---Advertisement---

Madhyamik Life Science Suggestion 2025 l মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2025

By Siksakul

Published on:

---Advertisement---

প্রিয় ছাত্র-ছাত্রী,
২০২৫ সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন প্রকাশিত হয়েছে। টিম siksakul এই সাজেশনটি প্রস্তুত করেছে। যদি তুমি ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থী হও, তাহলে এটি তোমার চূড়ান্ত প্রস্তুতির জন্য অত্যন্ত উপযোগী হবে।

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2025
পাঠ্যপুস্তক মনোযোগ সহকারে পড়া ভালো নম্বর পাওয়ার মূল চাবিকাঠি। টেক্সট বইয়ের গুরুত্ব অপরিসীম। তবে বিগত কয়েক বছরের প্রশ্নপত্রের ধারা বিশ্লেষণ করে ২০২৫ সালের মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই সাজেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন PDF-এ সব ধরণের প্রশ্নোত্তর সুনির্দিষ্টভাবে প্রদান করা হয়েছে, যা পরীক্ষায় তোমার ভালো প্রস্তুতিতে সহায়ক হবে।

অধ্যায়ঃ (১ম): [জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়]

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- ১)

  1. অ্যামিবার গমন অঙ্গের নাম লেখ।
    উত্তরঃ ক্ষণপদ।
  2. কোন রক্তকোশে অ্যামিবয়েড গমন দেখা যায়?
    উত্তরঃ নিউট্রোফিল।
  3. কোন জীবের সিলিয়ারি গমন দেখা যায়?
    উত্তরঃ প্যারামিসিয়াম।
  4. মাছের গমনাঙ্গের নাম কী?
    উত্তরঃ পাখনা।
  5. মাছের গমনে সাহায্যকারী পেশির নাম কী?
    উত্তরঃ মায়োটম পেশি।
  6. মাছের জোড় পাখনা গুলি কী কী?
    উত্তরঃ বক্ষপাখনা ও শ্রেণিপাখনা।
  7. মাছের পায়ুপাখনার কাজ কী?
    উত্তরঃ দেহের স্থিতি বজায় রাখা।
  8. পাখির ডানার পালককে কী বলা হয়?
    উত্তরঃ রেমিজেস।
  9. মানুষের গমন অঙ্গের নাম কী?
    উত্তরঃ পা।
  10. মানুষের গমনকে কী বলে?
    উত্তরঃ দ্বিপদ গমন।
অধ্যায়ঃ (২য়): জীবনের প্রবহমানতা

দুটি বা একটি শব্দে উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান -১)

  1. শস্যে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত?
    উত্তরঃ 3n।
  2. একটি পক্ষীপরাগী উদ্ভিদের সাধারণ নাম ও বিজ্ঞানসম্মত নাম লেখো।
    উত্তরঃ শিমুল, Bombax ceiba।
  3. গম ও নারকেল গাছের পরাগযোগের বাহকের নাম কী?
    উত্তরঃ বায়ু।
  4. দলমন্ডলের প্রত্যেকটি অংশকে কী বলে?
    উত্তরঃ দলাংশ বা পাপড়ি।
  5. ফার্নের জনুক্রমে কোন দশাটি ক্ষণস্থায়ী?
    উত্তরঃ হ্যাপ্লয়েড (n) লিঙ্গধর দশা।
  6. জনুক্রমে কোন দশা দুটি পুনরাবৃত্তি ঘটে?
    উত্তরঃ রেনুধর (2n) ও লিঙ্গধর (n)।
  7. দুটি কৃত্রিম অঙ্গজ জননের উদাহরণ লেখো।
    উত্তরঃ শাখাকলম (গোলাপ), জোড়কলম (আম)।
  8. একটি রসালো মূলের নাম লেখো যা অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে।
    উত্তরঃ রাঙা আলু।
  9. পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম লেখো।
    উত্তরঃ হাইড্রা।
  10. কোন্ আদ্যাপ্রাণীর অযৌন ও যৌন জনন দেখা যায়?
    উত্তরঃ প্যারামেসিয়াম।
  11. স্পাইরোগাইরা কোন্ প্রক্রিয়ায় জনন করে?
    উত্তরঃ খন্ডীভবন, সংযুক্তি।
  12. যৌন জননের একক কী?
    উত্তরঃ গ্যামেট।
  13. ক্রোমোজোমের পৃথক করণ কোথায় ঘটে?
    উত্তরঃ সেন্ট্রোমিয়ার।
  14. কোন দশায় ক্রোমোজোমগুলি বিপরীত মেরুর দিকে গমন করে?
    উত্তরঃ অ্যানাফেজ।
  15. উদ্ভিদের কলম সৃষ্টিতে কোন কোশ বিভাজন সাহায্য করে?
    উত্তরঃ মাইটোসিস।
  16. কোশচক্রে চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কী ঘটে?
    উত্তরঃ টিউমার।
  17. ইন্টারফেজের কোন দশায় বেম তন্তু গঠনের জন্য প্রোটিন সংশ্লেষিত হয়?
    উত্তরঃ G2।
  18. মিয়োসিস কোশ বিভাজন কোথায় ঘটে?
    উত্তরঃ জননমাতৃকোশে।
  19. ভ্রূণ বা জাইকট কোন্ কোশ বিভাজন দ্বারা তৈরি হয়?
    উত্তরঃ মিয়োসিস।
  20. সমবৈশিষ্ট সম্পন্ন কোশ কোন্ বিভাজনে গঠিত হয়?
    উত্তরঃ মাইটোসিস।
  21. সদৃশ বিভাজন কোথায় হয়?
    উত্তরঃ দেহকোশে।
  22. কোন কোশ বিভাজনের দ্বারা ক্ষয় পূরণ হয়?
    উত্তরঃ মাইটোসিস।
  23. মেরুদণ্ডী প্রাণীর কোন কোশে অ্যামাইটোসিস দেখা যায়?
    উত্তরঃ মুরগির ভ্রূণের RBC।
  24. কোন কোশ বিভাজনে ক্রোমোজোম দেখা যায় না?
    উত্তরঃ অ্যামাইটোসিস।
  25. জনিতৃ জনুর জিন অপত্যে এলোমেলোভাবে বিন্যস্ত হয় কোন বিভাজনে?
    উত্তরঃ মিয়োসিস।
  26. সরাসরি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজন কোথায় ঘটে?
    উত্তরঃ অ্যামাইটোসিস।
  27. অ্যামাইটোসিস কোশ বিভাজন কোথায় দেখা যায়?
    উত্তরঃ ইস্ট, ব্যাকটেরিয়া, প্যারামেসিয়াম।
  28. মানুষের দেহকোশে যৌন ক্রোমোজোম কী কী?
    উত্তরঃ X ও Y।
  29. জিন কাকে বলে?
    উত্তরঃ DNA-র কার্যকরী অংশ।
অধ্যায়ঃ (৩য়): বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ

দু-একটি শব্দে বা বাক্যে উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- ১)
1) হিমোগ্লোবিনের জিনগত ত্রুটির জন্য যে রোগ হয়, তাকে কী বলে?
উত্তরঃ হিমোগ্লোবিনোপ্যাথি।
2) হিমোগ্লোবিন কত ml অক্সিজেন বহন করে?
উত্তরঃ 1g হিমোগ্লোবিন 1.34 ml অক্সিজেন বহন করে।
3) রক্তের ফ্যাক্টর IX -এর অভাবজনিত রোগটি কী?
উত্তরঃ হিমোফিলিয়া B
4) হিমোফিলিয়া A আর কী নামে পরিচিত?
উত্তরঃ ক্লাসিক হিমোফিলিয়া।
5) থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন মানুষের কোন্ ধরনের ক্রোমোজোম বহন করে?
উত্তরঃ অটোজোম।
6) মেন্ডেলের একসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্য জনুর জিনোটাইপিক অনুপাতটি লেখো।
উত্তরঃ একসংকর জননে F2 জনুতে অর্থাৎ, দ্বিতীয় অপত্য জনুতে জিনোটাইপের অনুপাত হল বিশুদ্ধ প্রকট : সংকর প্রকট : বিশুদ্ধ প্রচ্ছন্ন = 1 : 2 : 1।
7) মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি লেখো।
উত্তরঃ মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাতটি হল 9 : 3 : 3 : 1।
8) মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন্ সূত্রে উপনীত হয়েছিলেন?
উত্তরঃ স্বাধীন বিন্যাস সূত্র বা মুক্ত সঞ্চালন সূত্র।

অধ্যায়ঃ (৪র্থ): [অভিব্যক্তি ও অভিযোজন]

