---Advertisement---

RRB Group D Practice Series Set 09 Free MCQ Questions for CBT Exam in Bengali

By Siksakul

Published on:

RRB Group D Practice Series Set 09
---Advertisement---

RRB Group D Practice Series Set 09: অনুশীলন সেট-9 দিয়ে আপনার RRB গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুত হন! বহুনির্বাচনী প্রশ্নের এই সেটটি (MCQs) আপনাকে একটি পুঙ্খানুপুঙ্খ অনুশীলন অভিজ্ঞতা প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে, RRB গ্রুপ ডি-এর জন্য প্রকৃত কম্পিউটার-ভিত্তিক পরীক্ষার (CBT) বিন্যাস এবং অসুবিধাকে ঘনিষ্ঠভাবে প্রতিফলিত করে। আপনি আপনার লক্ষ্যকে দৃঢ় করতে চান কিনা জ্ঞান বা নির্দিষ্ট এলাকায় উন্নতি, এই অনুশীলন সেট আপনার প্রস্তুতির জন্য উপযুক্ত হাতিয়ার.

আপনার দক্ষতা তীক্ষ্ণ করতে এবং আপনার প্রস্তুতিকে আরও কার্যকর করতে এই RRB গ্রুপ ডি ফ্রি অনুশীলন সেট-9 নিন

RRB Group D Free Practice Set-9 MCQ l RRB Group D Practice Series Set 09 Free MCQ Questions for CBT Exam in Bengali

  1. যুক্তরাজ্যের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

(a) মার্গারেট থ্যাচার
(খ) থেরেসা মে
(c) এলেনর রুজভেল্ট
(d) অ্যাঞ্জেলা মার্কেল

  1. পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে গ্যাস কোনটি?

(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) কার্বন ডাই অক্সাইড
(d) আর্গন

  1. কোন দেশ সবচেয়ে বেশি সংখ্যক ফিফা বিশ্বকাপ শিরোপা জিতেছে?

(a) জার্মানি
(b) ব্রাজিল
(c) আর্জেন্টিনা
(d) ইতালি

  1. একটি মৌলের পারমাণবিক সংখ্যা একটি পরমাণুর নিচের কোনটির সংখ্যার সমান?

(a) ইলেকট্রন
(b) নিউট্রন
(c) প্রোটন
(d) নিউরন

  1. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

(a) আমাজন নদী
(b) নীল নদ
(c) ইয়াংজি নদী
(d) মিসিসিপি নদী

  1. কোন সালে ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে?

(ক) 1947
(খ) 1950
(c) 1942
(d) 1952

  1. ভারতে ‘জাতির জনক’ নামে পরিচিত কে?

(ক) জওহরলাল নেহেরু
(b) সুভাষ চন্দ্র বসু
(c) মহাত্মা গান্ধী
(d) সর্দার বল্লভভাই প্যাটেল

  1. কোন মৌলের গলনাঙ্ক সর্বোচ্চ?

(a) টাংস্টেন
(b) কার্বন
(c) লোহা
(d) প্লাটিনাম

  1. কানাডার রাজধানী কি?

(ক) টরন্টো
(b) ভ্যাঙ্কুভার
(c) অটোয়া
(d) মন্ট্রিল

  1. বিখ্যাত বই “1984” কে লিখেছেন?

(a) Aldous Huxley
(b) জর্জ অরওয়েল
(c) মার্ক টোয়েন
(d) J.K. রাউলিং

  1. “ACCOUNT” শব্দটি ‘EBGNYMX’ হিসাবে কোড করা হয়েছে এবং “MANOR” শব্দটি ‘QZRNV’ হিসাবে কোড করা হয়েছে। একই কোড ল্যাঙ্গুয়েজে কিভাবে “PATTERN” শব্দটি কোড করা হবে?

(a) TZXSJQR
(b) TZXSIQR
(c) TBYTIQS
(d) TBXSJQR

  1. কোন সংখ্যাটি 23629, 23593, 23568,?, 23543, 23539 সিরিজের প্রশ্নবোধক চিহ্নকে প্রতিস্থাপন করবে?

(a) 235639
(b) 23552
(c) 23548
(d) 23551

  1. তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত যে সংখ্যাটি একইভাবে দ্বিতীয় সংখ্যাটি প্রথমটির সাথে সম্পর্কিত তা নির্বাচন করুন: 14 : 4 :: 18 : 6 :: 22 : ?

(a) 8
(b) 9
(c) 10
(d) 7

  1. সাত জন, F, H, K, G, J, D, L, উত্তর দিকে মুখ করে একটি সরল রেখায় বসে আছে। G-এর ডানদিকে শুধু দুইজন লোক বসে আছে। J-এর বামদিকে শুধু দুইজন লোক বসে আছে। H বসেছে G এবং J এর মাঝখানে। K বসেছে J এবং L এর মাঝখানে। F বসেছে G এবং D-এর মাঝখানে। কে বসে আছে একেবারে ডানদিকে লাইনের?

(ক) এল
(খ) এফ
(গ) এইচ
(d) ডি

  1. তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি চয়ন করুন একইভাবে দ্বিতীয় শব্দটি প্রথমটির সাথে সম্পর্কিত: রুপি : ভারত :: ডলার : ?

(a) ইউরোপ
(b) ইংল্যান্ড
(c) সংযুক্ত আরব আমিরাত
(d) মার্কিন যুক্তরাষ্ট্র

  1. রজত একটি শার্টে পরপর দুটি ছাড় দেয় 20% এবং 30%৷ শার্টের প্রিন্টেড দাম হলে ৫০ টাকা। 800, মোট ছাড়ের পরিমাণ কত?

(ক) টাকা 358
(খ) টাকা 366
(গ) টাকা 352
(d) টাকা 360

  1. একটি হীরার দাম তার ওজনের বর্গক্ষেত্রের সমানুপাতিক। একটি হীরার দাম ৫০ টাকা। 69,660। এটি দুটি ভাগে বিভক্ত হওয়ার পরে, তাদের ওজনের অনুপাত 4:5 হয়। বিভাজনের কারণে কী ক্ষতি হয়েছে?

(ক) টাকা 32,200
(খ) টাকা 26,400
(গ) টাকা 40,000
(d) টাকা 34,400

  1. নিম্নলিখিত অভিব্যক্তিটির মান কী:
    1440/4-1555/5+21×3?

(a) 78
(b) 84
(c) 112
(d) 92

  1. উমেশ একটি পরীক্ষায় 15% স্কোর করেছে এবং 30 নম্বরে ফেল করেছে। যদি তিনি 60% স্কোর করতেন, তবে তিনি প্রয়োজনীয় পাসিং মার্কের চেয়ে 15 নম্বর বেশি স্কোর করতেন। প্রয়োজনীয় পাসিং মার্ক কি?

(a) 44
(b) 40
(c) 45
(d) 50

  1. একটি আয়তক্ষেত্রাকার টেবিলের উপরের পৃষ্ঠের পরিধি হল 84 মিটার, এবং এর ক্ষেত্রফল হল 432 বর্গ মিটার। টেবিলের কর্ণের দৈর্ঘ্য কত?

(a) 18 মিটার
(b) 35 মিটার
(c) 30 মিটার
(d) 24 মিটার

Answer to the RRB Group D Practice Series Set 09

(a) মার্গারেট থ্যাচার

(b) নাইট্রোজেন

(b) ব্রাজিল

(c) প্রোটন

(b) নীল নদ

(ক) 1947

(c) মহাত্মা গান্ধী

(a) টাংস্টেন

(c) অটোয়া

(b) জর্জ অরওয়েল

(খ)

(খ)

(ক)

(ঘ)

(গ)

(গ)

(ঘ)

(গ)

(গ)

(গ)

---Advertisement---

Related Post

Primary TET EVS Practice Set 11 l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট ১১: পরিবেশ বিদ্যা বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Primary TET EVS Practice Set 11: প্রাইমারি টেট ২০২৫ পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য পরিবেশ বিদ্যা (EVS) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ব্লগে আমরা প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর, ...

List of Famous Discoveries and Inventors 2025 l আবিষ্কার ও আবিষ্কারক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য

Famous Discoveries and Inventors: বিজ্ঞান ও প্রযুক্তি জগতে যেসব বিখ্যাত আবিষ্কার হয়েছে এবং যাঁরা এসব আবিষ্কার করেছেন, তাঁদের সম্পর্কে জানা প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে ...

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

Leave a Comment