---Advertisement---

Geography Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 2 l Geography বিগত বছরের প্রশ্নোত্তর for WB PSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 2

By Siksakul

Published on:

Geography Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 2
---Advertisement---

Geography Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 2: ভূগোল WBPSC Clerkship, PSC Misc এবং WBCS প্রিলিমিনারি পরীক্ষাগুলির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পরীক্ষার প্রস্তুতিতে সঠিক রণকৌশল তৈরি করতে গেলে বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ এক অন্যতম কার্যকর মাধ্যম। এই ব্লগের প্রথম অংশে WBPSC Clerkship, PSC Misc এবং WBCS প্রিলিমিনারির ভূগোল বিষয়ক বিগত বছরের প্রশ্নোত্তর বিশ্লেষণ করা হবে। এটি কেবল প্রস্তুতিকে সঠিক পথে চালিত করবে না, বরং পরীক্ষায় সফলতার সম্ভাবনা বাড়াবে।

তাহলে চলুন, ভূগোল প্রস্তুতির জন্য এক চমৎকার যাত্রা শুরু করা যাক!

Geography Previous Year Questions for WBPSC Clerkship, PSC Misc & WBCS Preli Part 2

80) ‘Great Bitter’ হ্রদটি যার অংশ-[CISF AC (Exe)-LDCF-2021]

Answer সুয়েজ খাল

81) নেভেলী, সিন্থারেনী, কোরবা এবং সিংরৌলি খনিগুলিতে পাওয়া যায়-[CISF AC (Exe) – LDCF-2021]

Answer – কয়লা

82) ভৌগলিক পরিগুলের দিক দিয়ে নিচের কোন্ দেশটির Land Locked সর্বাধিক?

[CISF AC (Exe) – LDCF-2021]

Answer কাজাখাস্থান

83) ৫০° দক্ষিণ অক্ষাংশ প্রসারিত যে দেশটির পাশ দিয়ে-[CISF AC (Exe) – LDCF-2021]

Answer – দক্ষিণ আফ্রিকা

84) নিচের কোন দেশটি 20th UN. Climatic Change Conferance of the Parties (COP- 26)-এর আয়োজক?[CISF AC (Exe) – LDCF-2021]

Answer – ইংল্যান্ড

85) ভারতের আঞ্চলিক সীমারেখা জলভাগে কতদূর পর্যন্ত বিস্তৃত? [CDS-2021]

Answer – 12 নটিক্যাল মাইল

86) একটি শীতল সমুদ্র স্রোতের নাম?[CDS-2021]

Answer – ক্যালিফোর্ণিয়া স্রোত

87) নিচে একটি বিশেষ মৃত্তিকার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। তার উপর ভিত্তি করে নির্দিষ্ট মৃত্তিকাটি চিহ্নিত করুন। [CDS-2021]

Answer – কৃষ্ণ মৃত্তিকা

 88)”Arabica, Robusta and liborica” এই গোত্রগুলি নিচের যে শস্যের সঙ্গে সম্পর্কিত-[CDS-2021]

Answer – কফি

89) অ্যালুমিনিয়ামের উৎপাদনগত রূপ হল-

[CDS-2021]

Answer – বক্সাইটের আকরিক

90) নিচের কোন্ সমুদ্র বন্দরটি জাপানে আকরিক লোহা রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? [CDS-2021]

Answer – মার্মাগাঁও

91) মিলপা এবং লাডাং এই দু’ টি ভিন্ন নাম যে

কৃষিকাজের / শস্যের-[CDS-2021]

Answer – স্থানান্তর কৃষি

92) সিন্ধু নদের কোন্ উপনদীর উপর ভাকরা নাঙ্গাল প্রকল্পের জন্য ক্যানেল খনন করা হয়েছে?

Answer – সুতলেজ

93) যখন নদী চারদিক থেকে জল বহন করে এনে মধ্যবর্তী কোন হ্রদ বা নিম্নভূমিতে নির্গমন করে সেই নদী বিন্যাস কি নামে পরিচিত?[CDS-2021]

Answer – কেন্দ্রাতিক জল নির্গমন প্রণালী

94) নিচের কোন্ বিবৃতিটি কোরিওলিস বলের ক্ষেত্রে প্রযোজ্য নয়?[CDS-2021]

Answer – দক্ষিণ গোলার্ধে এর কারণে বায়ু প্রবাহ ডানদিকে বেঁকে যায়

95)১. এটি খারিফ শস্য

২. আউস-আমন-বোরো এই তিনপ্রকার চাষাবাদ হয়ে থাকে সারাবছর ধরে

৩. ভারতের মোট কৃষিকাজের 1/4 অংশ কৃষিকাজ এই প্রকার শস্য উৎপাদন হয়ে থাকে।

– এই বৈশিষ্ট্য গুলি কোন ফসলের?[CDS-2021]

Answer: ধান

95) একটি ‘আগ্নেয় শিলা’ নাম লেখো?[CDS-2021]

Answer – গ্রানাইট

96) ‘কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer)’ ভারতের নীচে বর্ণিত রাজ্যের উপর দিয়ে যায়নি?

