---Advertisement---

HISTORY Previous Year Questions for WBPSC Clerkship , PSC Misc & WBCS Preli Part 2 l WBPSC ইতিহাস প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নোত্তর: Clerkship, PSC Misc & WBCS প্রিলি পার্ট ২

By Siksakul

Published on:

HISTORY Previous Year Questions for WBPSC Clerkship , PSC Misc & WBCS Preli Part 2
---Advertisement---

HISTORY Previous Year Questions for WBPSC Clerkship: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর পরীক্ষাগুলি, যেমন Clerkship, PSC Misc এবং WBCS প্রিলিমিনারি, কর্মসংস্থানের জন্য আকাঙ্ক্ষীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এই পরীক্ষাগুলি উত্তীর্ণ হওয়ার জন্য সঠিক প্রস্তুতি ও পরিকল্পনা অপরিহার্য। প্রার্থী হিসেবে সফল হওয়ার এক গুরুত্বপূর্ণ কৌশল হলো আগের বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করা।

কেন আগের বছরের প্রশ্নপত্র?

  1. পরীক্ষার ধরন বোঝা: প্রশ্নপত্রের কাঠামো, প্রশ্নের ধরণ এবং সিলেবাসের কোন অংশ বেশি গুরুত্ব পায় তা জানা যায়।
  2. গুরুত্বপূর্ণ বিষয় চিহ্নিত করা: বিভিন্ন বিষয় থেকে কত শতাংশ প্রশ্ন আসে, তা সহজেই বিশ্লেষণ করা যায়।
  3. সময় ব্যবস্থাপনা: আগের প্রশ্নপত্র সমাধান করলে পরীক্ষার সময় ব্যবস্থাপনা কৌশল শেখা যায়।
  4. স্বাভাবিক ভুল সংশোধন: নিজেকে যাচাই করে নিজের দুর্বলতা ও শক্তি চিহ্নিত করা সম্ভব।

এই ব্লগের প্রথম অংশে, WBPSC Clerkship, PSC Misc এবং WBCS প্রিলিমিনারির জন্য আগের বছরের প্রশ্নপত্রের গুরুত্ব ও বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হবে। এটি আপনাকে কিভাবে সফল প্রস্তুতির রূপরেখা তৈরি করতে সাহায্য করবে, তা নিয়েও আলোচনা থাকবে।

তাহলে প্রস্তুত হন! আগের বছরের প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষার সেরা প্রস্তুতির যাত্রা শুরু করুন।

HISTORY Previous Year Questions for WBPSC Clerkship , PSC Misc & WBCS Preli Part 2

71) আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে?

(WBP Constable ’18)

Ans: রাজা রামমোহন রায়

72) ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়?

(WBP Constable ’18)

Ans: সমুদ্রগুপ

73) নিম্নের কোন হরপ্পান ক্ষেত্রটি ছেলের জিনিসপ তৈরির জন্য বিখ্যাত ছিল?

(Combined Defence Service 2021)

Ans: বালাকোট

New Notes & PDF – 7003600355

74) নিম্নের কোনটি রাজা অশোকের ধর্মের অংশ ছিল না?

(Combined Defence Service 2021)

Ans: রাজাকে শ্রদ্ধা করা

75) সগুন ভক্তি ঐতিহ্য সম্পর্কে নিম্নের কোন বক্তব্যটি সঠিক?

(National Defence Academy 2021)

Ans: সগুন ভক্তি ঐতিহ্য গুলি বিষ্ণু এবং তার অবতারের মতো বিশিষ্ট দেবদেবীর উপাসনার উপর জোর দেয়। ও সগুন ভক্তি, ঐতিহ্য দেবদেবীদের নিতাত্ত্বিকরূপে ধারণা করা হয়েছিল

76) নিম্নের কোন স্থানে চোল শাসকদের পৃষ্ঠপোষকতায় শিব মন্দির নির্মিত হয়েছিল?

(National Defence Academy 2021)

Ans: নানাঘাট

77) নিম্নের কে মারাঠি সংবাদপত্র ‘কেশরী’ প্রতিষ্ঠা করেন?

(Combined Defence Service 2021) 

Ans: লোকমান্য তিলক

78) কৃষ্ণদেব রায়ের রাজধানী বিজয়নগর কোন নদীর তীরে অবস্থিত?

(CISF AC (EXE) LDCE 2021)

Ans: তুঙ্গভদ্রা

79) উত্তর ভারতে কখন তামাকের প্রচলন হয়?

(CISF AC (EXE) LDCE 2021)

Ans: সপ্তদশ শতাব্দীতে

৪০) নারায়ন পন্ডিতের ‘হিতোপদেশ’ নিম্নের কোন গ্রন্থের সংস্করণ হিসাবে বিবেচিত হয়?

