---Advertisement---

Important bridge of India for All Competitive Exams 2024 l ভারতের গুরুত্বপূর্ণ সেতু সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

By Siksakul

Updated on:

Important bridge of India for All Competitive Exams 2024
---Advertisement---

ভারতের সেতুগুলি দেশের যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করে। এগুলি শুধু ভৌগোলিক অঞ্চলগুলিকে সংযুক্ত করে না, বরং অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সংযোগ স্থাপনেও বড় ভূমিকা পালন করে।

প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রায়শই ভারতের বিখ্যাত সেতু সম্পর্কে প্রশ্ন করা হয়, যেমন তাদের অবস্থান, দৈর্ঘ্য, নির্মাণকাল, এবং ঐতিহাসিক গুরুত্ব। এই ব্লগে আমরা ভারতের গুরুত্বপূর্ণ সেতু এবং তাদের সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সহজ ও সুসংহতভাবে উপস্থাপন করব, যা আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুত হতে সাহায্য করবে।

চলুন, ভারতের সেতু সম্পর্কিত তথ্য জেনে আপনার জেনারেল নলেজকে আরও সমৃদ্ধ করুন এবং পরীক্ষায় সাফল্যের দিকে এগিয়ে চলুন।

Important bridge of India for All Competitive Exams 2024

১) সুদর্শন সেতু — কচ্ছ উপসাগর — গুজরাট।

২) চেনাব সেতু — চেনাব/চন্দ্রভাগা নদী — জম্মু ও কাশ্মীর।

৩) রবীন্দ্র সেতু/হাওড়া ব্রিজ — হুগলি/গঙ্গা নদী — পশ্চিমবঙ্গ।

৪) বিদ্যাসাগর সেতু/দ্বিতীয় হুগলি সেতু — হুগলি/গঙ্গা নদী — পশ্চিমবঙ্গ।

৫) অটল সেতু — রাভি/ইরাবতী নদী — জম্মু ও কাশ্মীর-পাঞ্জাব।

৬) সিগনেচার সেতু — যমুনা নদী — দিল্লি।

৭) রাজীব গান্ধী সি লিংক/বান্দ্রা-ওরলি সি লিংক — মাহিম উপসাগর — মহারাষ্ট্র।

৮) মহাত্মা গান্ধী সেতু — গঙ্গা নদী — বিহার।

৯) অটল সেতু/মুম্বাই ট্রান্স হারবার লিংক — থানে খাঁড়ি — মহারাষ্ট্র।

১০) সম্প্রীতি সেতু/নিউ জুবিলি সেতু — হুগলি/গঙ্গা নদী — পশ্চিমবঙ্গ।

১১) নিউ সরাইঘাট সেতু — ব্রহ্মপুত্র নদ — আসাম।

১২) বগীবিল সেতু — ব্রহ্মপুত্র নদ — আসাম।

১৩) নরনারায়ণ সেতু — ব্রহ্মপুত্র নদ — আসাম।

১৪) রাজেন্দ্র সেতু/সিমারিয়া সেতু — গঙ্গা নদী — বিহার।

১৫) জুয়ারি সেতু — জুয়ারি নদী — গোয়া।

১৬) শ্রীকৃষ্ণ সেতু — গঙ্গা নদী — বিহার।

১৭) কলীয়া ভোমোরা সেতু — ব্রহ্মপুত্র নদ — আসাম।

১৮) করোনেশন ব্রিজ — তিস্তা নদী — পশ্চিমবঙ্গ।

১৯) ভূপেন হাজারিকা সেতু — লোহিত নদী — আসাম।

২০) স্বামী বিবেকানন্দ সেতু/এলিস ব্রিজ — সবরমতী নদী — গুজরাট।

২১) গীতা কলোনি ব্রিজ — যমুনা নদী — দিল্লি।

২২) গোল্ডেন ব্রিজ — নর্মদা নদী — গুজরাট।

২৩) গৌরাঙ্গ সেতু — ভাগীরথী/গঙ্গা নদী — পশ্চিমবঙ্গ।

২৪) ঈশ্বর গুপ্ত সেতু — হুগলি/গঙ্গা নদী — পশ্চিমবঙ্গ।

২৫) জঙ্গলকন্যা সেতু — সুবর্ণরেখা নদী — পশ্চিমবঙ্গ।

২৬) জওহর সেতু — সোন নদী — বিহার।

২৭) নেপিয়ার ব্রিজ — কুভাম নদী — তামিলনাড়ু।

২৮) নেহেরু ব্রিজ — সবরমতী নদী — গুজরাট।

২৯) নিউ নিজামুদ্দিন ব্রিজ — যমুনা নদী — দিল্লি।

৩০) বিবেকানন্দ সেতু/বালি ব্রিজ — হুগলি/গঙ্গা নদী — পশ্চিমবঙ্গ।

৩১) নিবেদিতা সেতু/দ্বিতীয় বিবেকানন্দ সেতু — হুগলি/গঙ্গা নদী — পশ্চিমবঙ্গ।

৩২) পাম্বান সেতু — পাম্বান চ্যানেল — তামিলনাড়ু।

৩৩) সদরঘাট সেতু — বরাক নদী — আসাম।

৩৪) সুদামা সেতু — গোমতী নদী — গুজরাট।

৩৫) বিক্রমশীলা সেতু — গঙ্গা নদী — বিহার।

৩৬) চহলারী ঘাট ব্রিজ — ঘর্ঘরা নদী — উত্তরপ্রদেশ।

৩৭) নেতাজী সুভাষচন্দ্র বসু সেতু — মহানদী — ওড়িশা।

৩৮) জয়ী সেতু — তিস্তা নদী — পশ্চিমবঙ্গ।

৩৯) ফারাক্কা সেতু — গঙ্গা নদী — পশ্চিমবঙ্গ।

৪০) জে. পি. সেতু — গঙ্গা নদী — বিহার।

Geography question & Answer Part 13 For All Competitive Exam

200+ শ্বাসকার্য সম্পর্কিত কিছু প্রশ্নউত্তর – সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment