---Advertisement---

100 Questions and Answers about Netaji Subhash Chandra Bose for all Govt Exams l নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে 100টি প্রশ্ন ও উত্তর সব সরকারি পরীক্ষার জন্য

By Siksakul

Published on:

100 Questions and Answers about Netaji Subhash Chandra Bose
---Advertisement---

100 Questions and Answers about Netaji Subhash Chandra Bose for all Govt Exams: নেতাজি সুভাষ চন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর জীবনী, সংগ্রামের কাহিনি, এবং দেশপ্রেমিক আদর্শ শুধুমাত্র আমাদের ইতিহাসের গর্ব নয়, এটি বিভিন্ন সরকারি পরীক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। WBCS, SSC, Railways, Banking, UPSC-সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় নেতাজি সম্পর্কিত প্রশ্ন প্রায়শই দেখা যায়।

এই ব্লগে আমরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবন, কর্মজীবন, এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর অসামান্য অবদান নিয়ে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তুলে ধরেছি। এটি আপনাকে পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করার পাশাপাশি নেতাজির জীবন সম্পর্কে আরও গভীর জ্ঞান দেবে। সঠিক প্রস্তুতিতে এগিয়ে যান এবং সফলতার লক্ষ্যে নিজেকে তৈরি করুন!

100 Questions and Answers about Netaji Subhash Chandra Bose

১. সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায়?

উ) ওড়িশার কটক শহরে।

২. সুভাষচন্দ্র বসু কখন জন্মগ্রহণ করেন?

উ) ২৩ শে জানুয়ারি,  ১৮৯৭।

৩. সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি?

উ) জানকীনাথ বসু।

৪. সুভাষচন্দ্র বসুর মাতার নাম কি?

উ) প্রভাবতী দেবী

৫.হাটখোলার দত্ত পরিবারের সাথে সুভাষচন্দ্র বসুর সম্পর্ক কি ছিল?

উ) হাটখোলার দত্ত পরিবারের কন্যা প্রভাবতী দেবী ছিলেন সুভাষচন্দ্র বসুর মাতা।

৬) জানকীনাথ বসু কোথায় আইন ব্যবসা শুরু করেন?

উ) কটকে।

৭.সুভাষ বসুর পিতা কত সাল থেকে কটকে আইন ব্যবসা শুরু করেন?

উ) ১৮৮৫ সাল।

৮. বসু পরিবারের বাস কোথায় ছিল? 

উ) কলকাতার নিকট মহীনগরে।

৯. জানকীনাথ বসু কত সালে  ব্যবস্থাপক সভার সদস্য হন?

উ) ১৯১২ সালে।

১০. জানকীনাথ বসু কি কারণে রায়বাহাদুর খেতাব বর্জন করেন?

উ) সরকারী দমন নীতির প্রতিবাদে  জানকীনাথ বসু ১৯১২ সালে পাওয়া রায়বাহাদুর খেতাব বর্জন করেন।

১১. সুভাষচন্দ্র বসুর কতজন  ভাইবোন ছিল?

উ) ১৪ জন।

১২. সুভাষচন্দ্র বসু তাঁর পিতামাতার কততম সন্তান ছিলেন?

উ) নবম।

১৩.সুভাষচন্দ্র বসু প্রথম ছোটবেলায় কোন বিদ্যালয়ে পড়াশুনা করতেন?

উ) কটকের রাভেনশ কলেজিয়েট স্কুল।

১৪. ছোটবেলায় কোন শিক্ষকের দ্বারা সুভাষচন্দ্র বসু গভীরভাবে অনুপ্রাণিত হন?

উ) বেনীমাধব দাশ

১৫. সুভাষচন্দ্র বসু প্রথম স্কুল কোনটি ছিল?

উ) প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুল।

১৬. সুভাষচন্দ্র বসু কত সালে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি হয়েছিলেন?

উ) ১৯০২ সালে।

১৭. সুভাষচন্দ্র  বসু  প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে কত সাল পর্যন্ত পড়াশুনা করেন?

উ) ১৯০২-১৯০৯ সাল।

১৮. প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলটি কারা পরিচালনা করতেন?

উ) ব্যাপটিস্ট  মিশনারি।

১৯. সুভাষচন্দ্র বসু কত সালে ম্যাট্রিক পাশ করেন?

উ) ১৯১১ সালে।

২০. সুভাষ চন্দ্র বসু মাট্রিক পরীক্ষায় কততম স্হান অধিকার করেন?

উ) দ্বিতীয় স্হান।

২১. কলকাতার কোন  কলেজে সুভাষচন্দ্র বসু  প্রথম ভর্তি হন?

উ) প্রেসিডেন্সি  কলেজ।

২৩. কোন কারণে সুভাষচন্দ্র বসুকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয়?

উ) প্রফেসর ওটেন সাহেবকে নিগ্রহ করায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে সুভাষচন্দ্র বসুকে বহিষ্কার করা হয়।

২৪. সুভাষচন্দ্র বসু কত সালে বি.এ। পাশ করেন?

উ) ১৯১৮ সালে।

২৫. সুভাষচন্দ্র বসু কোন কলেজ থেকে বি.এ. পাশ করন?

উ) স্কটিশ চার্চ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়।

২৬. সুভাষচন্দ্র বসু কোন বিষয় নিয়ে বি.এ.পাশ করেন?

উ) দর্শন।

২৭. সুভাষচন্দ্র বসু কী উদ্দেশ্য নিয়ে বি.এ. পাশ করেন?

উ) সুভাষচন্দ্র বসু আই সি এস পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিলেত যাত্রা করেন।

২৮. সুভাষচন্দ্র বসু কত সালে বিলেত যাত্রা করেন?

উ) ১৯১৯ সালের ৯ সেপ্টেম্বর ।

২৯. সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় কত তম স্থান পায়?

উ) চতুর্থ স্থান।

৩০. সুভাষ চব্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন?

উ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

৩১. হলওয়েল মনুমেন্ট নিয়ে কে আন্দোলন শুরু করেন?

উ) সুভাষচন্দ্র বসু।

৩২.সুভাষচন্দ্র বসু কোনদিনে জন্মগ্রহণ করেন?

উ) শনিবার।

৩৩. শরৎ বসুর স্ত্রীর নাম কি ছিল?

উ) বিভাবতী দেবী।

৩৪. সুভাষচন্দ্র বসু যখন ব্রিটেনে আইসিএস এর জন্য গিয়েছিলেন,  তখন তাঁর কোন ভাই সেখানে শিক্ষা গ্রহণ করেন?

উ) সতীশচন্দ্র বসু।

৩৫. কার প্রতিশ্রুতি রাখতে সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষা দিতে মনস্হির করেন?

উ) পিতা জানকীনাথ বসুর প্রতিশ্রুতি রাখতে।

৩৬. সুভাষচন্দ্র বসু কত সালে সিভিল সার্ভিস প্রত্যাখ্যান করে দেশে ফেরেন?

উ) ১৯২১ সালে।

৩৭.সুভাষচন্দ্র বসুর পৈত্রিক বাড়ি কোথায়?

উ) সুভাষগ্রাম ( কোদালিয়া গ্রাম) দক্ষিন ২৪ পরগনা।

৩৮.  সুভাষচন্দ্র বসু কত সালে কলকাতার মেয়র হন?

উ) ১৯৩০ সালে।

৩৯. Indian Struggle বইটি কার লেখা?

উ) সুভাষচন্দ্র বসুর লেখা।

৪০. Indian Struggle  বইটি কত সালে প্রকাশিত হয়?

উ) ১৯৩৫ সালে।

৪১. ফরওয়ার্ড পত্রিকা কে প্রতিষ্ঠা করেন?

উ) দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ।

৪২. ফরওয়ার্ড পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উ) সুভাষচন্দ্র বসু।

৪৩. তরুণের স্বপ্ন কার লেখা?

উ) সুভাষচন্দ্র বসু।

৪৪. সুভাষচন্দ্র বসুর মেজদার নাম কি ছিল?

উ) শরৎচন্দ্র বসু।

৪৫. কাকে Patriot of Patriots বলা হয়?

উ) সুভাষচন্দ্র বসুকে।

৪৬. সুভাষচন্দ্র বসুকে কে ‘Patriots of Patriots ‘ উপাধি দিয়েছিলেন?

উ) গান্ধিজি।

৪৭. সুভাষচন্দ্র বসু কখন ফরওয়ার্ড ব্লক গঠন করেন?

উ) ১৯৩৯ সালের ৩ মে।

৪৮. ফরওয়ার্ড ব্লকের প্রথম সভাপতি কে ছিলেন?

উ) সুভাষচন্দ্র বসু।

৪৯. ফরওয়ার্ড ব্লকের প্রথম সহ- সভাপতি কে ছিলেন?

উ) সর্দার শার্দুল সিং কাভিশ।

৫০. কার নির্দেশে সুভাষচন্দ্র বসুকে বঙ্গীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে অপসারিত করা হয়?

উ) গান্ধিজির নির্দেশে।

৫১. কবে সুভাষচন্দ্র কে বঙ্গীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে অপসারিত করা হয়?

উ) ১৯৩৯ সালের ১১ আগস্ট।

৫২. সুভাষচন্দ্র বসু কত সালে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন?

উ) ১৯৩৮ সালে।

৫৩. সুভাষচ্ন্দ্র বসু কোন অধিবেশনে প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হন?

উ) হরিপুরা অধিবেশনে।

৫৪. কে প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি হন?

উ) সুভাষচন্দ্র বসু।

৫৫. সুভাষচন্দ্র বসু ত্রিপুরি অধিবেশনে কাকে পরাজিত করে উপর্যুপরি দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি হন?

উ) পট্টভি সীতারামাইয়াকে।

৫৬. পট্টভি সীতারামাইয়াকে পরাজয়কে কে নিজের পরাজয় বলে ঘোষণা করেন?

উ) গান্ধিজি।

৫৭. কোন সালে সুভাষচন্দ্র বসু সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং বাংলার প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক হয়েছিলেন?

উ) ১৯২৩ সালে।

৫৮.  ১৯৪১ সালে গৃহত্যাগের পর মোটরগাড়ি করে সুভাষচন্দ্র বসু কোন স্টেশনে  পৌঁছান?

উ) গোমো।

৫৯. গোমো থেকে তিনি ট্রেনে করে কোথায় পৌঁছন?

উ) পেশোয়ার।

৬০. সুভাষচন্দ্র বসু এলগিন রোডের বাড়ি থেকে মোটরগাড়ি করে যখন গোমো পৌছঁন,  তখন সেই গাড়িরচালককে হয়েছিলেন?

উ) শিশির কুমার বসু।

৬১. শিশির কুমার বসু সম্পর্কে সুভাষচন্দ্র বসুর কে হন?

উ) ভাইপো।

৬২. আইসিএস পরীক্ষার সুভাষ চনদ্র বসু কত নম্বর স্থান পান?

উ) চতুর্থ।

৬৩.  সুভাষ চন্দ্র বসুকে নেতাজী উপাধি কারা দিয়েছিলেন?

উ) জার্মানি তে অবস্থিত ভারতীয় সেনারা।

৬৪. বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার কে গঠন করেন?

উ) নেতাজী সুভাষচন্দ্র বসু।

৬৫. বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার কত সালে স্থাপিত হয়?

উ) ১৯৪১ সালে।

৬৬. আজাদ হিন্দ রেডিয়ো কে স্থাপন করেন?

উ) সুভাষচন্দ্র বসু।

৬৭. কত সালে নেতাজী জার্মানি থেকে সাবমেরিনে যাত্রা শুরু করেন?

উ) ১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে।

৬৮. কোথায় পৌছেঁ নেতাজি জাপানি সাবমেরিন- এ ওঠেন?

উ) মাদাগাস্কার।

৬৮. নেতাজী আফগানিস্তানে অবস্হান কালে কি ছদ্মবেশ গ্রহণ করেন?

উ) একজন পাশতুন এজেন্ট জিয়াউদ্দিন।

৬৯. মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেন?

