---Advertisement---

Indian Geography Special GK l ভারতের ভূগোল Special GK

By Siksakul

Published on:

---Advertisement---

ভারতের ভূগোল প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভারতের বৈচিত্র্যময় ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন পর্বত, নদী, মরুভূমি, বনাঞ্চল, এবং উপকূলীয় অঞ্চলগুলি শুধু সাধারণ জ্ঞানের জন্য নয়, পরীক্ষায় সঠিক উত্তর দেওয়ার জন্যও অপরিহার্য। UPSC, SSC, Banking, Railway, NTPC এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভারতের ভূগোল সংক্রান্ত প্রশ্ন (ভারতের ভূগোল Special GK ) প্রায়শই আসে।

এই ব্লগে আমরা (Indian Geography Special GK) ভারতের ভূগোলের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। সঠিক তথ্য এবং সহজ উপস্থাপন আপনাকে আত্মবিশ্বাস বাড়াতে এবং পরীক্ষায় সফল হতে সাহায্য করবে।

ভারতের উপদ্বীপীয় মালভূমি কোন কোন শিলা দ্বারা গঠিত?
উঃ গ্রানাইট ও নিস।
🔵 ভারতের প্রাচীনতম ও সর্বাধিক স্থিতিশীল ভূখণ্ড কোনটি?
উঃ উপদ্বীপীয় মালভূমি।
🟣 মেঘালয় মালভূমি কোন মালভূমির অংশ?
উঃ দাক্ষিণাত্য মালভূমি।
⚫️ ভারতের বৃহত্তম মালভূমির নাম কি?
উঃ দাক্ষিণাত্য মালভূমি।
🔴 ছোটনাগপুরের রানী কাকে বলা হয়?
উঃ নেতারহাট।
🟢 নেতারহাট শৈল শহর কোন রাজ্যে অবস্থিত?
উঃ ঝাড়খন্ড।
🔵 আন্দামান দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপের নাম কি?
উঃ মধ্য আন্দামান।
🟣 নিকোবর দ্বীপপুঞ্জের বৃহত্তম দ্বীপের নাম কি?
উঃ গ্রেট নিকোবর।
⚫️ মিনিকয় দ্বীপ ও মালদ্বীপকে পৃথক করেছে কত ডিগ্রী চ্যানেল?
উঃ 8 (৮) ডিগ্রি চ্যানেল।
🔴 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি?
উঃ পোর্ট ব্লেয়ার।
🟢 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত?
উঃ দক্ষিণ আন্দামান দ্বীপ।
🔵 উত্তর ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
উঃ গঙ্গা।
🟣 গঙ্গা নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উঃ উত্তরাখণ্ড রাজ্যের কুমায়ুন হিমালয় গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে।
⚫️ ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলিত প্রবাহের নাম কি?
উঃ গঙ্গা।
🔴 কোন স্থানে ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয়েছে?
উঃ দেবপ্রয়াগ।
🟢 ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উঃ 1960 খ্রীঃ।
🔵 বাগলিহার প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
উঃচেনাব নদী।
🟣 তুলবুল প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?
উঃ ঝিলাম/বিতস্তা নদী।
⚫️ দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি?
উঃ গোদাবরী নদী।
🔴 নর্মদা নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
উঃ মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে।
🟢 সাতপুরা ও অজন্তা পর্বতের মধ্যবর্তী সংকীর্ণ উপত্যকার মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?
উঃ তাপ্তি নদী।
🔵 ভারতের শুষ্কতম স্থানের নাম কি?
উঃ রাজস্থানের জয়সলমীর।
🟣 অষ্টমুদি হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উঃ কেরালা।
⚫️ রূপকুন্ড হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উঃ উত্তরাখণ্ড।
🔴 ভারতে কোন মৃত্তিকার পরিমাণ সর্বাধিক?
উঃ পলি মৃত্তিকা।
🟢 ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক?
উঃ মধ্যপ্রদেশ।
🔵 ভারতের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক?
উঃ মিজোরাম।
🟣 কাজিরাঙ্গা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উঃ অসম।
⚫️ ভারতের প্রাচীনতম বায়োস্ফিয়ার রিজার্ভের (সংরক্ষিত জীবমণ্ডল) নাম কি?
উঃ নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ।
🔴 ভারতে কবে ব্যাঘ্র প্রকল্পের বা প্রজেক্ট টাইগারের সূচনা হয়?
উঃ 1973 খ্রীঃ।
🟢 ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
উঃ পশ্চিমবঙ্গ।
🔵 হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
উঃ পাঞ্জাব।
🟣 ডাল শস্য উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে?
উঃ মধ্যপ্রদেশ।
⚫️ ভারতের কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃনিউ দিল্লি।
🔴 ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়?
উঃড.এম.এস.স্বামীনাথন।
🟢 ভারতের বৃহত্তম পেট্রো রাসায়নিক শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত?
উঃ গুজরাটের জামনগর।
🔵 ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি?
উঃ ভিলাই স্টিল প্লান্ট।
𝐽𝑜𝑖𝑛 𝑊ℎ𝑎𝑡𝑠𝐴𝑝𝑝 𝐶ℎ𝑎𝑛𝑛𝑒𝑙:

🟣 ভিলাই স্টিল প্লান্ট প্রধানত কোন স্থান থেকে লৌহ আকরিক পেয়ে থাকে?
উঃ দাল্লি রাজহারা।
⚫️ ভারতের কোন শহরকে ইস্পাত নগরী বলা হয়?
উঃ জামশেদপুর।
🔴 ভারতের কোন রাজ্যে খোন্ড উপজাতির মানুষেরা বসবাস করেন?
উঃ মধ্যপ্রদেশ ও উড়িষ্যা।
🟢 নল সরোবর পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?
উঃ গুজরাট।
🔵 কারাকোরাম হাইওয়ে কোন কোন দেশকে সংযুক্ত করেছে?
উঃপাকিস্থান ও চীন।
🟣 ভারতে পিনকোড জোনের সংখ্যা কয়টি?
উঃ 8(৮) টি।
⚫️কত নম্বর জাতীয় সড়ক পথ দিল্লিকে অমৃতসরের সঙ্গে যুক্ত করেছে?
উঃ 1 নম্বর জাতীয় সড়ক পথ।
🔴 ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়?
উঃ মহারাষ্ট্রের তারাপুর।
🟢 ভারতের কোন নদী তিব্বতে ইয়ারলুং জাংবো নামে পরিচিত?
উঃ ব্রহ্মপুত্র।
🟣 ভারতের কোন রাজ্য লৌহ আকরিক উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?
উঃ উড়িষ্যা।
⚫️ ভারতের কোন মালভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত?
উঃ মালব মালভূমি।
🔴 ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বত অবস্থিত?
উঃ নাগা পর্বত।
🔵 ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে?
উঃ মাহী নদী।

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment