চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর! শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিপুল সংখ্যক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পিএসসির তরফ থেকে দুটি গুরুত্বপূর্ণ পদের জন্য শূন্যপদ তৈরি হয়েছে। ইতিমধ্যেই পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে।
ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস কমিশন ২০২৪ (West Bengal Judicial Service commission 2024)-এর তরফ থেকে শীঘ্রই সিভিল জাজ পদের জন্য পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পাশাপাশি, পাবলিক সার্ভিস কমিশনের আয়োজনে ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে।

এই দুই পদের চাকরির ক্ষেত্রেই বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, বেতন ও যাবতীয় তথ্য খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে। এই দুটি পদের জন্য যাবতীয় তথ্য জানতে https://psc.wb.gov.in ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখতে হবে প্রার্থীদের। কেননা এই দুই পদের চাকরি সংক্রান্ত যাবতীয় আপডেট এই ওয়েবসাইটে প্রকাশিত হবে।