NTPC Special GK for Competitive Exams: প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে সফল হওয়ার জন্য সাধারণ জ্ঞান (GK) একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে, NTPC (Non-Technical Popular Categories) পরীক্ষার প্রস্তুতিতে, সঠিক তথ্য ও বিশ্লেষণী দক্ষতার ভূমিকা অপরিসীম। এই পরীক্ষায় প্রার্থীদের সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, এবং বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের পরীক্ষা নেওয়া হয়।
এই ব্লগে আমরা RRB NTPC পরীক্ষার জন্য বিশেষ GK টিপস(প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য NTPC Special GK), গুরুত্বপূর্ণ বিষয়ের তালিকা এবং প্রস্তুতির সহজ উপায়গুলি নিয়ে আলোচনা করব। সঠিক দিকনির্দেশনা এবং প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করলে আপনি পরীক্ষায় ভালো স্কোর করতে সক্ষম হবেন। প্রস্তুত হন, কারণ এই ব্লগটি আপনাকে আপনার লক্ষ্য পূরণে একধাপ এগিয়ে দেবে!
NTPC Special GK for Competitive Exams 2024 l প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য NTPC Special GK
প্রশ্ন : পঞ্চনদের দেশ বলা হয়? উত্তর : পাঞ্জাব (ভারত)।
প্রশ্ন : মুক্ত ভূমি/মুক্ত দেশ বলা হয়? উত্তর : থাইল্যান্ড।
প্রশ্ন : গোলাপী শহর বলা হয়? উত্তর : জয়পুর (রাজস্থান)।
প্রশ্ন : অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়?
উত্তর : আফ্রিকা।
প্রশ্ন : প্রাচীরের দেশ বলা হয়? উত্তর : চীন।
প্রশ্ন : ভূমিকম্পের দেশ বলা হয়? উত্তর : জাপান।
প্রশ্ন : ব্রিটেনের বাগান বলা হয়? উত্তর : কেন্ট (ইংল্যান্ড)।
প্রশ্ন : বিশ্ব ক্রিকেটে প্রথম বোলার হিসেবে টানা 100 টি টেস্ট ম্যাচ খেলেন কে?
উত্তর : অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়ন (Nathan Lyon)
প্রশ্ন : ‘World Oceans day’— কবে পালন করা হয়?
উত্তর : ৮ই জুন
প্রশ্ন : WTO এর ফুল ফর্ম কি? উত্তর : World Trade Organization
প্রশ্ন : ঘূর্ণিঝড় Yaas এর নামকরণ করেছে কোন দেশ ?
উত্তর : ওমান
প্রশ্ন : . FIR এর ফুল ফর্ম কী?
উত্তর : First Information Report
প্রশ্ন : ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন?
উত্তর : Sucheta Kripalan
প্রশ্ন : ‘NABARD’ এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ?
উত্তর : মুম্বাই
প্রশ্ন : ‘দার্শনিকের উল’ বলা হয় – উত্তর : জিঙ্ক অক্সাইডকে
প্রশ্ন : World Water Day কবে পালন করা হয় ?
উত্তর : ২২শে মার্চ
প্রশ্ন : Irani Cup কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তর : ক্রিকেট
প্রশ্ন : ‘World Food Day’ পালন করা হয়-
উত্তর : ১৬ই অক্টোবর
প্রশ্ন : WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : জেনেভা
প্রশ্ন : ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় কবে স্থাপিত হয়?
উত্তর : 1989 সালে।
প্রশ্ন : টেলিফোন আবিস্কার করেন? উত্তর : গ্রাহাম বেল।
প্রশ্ন : টেলিভিশন আবিস্কার করেন? উত্তর : জে বার্ড।
প্রশ্ন : এস্কিমোরা কোথায় বসবাস করেন?
উত্তর : গ্রীনল্যান্ড।
প্রশ্ন : ভারতের জাতীয় ধ্বনি হল? উত্তর : জয় হিন্দ।
প্রশ্ন : মানুষ প্রথম ধাতু ব্যবহার করে?
উত্তর : তামা।