCQ in Bengali Part 07 l ভূগোল MCQ পর্ব ০৭

1.  পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাষ্ট্রের সবথেকে বেশি সীমানা আছে ? 

A. বাংলাদেশ   

B. ভুটান   

C. নেপাল   

D. বঙ্গদেশ  

 উত্তর :- (A)

2. কোন পলিকে ভাঙ্গন বলা হয় ? 

A. নবীন পলি    

B. প্রাচীন পলি   

C. মধ্য পলি  

D. অত্যন্ত প্রাচীন পলি 

উত্তর :- (B)

3. সাহেববাঁধ জলাভূমি কোন জেলায় অবস্থিত?

A. উত্তর দিনাজপুর  

B. বীরভূম  

C. হাওড়া  

D. পুরুলিয়া  

উত্তর :- (D)

4. কোন জেলাটি পশ্চিমবঙ্গের সবথেকে বেশি নদীমাতৃক জেলা? 

A. কোচবিহার  

B. জলপাইগুড়ি   

C. দার্জিলিং 

D. মালদহ 

উত্তর :- (A)

5. বিশাখাপত্তনম বন্দর টি কোথায় অবস্থিত ?

A. কর্ণাটক

B. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 

C. পশ্চিমবঙ্গ

D. অন্ধ্রপ্রদেশ

  উত্তর :- (D)

6. প্রাচীনতম শীলা ভারতের কোথায় পাওয়া যায়? 

A. হিমালয় পর্বতে  

B. ধানঝর মালভূমিতে  

C. আরাবল্লী পর্বতে  

D. কোনটিতেই নয় 

উত্তর :- (B)

7. বায়ুমন্ডলে কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী? 

A. ট্রপোস্ফিয়ার  

B. এক্সোস্ফিয়ার   

C. প্রোটোস্ফিয়ার  

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

8. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কতক্ষণ ?  

A. 2 মিনিট  

B. 10 মিনিট  

C. 2.8 মিনিট  

D. 8.2 মিনিট 

উত্তর :- (D)

9. কোন দিনটিকে জলবিষুব বলা হয়?  

A. 21শে মার্চ  

B. 23 শে সেপ্টেম্বর 

C. 23 শে ডিসেম্বর   

D. 21 শে এপ্রিল 

উত্তর :- (B)

10. ´অশ্বিনী পুচ্ছ` কাকে বলা হয়?  

A. সিরাস মেঘকে 

B. সিরো- কিউমুলাস মেঘ কে 

C. অল্টা মেঘকে 

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

11. একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে কি বলে?  

A. আর্দ্রতার ভগ্নাংশ  

B. পরিপক্কতার তাপমাত্রা  

C. চরম আদ্রতা  

D. কোনোটিই নয় 

উত্তর :- (C)

12. যে দুটি নদীর প্রভাবে হলদি নদী সৃষ্টি হয়েছে সেই নদী দুটির নাম লেখ? 

A. দারুকেশ্বর ও শিলাই  

B. কাসাই ও কেলেঘাই  

C. দামোদর ও অজয়  

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

13. ভূপৃষ্ঠ সমগ্র আয়তনের কত ভাগ বারিমন্ডল? 

A. 81•4 ভাগ  

B. 71•4 ভাগ  

C. 71•6 ভাগ  

D. 70•80 ভাগ 

উত্তর :- (D)

14. বায়ুমন্ডলে হাইড্রোজেনের ওজনগত অনুপাত কত? 

A. 1.19  

B. 24.15  

C. 75.53  

D. 78.09 

উত্তর :- (D)

15. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম লিখ? 

A. তোর্সা  

B. জলঢাকা  

C. ময়ূরাক্ষী  

D. তিস্তা 

উত্তর :- (C)

16. ট্রপোস্ফিয়ারের ঘনত্ব কোন সময় বৃদ্ধি পায়? 

A. হেমন্তকালে   

B. গ্রীষ্মকালে  

C. বসন্তকালে  

D. শীতকালে 

উত্তর :- (A)

17. সবরমতীর  উৎপত্তিস্থলের নাম কি?  

A. আরাবল্লী পর্বত   

B. বিন্ধ পর্বত  

C. সাতপুরা পর্বত  

D. পশ্চিম ঘাট পর্বত 

উত্তর :- (A)

18. 90% অরনাঞ্চল কোন রাজ্যে? 

A. বিহার  

B. ওড়িশা   

C. মধ্যপ্রদেশ  

D. অরুণাচল  

উত্তর :- (D)

19. নিচের কোনটি হস্তি সংরক্ষণ কেন্দ্র ?

A. চন্দ্রপ্রভা

B. পালামৌ

C. মেলঘাট

D. সিংভূম

উত্তর :- (A)

20. গঙ্গার দক্ষিণ দিকে যুক্ত হয়েছে নিম্নলিখিত কোন নদীটি? 

A. গোমতী  

B. শোন  

C. তোর্সা   

D. গণ্ডক 

উত্তর :- (B)

21. মার্শাল দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত ?

A. আটলান্টিক

B. প্রশান্ত

C. ভারত মহাসাগর

D. আর্কটিক মহাসাগর

উত্তর :- (B)

22. কোন স্থানের সমুদ্রের জলে লবনতার পরিমাণ সর্বাধিক ?

A. উপক্রান্তীয়

B. নিরক্ষীয়

C. মেরু

D. উপমেরু

উত্তর :- (A)

23. পডসল মৃত্তিকা দেখা যায় কোন ধরনের বনভূমিতে ?

A. নিরক্ষীয়

B. তৈগা

C. সরলবর্গীয়

D. কোনোটিই নয়

উত্তর :- (C)

24. সাতপুরা জাতীয় উদ্যান টি কোন রাজ্যে অবস্থিত?

A. ঝাড়খন্ড

B. কেরল

C. মধ্যপ্রদেশ

D. রাজস্থান

উত্তর :- (C)

25. ভারতের কোন রাজ্যে সর্বাধিক নারকেল উৎপন্ন হয়? 

A. কেরল  

B. তামিলনাড়ু  

C. পশ্চিমবঙ্গ  

D. কর্ণাটক 

উত্তর :- (A)

26. সরিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?

A. দিল্লি

B. ছত্রিশগড়

C. রাজস্থান

D. ঝাড়খণ্ড

 উত্তর :- (C)

27. সবরমতীর  উৎপত্তিস্থলের নাম কি?  

A. আরাবল্লী পর্বত   

B. বিন্ধ পর্বত  

C. সাতপুরা পর্বত  

D. পশ্চিম ঘাট পর্বত 

উত্তর :- (A)

28. পৃথিবীর “কফি পাত্র” বলে খ্যাত?

A. চিলি

B. আর্জেন্টিনা

C. রোম

D. ব্রাজিল

উত্তর :- (D)

29. চা- উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান পেয়েছে? 

A. নাগল্যান্ড  

B. অসম  

C. মধ্যপ্রদেশ  

D. পশ্চিমবঙ্গ 

উত্তর :- (B)

30. দাদরা এবং নগর হাভেলি এর রাজধানীর নাম কী?”

A. পোর্ট ব্লেয়ার

B. চন্ডিগড়

C. সিলভাসা

D. দমন”

উত্তর :- (C)

আগের পর্ব –

⦿ ভূগোল MCQ পর্ব – ০৬

---Advertisement---

Related Post

PSPCL Assistant Lineman Recruitment 2025: Apply Online for 2500 ALM Vacancies

PSPCL Assistant Lineman Recruitment 2025: Punjab State Power Corporation Limited (PSPCL) has officially released the Assistant Lineman (ALM) Recruitment 2025 notification for 2500 vacancies. Eligible and interested candidates ...

World Famous Statues List PDF 2025 l বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF 2025

World Famous Statues List PDF 2025: বিভিন্ন সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, SSC, UPSC, Railways, Banking, PSC) বিশ্বের বিখ্যাত স্ট্যাচু সম্পর্কিত প্রশ্ন প্রায়ই আসে। তাই পরীক্ষার্থীদের সাহায্য করতে, ...

Environmental Studies SAQ l পরিবেশ বিদ্যা SAQ

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF, যেখানে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) সংকলন করা হয়েছে। Primary TET, CTET, Upper Primary TET ...

West Bengal GK Questions And Answers l পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর l পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ

West Bengal GK Questions And Answers: পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান (West Bengal General Knowledge) বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, Railways, Police, Group-D) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় ...

Leave a Comment