---Advertisement---

Important Geography MCQ Bengali Set 06 | ভূগোল MCQ সেট ০৬

By Siksakul

Published on:

Geography MCQ Bengali Set 06
---Advertisement---

ভূগোলের জ্ঞান যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র আমাদের পরিবেশ এবং পৃথিবীর গঠন সম্পর্কে জ্ঞান বাড়ায় না, বরং পরীক্ষার প্রস্তুতিতেও বড় ভূমিকা পালন করে। এই ব্লগে, আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি “Important Geography MCQ Bengali Set 06 | ভূগোল MCQ সেট ০৬”, যেখানে ৩০টি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত রয়েছে। এই সেটটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, যা আপনাকে যেকোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিতে সহায়তা করবে। প্রতিটি প্রশ্নের উত্তরসহ বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যা আপনাকে বিষয়টি আরও ভালভাবে বোঝাতে সহায়ক হবে। প্রস্তুতি শুরু করার জন্য এই সেটটি অবশ্যই কাজে লাগান।

Important Geography MCQ Bengali Set 06


1. শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? 

A. আল্পস

B. পিদুরুতালাগালা

C. ইয়াম

D. থাংশু 

উত্তর :- (B)

2. সিঙ্গালিলা জাতীয় উদ্যান নিম্নের কোন জেলায় অবস্থিত –

A. দার্জিলিং

B. আলিপুরদুয়ার

C. কোচবিহার

D. উত্তর দিনাজপুর 

উত্তর :- (A)

3. পশ্চিমবঙ্গের রাজধানী নিম্নের কোনটির খুব কাছাকাছি –

A. নিরক্ষরেখা

B. কর্কটক্রান্তি রেখা

C. ক্রান্তীয় অঞ্চল

D. মেরু অঞ্চল 

উত্তর :- (B)

4. নুড়ি মিশ্রিত পাললিক শিলাকে কী বলা হয়?

A. আর্জিজেমিয়াজ

B. সিলিকোনেসিয়াস

C. অ্যারিনেমিয়াস

D. রুডাশিয়াস শিলা 

উত্তর :- (D)

5. বিশাল আকৃতির সামুদ্রিক ঢেউকে কী বলা হয়? 

A. স্ট্রীম

B. তরঙ্গ 

C. উপকেন্দ্র

D. সুনামী 

উত্তর :- (D)

6. কয়নার ভূমিকম্প কত সালে হয়েছিল? 

A. ১৯৬৫

B. ১৯৬৬

C. ১৯৬৭

D. ১৯৬৮ 

উত্তর :- (C)

7. কোন ঋতুতে আশ্বিনের ঝড় হয়? 

A. বসন্তকাল 

B. গ্রীষ্মকাল 

C. বর্ষাকাল 

D. শরৎকাল  

উত্তর :- (D)

8. পেট্রোলিয়াম তেল কোন ধরনের জ্বালানি? 

A. উদ্ভিজ

B. ছত্রাক 

C. প্রাণিজ

D. প্রবাল 

উত্তর :- (A)

9. আরাবল্লী একটা পুরনো – 

A. ভঙ্গিল পর্বত

B. হসর্ট

C. আগ্নেয়গিরি

D. ব্লক পর্বত  

উত্তর :- (A)

10. একটি সার্বজনীন সম্পদের উদাহরণ কী?

A. কয়লা 

B. খনিজ তেল

C. বায়ুপ্রবাহ

D. তামা 

উত্তর :- (C)

11. ভারতের প্রধান খনিজ সম্পদ কী? 

A. কয়লা

B. পেট্রোল 

C. তামা

D. অভ্র 

উত্তর :- (A)

12. আয়তনের দিক থেকে ভারত এশিয়ার কত নম্বর স্থানে? 

A. প্রথম

B. দ্বিতীয়

C. তৃতীয়

D. চতুর্থ 

উত্তর :- (C)

13. ভুটানের প্রধান শিল্পের নাম কী 

A. পাটশিল্প

B. চা শিল্প

C. চিনি শিল্প

D. বিড়ি শিল্প 

উত্তর :- (B)

14. ভারতের কত শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল?