[WBP Constable-’19]

Answer – উত্তরপ্রদেশ

97) পশ্চিমবঙ্গের কোন নদী ‘বাংলার দুঃখ’ বলে পরিচিত? [ICDS (Supervisor)’19]

Answer – দামোদর

98) দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস (উত্তরায়ণ) ঘটে-

[Food (SI) 19]

Answer – ২২ ডিসেম্বর

99) নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিক হয়?

[Food (SI)’19]

Answer চুনাপাথর

100) নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয়? [Food (SI)’ 19]

Answer – জ্বালানি কোষ

101) সূর্যগ্রহণ ঘটে যখন-[Food (SI)’19]

Answer চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে আসে

102) ‘ঘুমার’ লোকনৃত্য হল-[Food (SI) ’19]

Answer রাজস্থানের

103) ট্রোপোম্পিয়ার বায়ুমণ্ডলের উষ্মতম অংশ কারণ-[Food (SI) ’19]

Answer – এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়

104) মাউন্ট এভারেস্টে ওটা প্রথম মহিলা ছিলেন-

[Food (SI) ’19]

Answer বাচেন্দ্রী পাল

105) বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল-

[Food (SI) ’19]

Answer সুয়েজ খাল

106) কুন জলপ্রপাত ভারতের কোন্ রাজ্যে অবস্থিত?[PSC (School Inspector)’18

Answer – মহারাষ্ট্র

107) কৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য (KWS) কোন্ রাজ্যে অবস্থিত?[PSC(School Inspector)’18]

Answer – অন্ধ্রপ্রদেশ

108) বিশ্বের বৃহত্তম সৌর পার্ক কোন্ ভারতীয় রাজ্যে আসবে?[PSC (School Inspector) ’18]

Answer – গুজরাট

109) পৃথিবীর দীর্ঘতম বেলেপাথর গুহা কোন্ রাজ্যে আবিষ্কৃত হয়েছে?[PSC (School Inspector) ’18]

Answer – মেঘালয়

Q.110) সালাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন জম্মু ও কাশ্মীরের কোন নদীতীরে গড়ে উঠেছে?

[PSC (School Inspector)’18]

Answer – চিনাব

111) সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে-[WBP SI’18]

Answer – ইউরেনাস

112) দামোদর নদ-এর উৎপত্তি হয়েছে-[WBP SI’18]

Answer – ছোটনাগপুর মালভূমি থেকে

113) ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর, তা হল-[WBP SI’18]

Answer – নর্মদা

114) মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন্ নদীর উৎপত্তি হয়েছে?[WBP SI’18]

Answer – নর্মদা

115) ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হল-[WBP SP18]

Answer – কর্কটক্রান্তি রেখা

116) নিম্নের কোন্ দেশে ‘জীবিকাসত্ত্বা ভিত্তিক’ কৃষিকাজটি লক্ষ্য করা যায় না?[NDA-2021]

Answer কানাডা

117) নিচের কোন্ মেঘকে ‘বৃষ্টি বহনকারী মেঘ’ বলা হয়?[NDA-2021]

Answer – নিম্বাস মেঘ

118) নিচের কোন্ দেশে নিবিড় জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষিকাজ লক্ষ্য করা যায় না? [NDA-2021]

Answer – কানাডা

119) নিচের কোনটি ‘ঘনীভবন’ নয়?[NDA-2021]

Answer – শিলাবৃষ্টি

120) হিমাচলপ্রদেশ এবং পাঞ্জাব প্রদেশ থেকে বিপাশা নদী প্রবাহিত হয়ে যে নদীর সাথে মিলিত হয়েছে-

Answer – শতদ্রু নদী

121). ভারতীয় ভৌগলিক সীমারেখার মধ্যে যে জাতীয় স্বাভাবিক উদ্ভিদ বেশি পরিমাণে লক্ষ্য করা যায়-[NDA-2021]

Answer – ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ

122) যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হল-[PSC Clerkship ’20]

Answer – রাশিয়া

123) ‘বালাকোট’ জায়গাটির অবস্থান-

[PSC Clerkship ’20]

Answer – পাকিস্তানের উত্তর-পশ্চিমে

124) পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে?

[PSC Clerkship ’20]

Answer-24

125) নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত-বাংলাদেশ সীমানারেখা অতিক্রম করে না?

[PSC Clerkship ’20]

Answer দামোদর

126) ফিজি’ রাষ্ট্রের অবস্থান-[PSC Clerkship ’20]

Answer – এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

127) মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত?

[WBP Constable Main ’20]

Answer মেঘালয়

128)  গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয়?

[WBP Constable Main ’20]

Answer – 21 জুন

129) রবি শস্য কোন সময় রোপণ করা হয়?

[WBP Constable Main ’20]

Answer – অক্টোবর-নভেম্বর

130) কোন খাল (Canal) প্রশান্ত (Pacific) ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে?

[WBP Constable Main ’20]

Answer – পানামা খাল

131)2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে?

[WBP Constable Main ’20]

Answer – বুলবুল

132) নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল- সীমান্ত নেই? [PSC Misc’20]

Answer – আফগানিস্তান

133) নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে?

[PSC Misc’20]

Answer – নেপাল

134) হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?

[PSC Misc 20]

Answer – লাদাখ

135) ‘নামচা বারওয়া’ থেকে কোন নদী ভারতে প্রবেশ করে? [PSC Misc 20]

Answer – ব্রহ্মপুত্র

 136) তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে-[W.B.C.S. Preli-19]

Answer-1 লা জুন, 2014

137) ধনেখালি কী জন্য বিখ্যাত?[W.B.C.S Preli-19]

Answer – তাঁত শিল্পের জন্য

138) তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত-

[W.B.C.S. Preli-19]

Answer – তরাই

139) সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভুক্ত করা হয়েছে-

[W.B.C.S Preli-19]

Answer – ম্যানগ্রোভ গাছের জন্য

140) জলপাইগুড়ি শহর কোন্ নদীর তীরে অবস্থিত ?

[W.B.C.S Preli-19]

Answer – তিস্তা ও করলা নদী

141) রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত?

[W.B.C.S Preli-19]

Answer – দার্জিলিং

142) নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিক নয়?

[W.B.C.S. Preli-19]

Answer – দচিগাম: এশীয় সিংহ

144) নিম্নলিখিত কোন্ রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি?

[W.B.C.S Preli-19]

Answer – ওড়িশা

145) শোলা অরণ্য দেখা যায়-[W.B.C.S Preli-19]

Answer – পশ্চিমঘাট পর্বতে

146) কোলের হ্রদ কোথায় অবস্থিত?

[W.B.C.S Preli-19]

Answer – গোদাবরী ও কৃষ্ণার মধ্যে

147) জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায়?

[W.B.C.S Preli-19]

Answer-16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

148) স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন্ জেলাটি ছিল না? [W.B.C.S. Preli-19]

Answer কোচবিহার

149) পশ্চিমবঙ্গে শিক্ষার হার-[W.B.C.S. Preli-19]

Answer-77.08%

150) নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে-

[W.B.C.S. Preli-19]

Answer ঝাড়খন্ডের

 151) লাক্ষা দ্বীপপুঞ্জ হল-[W.B.C.S. Preli -’19]

Answer – প্রবাল দ্বীপপুঞ্জ

152) নিম্নলিখিত কোন্ ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়?[W.B.C.S. Preli -’19]

Answer – ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি

153) মানস সরোবর অবস্থিত-[W.B.C.S. Preli -’19]

Answer – কৈলাস পর্বতশ্রেণিতে

154) শিলং শহর অবস্থিত-[W.B.C.S Preli-19]

Answer – খাসি পর্বতে

155) মহাকাশে (Space) কোন মহাকাশচারী (astro-naut) আকাশের রং কী দেখবে?[WBP Constable-’19]

Answer – কালো (black)

156)”ওজোনস্তর” অতিবেগুনি রশ্মি শোষণ করে বায়ুমণ্ডলের কোন্ স্তরের মধ্যে ওজোন \\স্তরটি অবস্থিত? [CDS-2021]

Answer – স্ট্যাটোস্ফিয়ার

157) নিচের কোন্ বিবৃতিটি প্রাথমিক ভূ-কম্পীয়

তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য নয়?[CDS-2021]

Answer – ভূ-ত্বকের মধ্য দিয়ে যাওয়ার সময় এদের গতিবেগ ক্রমশ দ্রুত থেকে দ্রুততর হয়ে যায়

158) প্রকৃতিতে প্রাপ্ত “পলল মৃত্তিকা” আসলে বেলে দোঁয়াশ মাটি থেকে কর্দম মাটি প্রকৃতির। এই মাটি সাধারণত-[CDS-2021]

Answer – অতিমাত্রায় ফসফরাস ও পটাশযুক্ত

159) যে জল সীমানা দ্বারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করা হয়ে থাকে-[CDS-2021]

Answer – 10° চ্যানেল

160) ভারতের প্রধান দ্রাঘিমারেখা ধরা হয়-

[CDS-2021]

Answer – 82°30′ পূর্ব

---Advertisement---

Related Post

VNSGU Recruitment 2025: Apply Online for 194 Temporary Assistant Professor & Teaching Assistant Posts

VNSGU Recruitment 2025: Veer Narmad South Gujarat University (VNSGU) is inviting applications for 194 Temporary Assistant Professor (TAP) and Temporary Teaching Assistant positions in various departments for the ...

MPPSC Recruitment 2025 Notification Out for 2117 Assistant Professors and Other Post

The Madhya Pradesh Public Service Commission (MPPSC) has officially announced the recruitment of Assistant Professors and Sports Officers for 2025. Eligible candidates who are interested in these positions ...

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

Leave a Comment