ভূগোলের জ্ঞান যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র আমাদের পরিবেশ এবং পৃথিবীর গঠন সম্পর্কে জ্ঞান বাড়ায় না, বরং পরীক্ষার প্রস্তুতিতেও বড় ভূমিকা পালন করে। এই ব্লগে, আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি “Geography question & Answer Part 09 For All Competitive Exam l সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোলের প্রশ্ন ও উত্তর পর্ব 09”, যেখানে ৩০টি গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্নোত্তর অন্তর্ভুক্ত রয়েছে। এই সেটটি বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, যা আপনাকে যেকোনো চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতিতে সহায়তা করবে। প্রতিটি প্রশ্নের উত্তরসহ বিস্তারিত ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যা আপনাকে বিষয়টি আরও ভালভাবে বোঝাতে সহায়ক হবে। প্রস্তুতি শুরু করার জন্য এই সেটটি অবশ্যই কাজে লাগান।
Geography question & Answer Part 09 For All Competitive Exam l সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভূগোলের প্রশ্ন ও উত্তর পর্ব 09
1) ভূ-ত্বকের গড় গভীরতা কত?
a) ৫০ কিমি.
b) ৬০ কিমি.
c) ৭০ কিমি.
d) ৮০ কিমি.
উত্তর :- ৬০ কিমি.
2) একটি উপপাতালিক শিলার উদাহরণ দাও।
a) ব্যাসল্ট
b) গ্রানাইট
c) ডলোমাইট
d) ডলোরাইট
উত্তর :- ডলোরাইট
3) উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতকে কয় ভাগে ভাগ করা হয়?
a) ৩ ভাগে
b) ৪ ভাগে
c) ৫ ভাগে
d) ৬ ভাগে
উত্তর :- ৪ ভাগে
4) কলম্বিয়ার স্নেক মালভূমি কী জাতীয় মালভূমি?
a) লাভা
b) মহাদেশীয়
c) ব্যবচ্ছিন্ন
d) পর্বত বেষ্টিত
উত্তর :- মহাদেশীয়
5) উষ্ণমরু অঞ্চলে কোন আবহবিকার বেশী লক্ষ্য করা যায়?
a) জৈবিক
b) রাসায়নিক
c) যান্ত্রিক
d) জৈব -রাসায়নিক
উত্তর :- যান্ত্রিক
6) উচ্চ পার্বত্য অঞ্চলে কোন আবহবিকার বেশী দেখা যায়?
a) জৈবিক
b) রাসায়নিক
c) যান্ত্রিক
d) জৈব রাসায়নিক
উত্তর :- যান্ত্রিক
7) পাঁচমারি শৈল শহরটি কোন পাহাড়ে অবস্থিত?
a) মহাদেব
b) মহাকাল
c) সাতপুরা
d) নীলগিরি
উত্তর :- মহাদেব
8) নীচের কোনটি ভারতের সর্বোচ্চ মালভূমি?
a) মেঘালয় মালভূমি
b) ডেকান ট্রাপ
c) ছোটনাগপুর মালভূমি
d) লাদাখ মালভূমি
উত্তর :- লাদাখ মালভূমি
9) নীচের বন্দরগুলির মধ্যে কোনটি মালাবার উপকূলে অবস্থিত?
a) মার্মাগাঁও
b) পারাদ্বীপ
c) কান্দলা
d) পোর্ট কোচি
উত্তর :- পারাদ্বীপ
10) নীচের কোনটি ভারতের একটি মিশ্র ইস্পাত কারখানা?
a) সালেম
b) দুর্গাপুর
c) ভিলাই
d) বার্নপুর
উত্তর :- সালেম
11) নীচের কোন সাল থেকে বনমহোৎসব প্রবর্তন করা হয়?
a) 1945 সাল
b) 1950 সাল
c) 1955 সাল
d) 1960 সাল
উত্তর :- 1950 সাল
12) আকরিক লোহা থেকে বিশুদ্ধ লোহার নিষ্কাশনের জন্য নীচের কোন খনিজ ব্যবহার করা হয়?
a) অভ্র
b) বক্সাইট
c) চুনাপাথর
d) তামা
উত্তর :- চুনাপাথর
13) নীচের কোন নদীটি গ্রস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত?
a) তাপ্তি
b) গোদাবরী
c) মহানদী
d) নর্মদা
উত্তর :- নর্মদা
14) তিলপাড়া বাঁধটি কোন নদীতে?
a) তুঙ্গভদ্রা
b) ময়ুরাক্ষী
c) কংসাবতী
d) মহানদী
উত্তর :- ময়ুরাক্ষী
15) ONGC এর সদর দপ্তর কোনটি?
a) বিলাসপুর
b) ভাদোদরা
c) দেরাদুন
d) আমেদাবাদ
উত্তর :- দেরাদুন
16) জল বরফে পরিণত হলে আয়তনে-
a) বাড়ে
b) কমে
c) একই থাকে
d) বাড়েও কমে
উত্তর :- বাড়ে
17) উষ্ণ -আদ্র জলবায়ু অঞ্চলে কোন আবহবিকার বেশী হয়?
a) জৈবিক
b) যান্ত্রিক
c) কেলাস
d) রাসায়নিক
উত্তর :- রাসায়নিক
18) পৃথিবীর বৃহত্তম গিরিখাত কোনটি?
a) যোগ
b) অ্যাঞ্জেল
c) গ্র্যান্ডক্যানিয়ন
d) সিয়াচেন
উত্তর :- গ্র্যান্ডক্যানিয়ন
19) ভারতের বৃহত্তম নদী মধ্যস্থির চর কোনটি?
a) মাজুলী চর
b) গঙ্গাচর
c) সবুজ চর
d) মায়াচর
উত্তর :- মাজুলী চর
20) ভারতের বৃহত্তম হিমবাহ সিয়াচেন কোথায় অবস্থিত?
a) সাতপুরা
b) হিমালয়
c) কারাকোরাম
d) বিন্ধ্যপর্বত
উত্তর :- কারাকোরাম