---Advertisement---

Geography Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 1 l Geography বিগত বছরের প্রশ্নোত্তর for WB PSC Clerkship , PSC Misc & WBCS Preli Part 1

By Siksakul

Published on:

Geography Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 1
---Advertisement---

Geography Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 1: ভূগোল WBPSC Clerkship, PSC Misc এবং WBCS প্রিলিমিনারি পরীক্ষাগুলির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার প্রস্তুতিতে সঠিক রণকৌশল তৈরি করতে গেলে বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ এক অন্যতম কার্যকর মাধ্যম। এই ব্লগের প্রথম অংশে WBPSC Clerkship, PSC Misc এবং WBCS প্রিলিমিনারির ভূগোল বিষয়ক বিগত বছরের প্রশ্নোত্তর বিশ্লেষণ করা হবে। এটি কেবল প্রস্তুতিকে সঠিক পথে চালিত করবে না, বরং পরীক্ষায় সফলতার সম্ভাবনা বাড়াবে।

তাহলে চলুন, ভূগোল প্রস্তুতির জন্য এক চমৎকার যাত্রা শুরু করা যাক!

Geography Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 1

1) রোহিঙ্গা উপজাতি মায়ানমারে কোন প্রদেশের আদি বাসিন্দা?[PSC Misc’20]

Answer – রাখিন

2) ‘গোটিপুয়া’ ভারতের কোন প্রদেশের নৃত্য? [PSC Misc’20]

Answer – ওড়িশা

3) নিম্নোক্ত কোন জলাশয়টি সমুদ্রের সঙ্গে যুক্ত নয়?

[PSC Misc’20]

Answer – অরাল সাগর

4) ‘দস্ত-ই-মারগো’ বা ‘মৃত্যু-মরুভূমি’ কোন দেশের অংশ?[PSC Misc’20]

Answer – আফগানিস্তান

5) নিম্নোক্ত কোনটি হিমালয়ের অংশ নয়?

[PSC Misc’20]

Answer – সহ্যাদ্রী

6) গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কী?[WBCS Preli ’20]

Answer – কল্লেরু হ্রদ

7) Census 2011-এ পশ্চিমবঙ্গের literacy rate হল-

[WBCS Preli ’20]

Answer-77%

৪) সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

[WBCS Preli ’20]

Answer – অন্ধ্রপ্রদেশ

9) ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে?[WBCS Preli ’20]

Answer – 5

10) কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তানিলনাড়ু হিসাবে নামকরণ করা হয়?

[WBCS Preli ’20]

Answer – 14 জানুয়ারি 1969

11) মোট জনসংখ্যার নিরিখে ভারতে 2011 Census পশ্চিমবঙ্গের স্থান হল – [WBCS Preli 20]

Answer – চতুর্থ

12) বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে?

[WBCS Preli ’20]

Answer – শতদ্রু

13) 2019 এ পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম হল-[WBCS Preli ’20]

Answer-Bulbul

14) কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বজ্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়?

[WBCS Preli ’20]

Answer-1818

15) নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে?

[WBCS Preli ’20]

Answer – মেহেরগড়

16) সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে-[WBCS Preli ’20]

Answer – ৪ মিনিট

17) কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

[WBCS Preli ’20]

Answer – জম্মু ও কাশ্মীর

18) গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? [WBCS Preli ’20]

Answer – আলাঙ

19). ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়-[WBCS Preli ’20]

Answer – রিখটার স্কেল

20) চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে?

[WBCS Preli ’20]

Answer – সিকিম-ভুটান

21). ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল-[WBCS Preli ’20]

Answer – অন্ধ্রপ্রদেশ

22) ‘ISRO’ সম্প্রতি Cartosat-3 কে উৎক্ষেপণ

করেছে-[WBCS Preli ’20]

Answer – আমেদাবাদ থেকে

23) আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল

উৎপাদনকারী জেলা নির্বাচন করুন:

[WBCS Preli ’20]

Answer – মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান

21) নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুখা নদীর তীরে অবস্থিত?[WBCS Preli ’20]

Answer – পুনে

22) সর্বশেষ Census of Indian Population (জনগণনা) হয়েছিল-[WBCS Preli ’20]

Answer-2011

23) পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?[WBCS Preli ’20]

Answer – ল্যাটেরাইট মাটি

24) কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলে? [WBCS Preli ’20]

Answer – থাঞ্জাভুর

25) পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?[WBCS Preli ’20]

Answer – ল্যাটেরাইট মাটি

26) কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলে?[WBCS Preli ’20]

Answer – থাঞ্জাভুর

27) কাঁকরাপাড় পারমাণবিককেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত?[WBCS Preli ’20]

Answer – সুরাট

28) পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?

[WBCS Preli ’20]

Answer – দক্ষিণ আন্দামান-এ

29) তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত-

[WBCS Preli ’20]

Answer – ময়ূরাক্ষী

30) পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে

[WBCS Preli ’20]

Answer – রামসার স্থান হিসেবে

31) ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভুর হল

একপ্রকার-[WBCS Preli ’20]

Answer বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত

ভূমি

32) পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয়-

[WBCS Preli ’19]

Answer-1956 সালে

33) ভারতের Central Inland Water Transport Corporation-এর সদর দপ্তরটি অবস্থিত-

[W.B.C.S Preli-19]

Answer -কলকাতায়

34) কোলকাতায় মেট্রোরেল চালু হয়-[W.B.C.S. Preli-19]

Answer-1984 খ্রিঃ

35) ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় ৪০% অবস্থান করছে-[W.B.C.S Preli-19]

Answer – দামোদর উপত্যকায়

36) তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে-[W.B.C.S Preli-19]

Answer-1 লা জুন, 2014

37) ব্যারোমিটার পাঠ (reading) হঠাৎ কমে গেলে, আবহাওয়ার (weather) কি পরিবর্তন হবে?

[WBP Constable-’19]

Answer খুব ঝড় হবে

38) ‘রামধনু (Rainbow)’ কেন হয়?[WBP Constable-19]

Answer – আলোর প্রতিসরণ (Refraction) ও প্রতিফলনের (reflection) জন্য

39) সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় ?

[WBP Constable-’19]

Answer – 4 ঠা জানুয়ারী

40) ‘নীল গ্রহ’ (Blue planet) ‘কাকে বলে?

[WBP Constable-’19]

Answer – পৃথিবী

41) ‘বন্দীপুর’ অভয়ারণ্য (Sanctuary) কোথায় অবস্থিত? [WBP Constable-’19]

Answer – কর্ণাটক

42). নীচের কোনটিকে ‘বাদামী কয়লা (brown coal)’ বলে? [WBP Constable-’19]

Answer – লিগনাইট

43) এশিয়ার বৃহত্তম নদী কোনটি?

[WBP Constable-’19]

Answer – ইয়াংজে

44) ভারতে সর্বোচ্চ বাঁধ কোনটি?[ICDS(Supervisor)’19]

Answer – ভাকরা বাঁধ

45) ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কত?

[ICDS (Supervisor)’19]

Answer – আট

46) রাতের আকাশে কোন গ্রহকে সবচেয়ে উজ্জ্বল দেখায়?[ICDS (Supervisor)’19]

Answer – শুক্র

47) নাসিক শহরটি যে নদীর পাশে অবস্থিত তা হল-

[ICDS (Supervisor)’19]

Answer – গোদাবরী

48) আলোকজান্দ্রিয়া যে নদীর ধারে অবস্থিত সেটি হল-[ICDS (Supervisor)’19]

Answer – নাইল

49) পৃথিবীতে কোনটি সর্ববৃহৎ লবণাক্ত হ্রদ?

[ICDS (Supervisor) ’19]

Answer কাস্পিয়ান সাগর

50) পশ্চিমবঙ্গের কোন নদী ‘বাংলার দুঃখ’ বলে পরিচিত?