একটি বা দুটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- ১)
1) ওয়াগল নৃত্য কারা করে?
উত্তরঃ স্কাউট মৌমাছি।
2) নিউম্যাথোড কী?
উত্তরঃ লবণাম্বু উদ্ভিদ যেমন সুন্দরীর শ্বাসমূলে শীর্ষে অবস্থিত যে ছিদ্রপথে অক্সিজেন গৃহীত হয়, তাকে নিউম্যাথোড বা শ্বাসছিদ্র বলে।
3) লবন সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো।
উত্তরঃ লবণ সহনের জন্য সুন্দরী গাছের পাতায় লবণগ্রন্থি উপস্থিত, যার দ্বারা জলের মাধ্যমে শোষিত অতিরিক্ত লবণ নির্গত হয়।
4) পায়রার কয়টি যুগ্ম ও কয়টি একক বায়ু থলি আছে?
উত্তরঃ পায়রার 4 টি যুগ্ম এবং 1 টি একক বায়ু থলি আছে।
5) রুই মাছের প্লবতা রক্ষাকারী অঙ্গ কোনটি?
উত্তরঃ পটকা।
6) ক্যাকটাসের পর্ণকান্ডের গুরুত্ব লেখো।
উত্তরঃ ক্যাকটাসের পর্নকান্ড সালোকসংশ্লেষে ও জল সঞ্চয়ে সাহায্য করে।
7) বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন উল্লেখ করো।
উত্তরঃ ক্যাকটাস-জাতীয় উদ্ভিদের পাতা কাঁটায় রূপান্তর একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন।
8) প্রাথমিক পরিবেশ থেকে ভিন্ন পরিবেশে জীবের অভিযোজনকে কী প্রকার অভিযোজন বলে?
উত্তরঃ গৌণ অভিযোজন।
9) বিভিন্ন মেরুদন্ডী প্রাণীর ভ্রুনের তুলনামূলক আলোচনা থেকে কোন্ তত্ত্বে পৌঁছানো সম্ভব?
উত্তরঃ বিবর্তনের স্বপক্ষে ‘তুলনামূলক ভ্রূণতত্ত্বগত প্রমাণ’।
10) উদ্ভিদের দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
উত্তরঃ (1) ভূনিম্নস্থ কান্ডের শল্কপত্র (আদা,হলুদ), (2) কালকাসুন্দার বন্ধ্যা পুংকেশর (স্ট্যামিনোড)।
11) দুটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো।
উত্তরঃ মানুষের ভারমিফর্ম অ্যাপেনডিক্স ও আদার শল্কপত্র।
12) পাখির ডানার একটি সমসংস্থ অঙ্গের নাম লেখো?
উত্তরঃ তিমির ফ্লিপার।
13) তিমির ফ্লিপার, ঘোড়ার অগ্রপদ, মানুষের অগ্রপথ কী জাতীয় অঙ্গের উদাহরণ?
উত্তরঃ সমসংস্থ অঙ্গ।
14) আধুনিক ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তরঃ ইকুয়াস ফেরাস ক্যাবেল্লাস।

অধ্যায়ঃ (৫ম): [পরিবেশ সম্পদ ও তাদের সংরক্ষণ]

একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ (প্রতিটি প্রশ্নের মান- ১)
1) IUCN -এর প্রধান কাজ কী?
উত্তরঃ IUCN -এর প্রধান কাজ হল জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা।
2) সিঙ্গালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো।
উত্তরঃ রেড পান্ডা।
3) দার্জিলিং -এর নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক -এ কোন্ বিপন্ন প্রাণী সংরক্ষিত হয়?
উত্তরঃ রেড পান্ডা।
4) ওড়িশার কোন্ অঞ্চলে প্রকল্প রয়েছে?
উত্তরঃ ভিতরকণিকা অভয়ারণ্য।
5) একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের একটি স্থানের নাম কী?
উত্তরঃ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক (অসম)।
6) ভারতের তিনটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কী কী?
উত্তরঃ ভারতের তিনটি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের নামগুলি হল— পশ্চিমবঙ্গের সুন্দরবন, উত্তরাখণ্ডের করবেট টাইগার রিজার্ভ ও মধ্যপ্রদেশের কানহা।
7) ভারতীয় বাঘের বৈজ্ঞানিক নাম লেখো।
উত্তরঃ প্যানথেরা টাইগ্ৰিস টাইগ্ৰিস।
8) স্থানীয় মানুষ ও সরকারের কোন্ পরিচালন ব্যবস্থা জীববৈচিত্র্য বজায় রাখতে সাফল্য পেয়েছে?
উত্তরঃ JFM।
9) স্থানীয় মানুষ ও বনদপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে, তার নাম লেখো।
উত্তরঃ JFM (Joint Forest Management)।
10) পশ্চিমবঙ্গের একটি বোটানিক্যাল গার্ডেনের নাম লেখো।
উত্তরঃ আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় বোটানিক গার্ডেন।

---Advertisement---

Related Post

Download Indian Army Agniveer Syllabus 2025 PDF: Subject-wise Important Topics

The Indian Army Agniveer Syllabus 2025 is a crucial resource for candidates preparing for the online entrance exam. The official syllabus has been published on the Indian Army’s ...

Indian Army Agniveer Exam Pattern 2025: Latest Paper Format & Negative Marking Details

The Indian Army recruits Agniveers through a two-stage selection process. The first stage is the Online Common Entrance Exam (CEE), conducted at designated Computer Based Test Centres assigned ...

Indian Army Agniveer Model Question Papers 2025: Download PDF with Answers

Indian Army Agniveer Model Question Papers 2025: Candidates preparing for the Army Agniveer 2025 exam are strongly encouraged to practice with Agniveer model question papers. The Indian Army ...

Top Logical Reasoning MCQs for Army Agniveer 2025: Important Questions with Answers

Top Logical Reasoning MCQs for Army Agniveer 2025: Important Questions with AnswersPreparing for the Army Agniveer exam 2025? A strong command over logical reasoning is essential to clear ...

Leave a Comment