A. ৫০%

B. ৬০%

C. ৬৪%

D. ৭৮% 

উত্তর :- (C)

15. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? 

A. তিস্তা ও করলা নদীর 

B. তিস্তা ও জলঢাকা নদী

C. জলঢাকা ও রায়ঢাক নদী

D. তিস্তা ও রায়ঢাক নদী 

উত্তর :- (A)

16. পৃথিবীর শক্তির প্রধান উৎস হল –

A. সূর্য

B. মঙ্গল

C. চন্দ্র

D. বুধ

 উত্তর :- (A)

17. পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন হবে –

A. শূন্য

B. একই থাকবে

C. বেড়ে যাবে

D. কোনোটিই নয়

 উত্তর :- (A)

18. ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করেন ?

A. ফ্লেমিং

B. ড্যানিয়েল গাব্রিয়েল

C. কুক

D. আন্দ্রে সেলসিয়াস 

 উত্তর :- (B)

19. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?

A. কর্ণাটক

B. ত্রিপুরা

C. মধ্যপ্রদেশ

D. উড়িষ্যা

 উত্তর :- (A)

20. নিম্নলিখিত কোন  লেখাকে তারিখ বিভাজিকা বলা হয়? 

A. 0° মূলমধ্যরেখা

B. 0°অক্ষরেখা

C. 180°দ্রাঘিমারেখা

D. জওহরলাল নেহরু 

উত্তর :- (D)

21. মালাবার উপকূলের দীর্ঘতম কয়াল উপহ্রদ এর নাম কি ?

A. ভেম্বনাদ

B. অষ্টমুদি

C. চিল্কা

D. কায়ামকুলাম

 উত্তর :- (A)

22. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম কি ?

A. আলাস্কার হুবার্ড

B. আন্টার্টিকা ল্যাম্বার্ট

C. গ্রীনল্যান্ডের কোয়ারেয়াক

D. কোনোটিই নয় 

 উত্তর :- (B)

23. চেরুথোনি বাঁধ নিচের কোন রাজ্যে অবস্থিত ?

A. কর্ণাটক

B. তামিলনাড়ু

C. কেরালা 

D. মহারাষ্ট্র

উত্তর :- (C)

24. কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ?

A. উড়িষ্যা

B. পশ্চিমবঙ্গ

C. ত্রিপুরা 

D. গুজরাট  

 উত্তর :- (A)

25. উত্তর চব্বিশ পরগনা জেলা সদর কোনটি ?

A. সল্টলেক 

B. বারাসাত 

C. বনগাঁ 

D. ব্যারাকপুর 

উত্তর :- (B)

26. হাজারদুয়ারি কোন জেলার একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র?

A. নদীয়া

B. মুর্শিদাবাদ

C. মালদহ 

D. বীরভূম

উত্তর :- (B)

27. ভারতের কোন রাজ্যে স্তেপ জলবায়ু দেখা যায়? 

A. রাজস্থান

B. উত্তর প্রদেশ 

C. কেরল

D. কাশ্মীর 

উত্তর :- (A)

28. নিরক্ষরেখা পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে ?

A. 0⁰

B. 180⁰

C. 60⁰

D. 90⁰

 উত্তর :- (A)

29. সিকিম ভারতের অঙ্গরাজ্য পরিণত হয়েছিল –  

A. 1971 সালে

B. 1975 সালে 

C. 1976 সালে

D. 1973 সালে 

উত্তর :- (B)

30. পৃথিবীর গভীরতম ট্রেঞ্চ (সমুদ্রে খাড়া নিচু জায়গা) কোনটি ?

A. শন ট্রেঞ্চ

B. মারিয়ানা ট্রেঞ্চ

C. আরবিক ট্রেঞ্চ

D. সিসম ট্রেঞ্চ 

 উত্তর :- (B)

আগের পর্ব –

⦿ ভূগোল MCQ পর্ব – ০

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment