---Advertisement---

Railway Group D Important Questions and Answers in Bengali l রেলের গ্রুপ ডি নমুনা প্রশ্নোত্তর l Railway Group D Preparation

By Siksakul

Published on:

Railway Group D Important Questions and Answers in Bengali l রেলের গ্রুপ ডি নমুনা প্রশ্নোত্তর
---Advertisement---

Railway Group D Important Questions and Answers in Bengali: রেলের গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতিতে নমুনা প্রশ্নোত্তর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পরীক্ষাটি হলো লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর স্বপ্নপূরণের একটি সিঁড়ি, যেখানে সঠিক গাইডলাইন এবং অনুশীলনের মাধ্যমে সফল হওয়া সম্ভব।

এই ব্লগে আমরা রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর তুলে ধরেছি, যা আপনাকে প্রস্তুতির সঠিক দিশা দেখাবে। এই প্রশ্নগুলো পরীক্ষার প্রতিযোগিতামূলক পরিবেশ বুঝতে সাহায্য করবে এবং আপনার দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

পড়ুন, অনুশীলন করুন এবং রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করুন। আপনার সফলতা আমাদের সবার গর্ব!

Railway Group D Important Questions and Answers in Bengali l রেলের গ্রুপ ডি নমুনা প্রশ্নোত্তর


1. কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায়, কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপের –

(a) সুপরিবাহী

(b) কুপরিবাহী

(c) অন্তরক

(d) অর্ধপরিবাহী

2. স্ত্রী কন্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কেন ?

(a) উচ্চ কম্পাঙ্কের জন্য

(b) উচ্চ বিস্তারের জন্য

(c) নিম্ন কম্পাঙ্কের জন্য

(d) দুর্বল স্তর গ্রন্থির জন্য

3. স্টেথােস্কোপ যে ঘটনার ব্যবহারিক প্রয়ােগ তা হল :

(a) শব্দের অনুরণন

(b) শব্দের প্রতিফলন

(c) শব্দের প্রতিসরণ

(d) কোনওটিই নয়

4. সাধারণ তাপমাত্রায় কোন ধাতুটি তরল অবস্থায় থাকে ?

(a) Na

(b) Br

(c) Hg

(d) Ga

5. ইস্পাতকে কঠিন করার জন্য আমরা যােগ করি :

(a) সিলিকন

(b) কার্বন

(c) ক্রোমিয়াম

(d) ম্যাঙ্গানিজ

6. ট্রিটিয়াম যে মৌলের আইসােটোপ তা হল :

(a) অক্সিজেন

(b) ক্লোরিন

(c) হাইড্রোজেন

(d) কোনওটিই নয়

7. রেফ্রিজারেটর – এ শীতল কারক হিসেবে ব্যবহৃত হয় :

(a) অক্সিজেন

(b) নাইট্রোজেন

(c) ফ্রেয়ন

(d) কোনওটাই নয়

8. ক্ষারীয় দ্রবণে ফিনলপ থ্যালিনের বর্ণ :

(a) নীল

(b) গাঢ় গােলাপী

(c) বেগুনি

(d) সবুজ

9. মিনামাটা ব্যাধি কোথায় কবে ঘটেছিল ?

(a) 1955 জাপানে

(b) 1986 রাশিয়া

(C) 1984 ভুপাল

(d) কোনটিই নয়

10. মানবদেহে বিষক্রিয়াজনিত ইটাই ইটাই রােগের কারণ :

(a) পারদ

(b) আর্সেনিক

(c) সীসা

(d) ক্যাডমিয়াম

11. ইকোলজিক্যাল পিরামিড ধারণাটির প্রবক্তা কে ?

(a) ট্যান্সলে

(b) ডারউইন

(c) হেকেল

(d) এলটন

12. নন বায়ােড়িগ্রডেবল প্রকৃতির আবর্জনা হল :

(a) পলিথিন

(b) আমের ত্বক

(c) চাপের পাতা

(d) লেবুর খােসা

13. প্লাসটিকের দহনে উৎপন্ন হয় :

(a) জলীয় বাষ্প

(b) নাইট্রিক অক্সাইড

(c) সালফার ডাই অক্সাইড

(d) বিষাক্ত ডাই অক্সিন ।

14. ফ্লোরােফ্লুরাে কার্বন (CFC) গ্যাস সীমিত করার উদ্দেশ্য প্রথম কোথায় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?

(a) মন্ট্রিল

(b) কিরােটো

(c) কোপেনহেগেন

(d) ভিয়েনা

15. বেশি কিয়ােটো শব্দ শােষণ করে এমন বৃক্ষ হল :

(a) নিম, তেঁতুল, অশােক

(b) আম, জাম, কাঁঠাল

(c) আম, জাম, লিচু

(d) পাইন, ফার, দেবদারু

16. লিউকোমিয়ার ঔষধ তৈরি হয় :

(a) সর্পগন্ধা উদ্ভিদ থেকে

(b) সিঙ্কোনা উদ্ভিদ থেকে

(c) ধুতুরা উদ্ভিদ থেকে

(d) নয়নতারা উদ্ভিদ থেকে

17. পরিবেশ সংক্রান্ত মামলায় ফয়সালা করার জন্য কবে গ্রিনবেঞ্চ গঠন করা হয় ?

(a) 1980

(b) 1986

(c) 1886

(d) 1990

18. নীচের কোনটি জলাশয়ে জল পরিষ্কারের জন্য ব্যবহৃত হয় ?