[ICDS (Supervisor) ’19]

Answer – দামোদর

51) পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে-

[W.B.C.S. Preli -’19]

Answer – রামসার স্থান হিসেবে

52) ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল

একপ্রকার –

[W.B.C.S. Preli-’19]

Answer – বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি

53) পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয়-

[W.B.C.S. Preli -’19]

Answer – 1956 সালে

54) ভারতের Central Inland Water Transport Corporation-এর সদর দপ্তরটি অবস্থিত-

[W.B.C.S Preli-19]

Answer – কলকাতায়

55) কোলকাতায় মেট্রোরেল চালু হয়-[W.B.C.S Preli-19]

Answer-1984 খ্রিঃ

56) ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় ৪০% অবস্থান করছে-[W.B.C.S. Preli-19]

Answer- দামোদর উপত্যকায়

57) ধনেখালি কী জন্য বিখ্যাত?[W.B.C.S. Preli-19]

Answer – তাঁত শিল্পের জন্য

58) তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত-

[W.B.C.S. Preli-19]

Answer – তরাই

59) সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য World Heritage Site নামে নথিভুক্ত করা হয়েছে-

[W.B.C.S. Preli-19]

Answer – ম্যানগ্রোভ গাছের জন্য

60) জলপাইগুড়ি শহর কোন্ নদীর তীরে অবস্থিত?

[W.B.C.S Preli-19]

Answer – তিস্তা ও করলা নদী

61) রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

[W.B.C.S. Preli-19]

Answer – দার্জিলিং

63) পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়? [W.B.C.S Preli-19]

Answer – হাওড়া থেকে হুগলী

64) নিম্নলিখিত কোন্ রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি?[W.B.C.S Preli-19]

Answer – ওড়িশা

65) শোলা অরণ্য দেখা যায়-[W.B.C.S Preli-19]

Answer – পশ্চিমঘাট পর্বতে

66) কোলের হ্রদ কোথায় অবস্থিত?

[W.B.C.S Preli-19]

Answer – গোদাবরী ও কৃষ্ণার মধ্যে

67) জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়?

[W.B.C.S Preli-19]

Answer – 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

68) স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন্ জেলাটি ছিল না?[W.B.C.S Preli-19]

Answer কোচবিহার

69) পশ্চিমবঙ্গে শিক্ষার হার-[W.B.C.S Preli-19]

Answer-77.08%

70) নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে-

[W.B.C.S Preli-19]

Answer – ঝাড়খন্ডের

71). লাক্ষা দ্বীপপুঞ্জ হল-[W.B.C.S Preli-19]

Answer – প্রবাল দ্বীপপুঞ্জ

72) নিম্নলিখিত কোন্ ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়?[W.B.C.S. Preli-19]

Answer – ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি

73) মানস সরোবর অবস্থিত-[W.B.C.S. Preli -’19]

Answer – কৈলাস পর্বতশ্রেণিতে

74) শিলং শহর অবস্থিত-[W.B.C.S. Preli -’19]

Answer – খাসি পর্বতে

75) মহাকাশে (Space) কোন মহাকাশচারী (astronaut) আকাশের রং কী দেখবে?

[WBP Constable-’19]

Answer – কালো (black)

76). ‘কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)’ ভারতের নীচে বর্ণিত রাজ্যের উপর দিয়ে যায়নি?

[WBP Constable-’19]

Answer – উত্তরপ্রদেশ

77) কোন্ শহরটি ভারতের সর্ব উত্তরে অবস্থিত? [CISF AC (Exe)-LDCF-2021]

 Answer গোয়াহাটি

78) কোন্ স্থানে ‘অলকানন্দা ও ভাগীরথীর মিলন ঘটেছে?[CISF AC (Exe)-LDCF-2021]

Answer দেবপ্রয়াগ

79) কোন্ নদীর প্রবাহপথে মাজুলী’ দ্বীপটি অবস্থিত? [CISF AC (Exe) – LDCF-2021]

Answer – ব্রহ্মপুত্র

80) ‘Great Bitter’ হ্রদটি যার অংশ-[CISF AC (Exe)-LDCF-2021]

Answer সুয়েজ খাল

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment