---Advertisement---

Indian Currency Related Questions and Answers: For Competitive Exams l ভারতীয় মুদ্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর: প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

By Siksakul

Published on:

ভারতীয় মুদ্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর l Indian Currency Related Questions and Answers
---Advertisement---

Wellcome to www.siksakul.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতীয় মুদ্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Indian Currency Related Questions and Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP, WBTET, WBCS, SSC, TET, WBPSC, Food SI, BANK EXAM, All Jobs Exam রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.siksakul.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় মুদ্রা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর l Indian Currency Related Questions and Answers

Indian Currency Related Questions and Answers: For Competitive Exams

1. ভারতীয় মুদ্রায় ‘রুপি’ শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে?

উওর:- সংস্কৃত ভাষা।

2. ভারতীয় নোটে রিজার্ভ ব্যাঙ্কের কোন গভর্নর প্রথম সই করেছিলেন?

3. কোন প্রেসে ভারতীয় টাকা এবং সরকারি স্ট্যাম্প পেপার ছাপানো হয়?

উওর:- ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস এবং দ্য কারেন্সি নোট প্রেস।

4. বর্তমান ভারতীয় টাকায় ‘₹’ প্রতীকের ডিজাইন কে করেছেন?

উওর:- উদয় কুমার ধর্মলিঙ্গম।

5. ১৭৭০ সালে কোন ব্যাঙ্ক প্রথম কাগজের ব্যাঙ্ক নোট প্রকাশ করেছিল?

উওর:- ব্যাঙ্ক অফ হিন্দুস্থান।

6. ১ টাকার নোটে কার সই থাকত?

উওর:- অর্থ সচিব (ভারত সরকার)।

7. কত টাকার ভারতীয় নোটে মঙ্গলযানের ছবি ছিল?

উওর:- 2000 টাকা। (2024 সাল বর্তমানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তুলে নিয়েছে)

8. ভারতীয় মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে কোন ব্যাঙ্ক?

উওর:- রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (স্থাপিত ১৯৩৫)।

9. কত সালে ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ ভারতে প্রথম কাগজের নোট প্রচলন করেছিল?

উওর:- ১৯৩৮ সালে।

10. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন?

উওর:- ওসবর্ন স্মিথ।

11. প্রথম ভারতীয় হিসেবে কে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হয়েছিলেন?

উওর:- চিন্তামন দ্বারকানাথ দেশমুখ।

12. কত টাকার ভারতীয় নোটে সাগর সম্রাট তৈল আহরণকারী জাহাজের ছবি ছিল?

উওর:- ১ টাকা।

13. কত টাকার ভারতীয় নোটে গন্ডার, হাতি ও বাঘের ছবি রয়েছে?

উওর:- ১০ টাকা।

14. বর্তমানে নতুন ১০ টাকার ভারতীয় নোটে কিসের ছবি রয়েছে?

উওর:- কোণার্ক সূর্য মন্দিরের।

15. কত টাকার ভারতীয় নোটে মাউন্ট হ্যারিয়েট জাতীয় উদ্যানের ছবি রয়েছে?

উওর:- ২০ টাকা।

16. বর্তমানে নতুন ২০ টাকার ভারতীয় নোটে কিসের ছবি রয়েছে?

উওর:- ইলোরা গুহা।

17. কত টাকার ভারতীয় নোটে সংসদ ভবনের ছবি রয়েছে?

উওর:- ৫০ টাকা।

18. বর্তমানে নতুন ৫০ টাকার ভারতীয় নোটে কিসের ছবি রয়েছে?

উওর:- হাম্পির রথ।

19. কত টাকার ভারতীয় নোটে গোয়েচা লা গিরিপথের ছবি রয়েছে?

উওর:- ১০০ টাকা।

20. বর্তমানে নতুন ১০০ টাকার ভারতীয় নোটে কিসের ছবি রয়েছে?

উওর:- রাণী কি ভাভ।

21. কত টাকার ভারতীয় নোটে সাঁচির স্তূপের ছবি রয়েছে?

উওর:- ২০০ টাকা।

22. কত টাকার ভারতীয় নোটে লালকেল্লার ছবি রয়েছে?

উওর:- ৫০০ টাকা।

23. কত সালে স্বাধীন ভারতে প্রথম নোট বাতিল হয়েছিল?

উওর:- ১৯৭৮ সালে।

24. ভারতে সাম্প্রতিকতম নোট বাতিল কত সালে হয়েছে?

উওর:- ২০১৬ সালে।

25. স্বাধীন ভারতে কত সালে প্রথম কয়েন চালু হয়েছিল?

উওর:- ১৯৫০ সালে।

26. কত সালে ভারতে ১০ টাকার কয়েন প্রথম চালু হয়েছিল?

উওর:- ২০০৫ সালে।

27. বর্তমানে ভারতে কোন কোন টাকার নোটগুলি চালু রয়েছে? (2024 সাল)

উওর:- ১, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ টাকা।

28. বর্তমানে ভারতে কোন কোন টাকার কয়েনগুলি চালু রয়েছে? (2024 সাল)

উওর:- ৫০ পয়সা, ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা।

29. কত টাকার ভারতীয় নোটে ট্রাক্টরের ছবি রয়েছে?

উওর:- ৫ টাকা।

---Advertisement---

Related Post

PSPCL Assistant Lineman Recruitment 2025: Apply Online for 2500 ALM Vacancies

PSPCL Assistant Lineman Recruitment 2025: Punjab State Power Corporation Limited (PSPCL) has officially released the Assistant Lineman (ALM) Recruitment 2025 notification for 2500 vacancies. Eligible and interested candidates ...

World Famous Statues List PDF 2025 l বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF 2025

World Famous Statues List PDF 2025: বিভিন্ন সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, SSC, UPSC, Railways, Banking, PSC) বিশ্বের বিখ্যাত স্ট্যাচু সম্পর্কিত প্রশ্ন প্রায়ই আসে। তাই পরীক্ষার্থীদের সাহায্য করতে, ...

Environmental Studies SAQ l পরিবেশ বিদ্যা SAQ

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF, যেখানে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) সংকলন করা হয়েছে। Primary TET, CTET, Upper Primary TET ...

West Bengal GK Questions And Answers l পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর l পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ

West Bengal GK Questions And Answers: পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান (West Bengal General Knowledge) বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, Railways, Police, Group-D) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় ...

Leave a Comment