(a) ক্ল্যামাইডােমােনাস

(b) আইকরনিয়া

(c) ক্লোরেল্লা

(d) কোনটিই নয়

19. ইকোসিস্টেমে শক্তির মূল উৎস হল :

(a) উৎপাদক

(b) বায়ােমাস

(c) সূর্যালোেক

(d) খাদ্য

20. বার্ণিশ রং -এ নীচের কোনটি ব্যবহার করা হয় ?

(a) রেকটিফায়েড স্পিরিট

(b) ইথাইল অ্যালকোহল

(c) গ্লিসারল

(d) মেথিলেটেড স্পিরিট

21. কম্পিউটারের কী বাের্ডে কতগুলি ফাংশন কী থাকে ?

(a) 14 টি

(b) 13 টি

(c) 11 টি

(d) 12 টি

22. সালােকসংশ্লেষে আলােক বিশ্লেষণ প্রক্রিয়ার আবিষ্কার করেন কোন বিজ্ঞানী ?

(a) রােবিন হিল

(b) হ্যানস ক্রেব

(c) ব্ল্যাকম্যান

(d) রবার্ট হুক

23. স্কার্ভি রােগ প্রতিহত হয় কোন ভিটামিন দ্বারা ?

(a) ভিটামিন B-12

(b) ভিটামিন K

(c) ভিটামিন C

(d) ভিটামিন D

24. নীচের কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে ?

(a) নেফ্রিডিয়া

(b) নেফ্রন

(c) যকৃৎ

(d) অগ্ন্যাশয়

25. নীচের কোনটি প্রােটোজোয়াঘটিত রােগ ?

(a) কলেরা

(b) জন্ডিস

(c) ম্যালেরিয়া

(d) বসন্ত

26. পশ্চিমবঙ্গের মালভূমির বেশির ভাগ অংশই কোন জেলায় অবস্থিত ?

(a) মেদিনীপুর

(b) মুর্শিদাবাদ

(c) পুরুলিয়া

(d) বর্ধমান

27. নীচের কোনটি ‘ আগস্ট অফার’ এর প্রস্তাব ছিল ?

(a) ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা

(b) ডােমিনিয়ন স্ট্যাটাস

(c) প্রাদেশিক স্বায়ত্ত শাসন

(d) কেন্দ্রে প্রতিনিধিত্ব মূলক সরকার

28. 1912 সালে লর্ড হার্ডিঞ্জের ওপর কে আক্রমণ চালিয়ে ছিলেন ?

(a) রাসবিহারী বসু

(b) ভগৎ সিং

(c) ক্ষুদিরাম বসু

(d) অজিত সিং

29. নীচের কোনটি ভারতের বায়ােস্ফিয়ার রিজার্ভ নয় ?

(a) মান্নার উপকূল

(b) নন্দাদেবী

(c) ভিতর কণিকা

(d) সুন্দরবন

30. নীচের কোন সমুদ্র বন্দরগুলির মধ্যে প্রাকৃতিক বন্দর রয়েছে ?

(a) চেন্নাই

(b) বিশাখাপত্তনম

(c) হলদিয়া

(d) নিউ তুতিকোরিন

31. নীচের রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতিরাজ ব্যবস্থা চালু হয়নি ?

(a) নাগাল্যান্ড

(b) ওড়িশা

(c) রাজস্থান

(d) অন্ধ্রপ্রদেশ

32. উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে :

(a) রাজ্যসভার

(b) লােকসভার

(c) সংসদের

(d) সুপ্রিম কোর্টের

33. সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

(a) হকি

(b) ফুটবল

(c) বাস্কেটবল

(d) ব্যাডমিন্টন

34. কোন সংস্থার স্লোগান ‘ প্রস্তুত থাকো’ ?

(a) রেড ক্রস

(b) স্কাউট অ্যান্ড গাইডস

(c) অ্যামনেস্টি ইন্টার ন্যাশনাল

(d) ইন্টারপোেল

35. রাজ্যসভার কোনও সদস্য তার ইস্তফাপত্র জমা দেন :

(a) স্পিকারকে

(b) দলীয় প্রধানকে

(c) রাজ্যসভার সভাপতিকে

(d) প্রধানমন্ত্রীকে

উত্তর


1. (b) 2. (a) 3. (b) 4. (c) 5. (b) 6. (c) 7. (c) 8. (b) 9. (a) 10. (c) 11. (d) 12. (a) 13. (d) 14. (a) 15. (d) 16. (d) 17. (b) 18. (c) 19. (c) 20. (d) 21. (d) 22. (a) 23. (c) 24. (b) 25. (c) 26. (c) 27. (b) 28. (a) 29. (c) 30. (a) 31. (a) 32. (a) 33. (b) 34. (b) 35. (c)

---Advertisement---

Related Post

MPPSC Recruitment 2025 Notification Out for 2117 Assistant Professors and Other Post

The Madhya Pradesh Public Service Commission (MPPSC) has officially announced the recruitment of Assistant Professors and Sports Officers for 2025. Eligible candidates who are interested in these positions ...

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

Important GK Practice Set 6 for Railway, SSC, and Other Exams l রেলওয়ে, এসএসসি এবং অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK MCQ প্র্যাকটিস সেট 6

Important GK Practice Set 6 for Railway, SSC, and Other Exams: সাধারণ জ্ঞান (GK) প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রেলওয়ে, SSC, এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র ...

Leave a Comment