(CISF AC (EXE) LDCE 2021)

Ans: পঞ্চতন্ত্র

81) প্রথম দিকে ভক্তি সং তো দক্ষিণ ভারতের আলবাররা কোন দেবতার প্রতি উৎসর্গীকৃত ছিলেন?(CISF AC (EXE) LDCE 2021)

Ans: বিষ্ণু

82) নিম্নের কোন ইউরোপীয় পর্যটক যুগল রাজ দারাশিকোর চিকিৎসক ছিলেন?

(CISF AC (EXE) LDCE 2021)

Ans: ফ্রাঙ্কোইস বার্নিয়ে

83) কিতাব-উল-হিন্দ কার রচনা?[WBCS Preli’18]

Ans- আল বিরুনি

84) 1857-র বিদ্রোহের সময় লক্ষ্ণৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন-

[WBCS Preli’18]

Answer বেগম হজরৎ মহল

85) কোন গুপ্ত শাসক হুণ আক্রমণ প্রতিহত করেছিলেন?[WBCS Preli’18]

Answer – স্কন্দগুপ্ত

86) ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর-এর জন্য 1946 সলে ‘Break down Plan’ প্রস্তাব করেন-

[WBCS Preli’18]

Answer – ভাইসরয় লর্ড ওয়াভেল

87) ইন্ডিয়ান ইনডিপেনডেন্স লীগ’ প্রতিষ্ঠা করেন-[WBCS Preli’18]

Answer – রাসবিহারী বোস

৪৪) কে ‘গঙ্গাইকোগুচোল’ উপাধি ধারণ করেন?

[WBCS Preli’18]

Answer প্রথম রাজেন্দ্র

89) 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে “by far the most serious rebellion since 1857”–[WBCS Preli’18]

Answer – ভাইসরয় লর্ড লিনলিথগো

90) স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন-

[WBCS Preli’18]

Answer – জে বি কৃপালিনী

91) কে চাহলগানী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন?[WBCS Preli’18]

Answer – গিয়াসুদ্দিন বলবন

92) কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন?

[WBCS Preli’18]

Answer – আলাউদ্দিন খলজি

93) কে কুতুবমিনার নির্মাণ কার্য সমাপ্ত করেন?

[WBCS Preli’18]

Answer – ইলতুৎমিস

94)1931 খ্রিস্টাব্দে গান্ধি আরউইন চুক্তি সম্পর্কে নীচের কোন্ বিবৃতিটি সঠিক?

[Combined Defence Service – 2021]

Answer কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে

যোগ দিতে রাজি হয়।

95) নিম্নের কে 1922 খ্রিস্টাব্দে ভীল সেবা মণ্ডল প্রতিষ্ঠা করেন?

[Combined Defence Service – 2021]

Answer – অমৃতলাল ভিঠলদাস ঠক্কর

96) নিম্নের কে ভারতে বাধ্যতামূলক এবং বিনামূল্যে প্রাথমিক শিক্ষা প্রবর্তনের জন্য রাজকীয় আইনসভা পরিষদে (Imperial legislative council) একটি বিল উত্থাপন করেছিলেন?

[Combined Defence Service – 2021]

Answer গোপাল কৃষ্ণ গোখলে

97)1843 খ্রিস্টাব্দে ভারতের দাসত্ব আইন সম্পর্কে নিচের কোন্ বিবৃতিটি সঠিক?

[Combined Defence Service – 2021]

Answer – এটি দাসদের ওপর প্রভুদের দাবি আদায়ের জন্য আদলতের ব্যবহার অস্বীকার

করেছিল।

98) কোন্ মারাঠা রাষ্ট্রনেতা 1802 খ্রিস্টাব্দের 31 ডিসেম্বর বেসিনের সন্ধি স্বাক্ষর করেন?

[Combined Defence Service – 2021]

Answer: দ্বিতীয় বাজীরাও

 99)”অমরা নায়কা’ ব্যবস্থা ভারতের কোন সাম্রাজ্যবাদী শাসকদের অসাধারণ রাজনৈতিক উদ্ভাবন ছিল?

[Combined Defence Service – 2021]

Answer – বিজয়নগর

100) ফ্রাঙ্কোইস বার্নিয়ে কার চিকিৎসক ছিলেন?

[Combined Defence Service – 2021]

Answer- যুবরাজ দারাশিকো 

101) ‘জালিয়ানওয়ালা বাগ’-এর ঘটনা কোন সালে হয়েছিল?

[WBP Constable-19]

Answer-1919

102)Servants of India Society’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

[WBP Constable-’19]

Answer গোপালকৃষ্ণ গোখলে 

103) ‘কাইজার-ই-হিন্দ’ কাকে বলা হত?

[WBP Constable-’19]

Answer – মহাত্মা গান্ধি

104)1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?

[WBP Constable-19]

Answer – স্যার স্টাফোর্ড ক্রিপস

105) নিম্নের কোনটি বাবরের জন্মভূমি ছিল?

[CISF AC (EXE.) LDCE – 2021]

Answer – ফারঘানা

106) মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কী নামে পরিচিত?

[CISF AC (EXE.) LDCE – 2021]

Answer – মেলুহা

107) জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থঙ্কর কে?

[CISF AC (EXE.) LDCE – 2021]

Answer – ঋষভদেব

108) কুষাণরা মধ্য এশিয়ার কোন্ উপজাতির উত্তরসূরী ছিল?

[CISF AC (EXE.) LDCE – 2021]

Answer – মহান ইউ-চি

109) নিম্নের কে স্বত্ববিলোপ নীতি’ প্রবর্তন করেন?

[CISF AC (EXE.) LDCE – 2021]

Answer – লর্ড ডালহৌসি

110) ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

[CISF AC (EXE.) LDCE – 2021]

Answer – ডব্লিউ. সি. ব্যানার্জি

111) গান্ধিজি কোথায় প্রথম সত্যাগ্রহের নীতি পরীক্ষা করেন?

[CISF AC (EXE.) LDCE – 2021]

Answer – চম্পারণ

112) জৈনমতে নিচের কোনটি ত্রিরত্নের অংশ নয়?

[CISF AC (EXE.) LDCE – 2021]

Answer – সম্যক পঞ্চ-মহাব্রত

113) ‘খেরওয়ারী হুল’ বলতে কী বোঝাতো?

[WBCS Preli ’20]

Answer – সাঁওতাল বিদ্রোহ

114) সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে নিম্নের কোথি বৃতিটি সঠিক?[WBCS Preli ’20] [Combined Defence Service – 2021]

Answer:

1. গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস বাংলা এবং বিহারে সন্ন্যাসী-ফকিরদের ক্রমাগত বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন।

2. এখানে বেশ কিছু সংখ্যক শৈবাইত নাগা সন্ন্যাসী- ছিল; যারা একটি সশস্ত্র দল তৈরি করেছিল।

3. তাদের বিশিষ্ট নেতা মজনু শাহ 1771 খ্রিস্টাব্দ থেকে এই দল পরিচালনা করতেন।

115)1943 সালে নিম্নলিখিত মহারাষ্ট্রের কোন জেলায় তরুন নেতারা স্বেচ্ছাসেবক সৈন্যদল (সেবা দল) এবং গ্রাম ইউনিট (তুফান দল) নিয়ে একটি সমান্তরাল সরকার গঠন করেছিলেন?

[Combined Defence Service – 2021]

Answer – সাতারা

116) বেনারস কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়ের প্রতিষ্ঠা কে করেন; যেটি পরবর্তীকালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়?

[Combined Defence Service – 2021]

Answer – অ্যানি বেসান্ত

117) ‘লোকহিতবাদী’ নামে পরিচিত ছিলেন?

[Combined Defence Service – 2021]

Answer – গোপাল হরি দেশমুখ

118) নিম্নলিখিত সমাজতান্ত্রিক কর্মীদের মধ্যে কে একাই গান্ধিজিকে লৰণ সত্যাগ্রহ পুরুষদের মধ্যে সীমাবদ্ধ না রাখার জন্য প্ররোচিত করেছিলেন?

[Combined Defence Service – 2021]

Answer – কমলাদেবী চট্টোপাধ্যায়

119) নিচের কোন্ চিত্রকর হুমায়ূনের সাথে সম্পর্কিত নয়?

[Combined Defence Service – 2021]

Answer – বিহজাদ

120) নিম্নের কোন্ বিদ্বান ব্যক্তি আকবরের রাজসভায় ভাস্করাচার্যের ‘লীলাবতী’ ফার্সিতে অনুবাদ করেন?

[Combined Defence Service – 2021]

Answer-ফৈজি

121) কোনটি ভারতের বৃহত্তম ভাষাগোষ্ঠী?

[Combined Defence Service – 2021]

Answer- ইন্দো-আর্য

122) জালিয়ানওয়ালা বাগ’-এর ঘটনা কোন সালে হয়েছিল?

[WBP Constable-’19]

Answer-1919

123) Servants of India Society’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

[WBP Constable-’19]

Answer – গোপালকৃষ্ণ গোখলে

124) ‘কাইজার-ই-হিন্দ’ কাকে বলা হত?

[WBP Constable-’19]

Answer – মহাত্মা গান্ধি

125)1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন?

[WBP Constable-’19]

Answer – স্যার স্টাফোর্ড ক্রিপস

126) ‘ফতেপুর সিক্রি’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

[WBP Constable-19]

Answer – আকবর

127) কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল ‘সর্দার’ নামে ভূষিত হন?

[WBP Constable-’19]

Answer বরদৌলি আন্দোলন

128) মনবসদারী প্রথা’ কে প্রচলন করেছিলেন?

[WBP Constable ’19]

Answer – আকবর

129) কোন মুঘল সম্রাট ‘জিন্দা পীর’ নামে পরিচিত ছিলেন? [WBP Constable ’19]

Answer – ঔরঙ্গজেব

130) ‘সতীদাহ প্রথা’ কে রদ করেন?

[WBP Constable-19]

Answer – লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment