প্রিয় বন্ধুরা,
সমস্ত ধরনের চাকরির পরীক্ষার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করবো কুড়িটি গুরুত্বপূর্ণ ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর (Physical Science MCQ in Bengali Part 01)। যেগুলি প্রাকটিসের মাধ্যমে আপনারা আপনাদের আগত যে কোন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন । তাই আর সময় নষ্ট না করে নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে দেখেনিন ।
Physical Science MCQ in Bengali Part 01 l ভৌত বিজ্ঞান প্রশ্ন উত্তর পর্ব – এক
1) কোন স্কেলার রাশিটি তিনটি মৌলিক একক দ্বারা গঠিত?
a) ক্ষেত্রফল
b) ক্ষমতা
c) দ্রুতি
d) দর্পণ
উত্তর :- ক্ষমতা
2) নিয়মিত প্রতিফলন নিম্নের কোন প্রতিফলনের ক্ষেত্রে ঘটে?
a) সিনেমার পর্দা
b) জামা
c) ঘরের পর্দা
d) দর্পণ
উত্তর :- দর্পণ
3) স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে কি মাপা হয়?
a) ভব
b) ভার
c) ভর এবং ভার
d) কোনটাই নয়
উত্তর :- ভার
4) জলের বাষ্পীভবনের লীনতাপ কত?
a) 537 ক্যালরি/গ্রাম
b) 437 ক্যালরি / গ্রাম
c) 80 ক্যালরি / গ্রাম
d) 586 ক্যালরি /গ্রাম
উত্তর :- 537 ক্যালরি/গ্রাম
5) বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক কত?
a) 0.5
b) 1
c) 1.5
d) 2
উত্তর :-1.5
6) নিচের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখবে?
a) M
b) W
c) A
d) N
উত্তর :-N
7) স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরটিকে কি বলে?
a) মূলসুর
b) সমমেল
c) উপসুর
d) কোনটাই নয়
উত্তর :-মূলসুর
8) 0° C এ বায়ু মাধ্যমে শব্দের বেগ কত?
a) 332 মি /সে.
b) 232 মি /সে.
c) 432 মি /সে.
d) 632 মি /সে.
উত্তর :-332 মি /সে.
9) নিচের কোনটি মাত্রাহীন রাশি?
a) দ্রুতি
b) ক্ষমতা
c) ঘনত্ব
d) কোণ
উত্তর :-কোণ
10) প্রাস গতিতে (Projectile motion) কণার গতিপথ হয় –
a) বৃত্তাকার
b) উপবৃত্তাকার
c) পরাবৃত্তাকার
d) অধিবৃত্তাকার
উত্তর :-অধিবৃত্তাকার
11) তড়িতের উত্তর পরিবাহী হল –
a) পরিস্রুত গরম জল
b) পাতিত জল
c) পরিস্রুত জল সাধারণ উষ্ণতায়
d) লবণাক্ত জল
উত্তর :-লবণাক্ত জল
12) নিম্নোক্ত কোনটি তাপনিয়ামক রূপে পরমাণু চুল্লিতে ব্যবহৃত হয়?
a) ভারী জল
b) ক্যাডমিয়াম
c) গলিত সোডিয়াম
d) গ্রাফাইট
উত্তর :-গলিত সোডিয়াম
13) মেসন পাওয়া যায়-
a) y- রশ্মিতে
b) লেসার বিমে
c) x-রশ্মিতে
d) মহাজাগতিক রশ্মিতে
উত্তর :-মহাজাগতিক রশ্মিতে
14) নিচের কোন যন্ত্র জলের তড়িৎবিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়?
a) পোটেনসিওমিটার
b) অ্যামমিটার
c) ভোল্টামিটার
d) ভোল্টমিটার
উত্তর :-ভোল্টামিটার
15) বাঁধের জলে কি শক্তি সঞ্চিত থাকে?
a) গতিশক্তি
b) তাপ শক্তি
c) স্থিতিশক্তি
d) আলোক শক্তি
উত্তর :-স্থিতিশক্তি
16) সুরশলাকার আকৃতি কিরূপ?
a) V আকৃতির
b) U আকৃতির
c) I আকৃতির
d) Y আকৃতির
উত্তর :-U আকৃতির
17) কার্য করার সামর্থকে কি বলে?
a) শক্তি
b) বল
c) ক্ষমতা
d) কার্যহীন বল
উত্তর :- শক্তি
18) তুলাযন্ত্রে ব্যবহৃত ওজন বাক্সে ক’টি 20 গ্রামের বাটখারা থাকে?
a) একটি
b) দুটি
c) তিনটি
d) চারটি
উত্তর :- দুটি
19) ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি ক’বার ব্যবহৃত হয়?
a) একবার
b) দুইবার
c) তিনবার
d) চারবার
উত্তর :- দুইবার
20) কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়?
a) জলে
b) বাতাসে
c) কাচে
d) শূন্য মাধ্যমে
উত্তর :- শূন্য মাধ্যমে

1 thought on “Physical Science MCQ in Bengali Part 01 l Physical Science MCQ Question Answer Part 01 For All Competitive Exam”