উ) নেতাজি সুভাষ চন্দ্র বসু।

৭০. মহাজাতি সদনের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন?

উ) রবীন্দ্রনাথ ঠাকুর।

৭১. কখন মহাজাতি সদন প্রতিষ্ঠিত হয়?

উ) ১৯৩৯ সালের ১৯ আগস্ট।

৭২. আজাদ হিন্দ ফৌজ প্রকাশিত  তামিল পত্রিকার নাম কি?

উ) যুব ভারতম।

৭৩. Indian Pilgrim কার লেখা?

উ) নেতাজি সুভাষ চন্দ্র বসুর।

৭৪.  নেতাজি কত সালে স্নাতক হন?

উ) ১৯১৮ সালে।

৭৫. নেতাজি কোন কারণে জার্মানির স্হানে জাপানের সাহায্যে দক্ষিন-

পূর্ব এশিয়া থেকে স্বাধীনতা সংগ্রাম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন?

উ) দক্ষিন-পূর্ব এশিয়ায় জাপানের দ্রুত সাফল্য ও ভারতের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য ঐ অঞ্চলে সুবিধাজনক উপলব্ধি করে নেতাজি  দক্ষিন পূর্ব এশিয়া থেকে স্বাধীনতা সংগ্রাম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন।

৭৬. সুভাষ চন্দ্র বসুর লেখা অসমাপ্ত আত্মজীবনীর নাম কি?

উ) Indian Pilgrim।

৭৭. প্রেসিডেন্সি কলেজ থেকে সুভাষ চন্দ্র বসুর সঙ্গে আর কোন ছাত্র কে প্রফেসর ওটেন সাহেবকে নিগ্রহের কারণে বহিষ্কার করা হয়?

উ) আনঙ্গ দাসকে।

৭৮. অরল্যান্ডো মাজোট্টা কার ছদ্মনাম ছিল?

উ) নেতাজি সুভাষ চন্দ্র বসুর।

৭৯. সুভাষচন্দ্র বসু আফগানিস্হান থেকে জার্মানি যাওয়ার পথে কি ছদ্মনাম গ্রহণ করেন?

উ) অরল্যান্ডো মাজোট্টা ( Count Orlando Mazzotta)।

৮০. দেশনায়ক কার উপাধি?

উ) নেতাজি সুভাষ চন্দ্র বসুর।

৮১. সুভাষ চন্দ্র বসুকে কে দেশনায়ক উপাধি দেন?

উ) রবীন্দ্রনাথ ঠাকুর।

৮২. জয়হিন্দ শ্লোগান কে দিয়েছিলেন?

উ) নেতাজি সুভাষচন্দ্র বসু।

৮৩. আজাদ হিন্দ বাহিনীর নারী বাহিনীর নাম কি ছিল?

উ)ঝাঁসী রানি বাহিনী।

৮৪. সুভাষ চন্দ্র বসু কি কারনে গান্ধি-আরউইন চুক্তি এবং আইন অমান্য আন্দোলন বন্ধের প্রতিবাদ করেছিলেন?

উ) সুভাষচন্দ্র বসুর প্রতিবাদের কারণ ছিল এই চুক্তিতে ভগৎ সিং ও তারর সহ- বিপ্লবীদের ফাঁসি রদ করা হয়নি এবং দেশের স্বাধীনতার কোন প্রতিশ্রুতি ছিলনা।

৮৫. সুভাষ চন্দ্র বসু প্রথম কত সালে ন্যাশানাল প্লানিং কমিটি গঠন করেন?

উ) ১৯৩৮ সালে।

৮৬. পরাধীন ভারতে কে প্রথম ন্যাশনাল প্লানিং কমিটি গঠন করেন?

উ) সুভাষ চন্দ্র বসু।

৮৭. ন্যাশনাল প্লানিং কমিটির প্রথম সভাপতি কে ছিলেন?

উ) জওহরলাল নেহরু।

৮৮. আই সি এস এর লোভনীয় চাকরি ত্যাগ করে সুভাষ চন্দ্র বসু কবে ভারতে ফেরেন?

উ) ১৯২১ সালের ১৬ জুলাই।

৮৯. কোন ঘটনাকে নেতাজী ‘ জাতীয় বিপর্যয়’ বলেছিলেন?

উ) গান্ধিজির অসহযোগ আন্দোলন প্রত্যাহার এর ঘটনাকে নেতাজী ‘ জাতীয় বিপর্যয়’ বলেছিলেন।

৯০. ইন্ডিপেন্ডেন্স লিগ অব ইন্ডিয়া কে/কারা গঠন করেন?

উ) সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহরু।

৯১. ইন্ডিপেন্ডেন্স লিগ অব ইন্ডয়া কত সালে গঠিত হয়?

উ) ১৯২৮ সাল।

৯২. সুভাষচন্দ্র বসু ত্রিপুরি কংগ্রেস এ কত ভোট পেয়েছিলেন?

উ) ১৫৮০ টি।

৯৩. সুভাষ চন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বি পট্টভি সীতারামাইয়া ত্রিপুরি কংগ্রেসে কত ভোট পেয়েছিলেন?

উ) ১৩৭৭ টি।

৯৪. ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র বসু কত ভোটে জয়ী হন?

উ) ২০৩ ভোটে।

৯৫. সুভাষচন্দ্র বসুকে শেষ বারের মত ইংরেজ সরকার কোন আইনে  গ্রেফতার করেন?

উ) ভারত রক্ষা আইন।

৯৬. শেষ বার কখন সুভাষচন্দ্র বসুকে ভারত রক্ষা আইন এ গ্রেফতার করে?

উ) ১৯৪০ সালের ২ রা জুলাই।

৯৭. কখন সুভাষচন্দ্র বসুকে নিজ গৃহে অন্তরীণ করা হয়?

উ) ১৯৪০ সালের ৫ ডিসেম্বরে।

৯৮. স্বাধীন ভারত সংঘ বা ফ্রি ইন্ডিয়া কত সালে গঠিত হয়?

উ) ১৯৪১ সালের ২ রা নভেম্বর।

৯৯.ফ্রি ইন্ডিয়া কে গঠন করেন?

উ) নেতাজী সুভাষচন্দ্র বসু।

১০০. সুভাষচন্দ্র বসু কবে প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হন?

উ) ২২ শে ফেব্রুয়ারি, ১৯১৬ সাল।

100 Questions about Netaji Subhash Chandra Bose 100 Questions and Answers about Netaji Subhash Chandra Bose 100 Questions and Answers about Netaji Subhash Chandra Bose for all Govt Exams 100 Questions and Answers about Netaji Subhash Chandra Bose for all Govt Exams l নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে 100টি প্রশ্ন ও উত্তর সব সরকারি পরীক্ষার জন্য Facts about Netaji Subhash Chandra Bose Independence Movement and Netaji Questions Netaji Subhash Chandra Bose FAQs Netaji Subhash Chandra Bose Quiz Questions Questions and Answers about Netaji Subhash Chandra Bose Questions and Answers about Netaji Subhash Chandra Bose for all Govt Exams Subhash Chandra Bose Biography Q&A Subhash Chandra Bose History Questions and Answers Subhash Chandra Bose Life Events Quiz Trivia about Subhash Chandra Bose Netaji Questions for Students কুইজ: সুভাষ চন্দ্র বসু নেতাজি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন নেতাজি সম্পর্কিত সাধারণ জ্ঞান প্রশ্ন নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে ১০০টি প্রশ্ন নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে 100টি প্রশ্ন ও উত্তর সুভাষ চন্দ্র বসুর ইতিহাস প্রশ্ন ও উত্তর
---Advertisement---

Related Post

Download Indian Army Agniveer Syllabus 2025 PDF: Subject-wise Important Topics

The Indian Army Agniveer Syllabus 2025 is a crucial resource for candidates preparing for the online entrance exam. The official syllabus has been published on the Indian Army’s ...

Indian Army Agniveer Exam Pattern 2025: Latest Paper Format & Negative Marking Details

The Indian Army recruits Agniveers through a two-stage selection process. The first stage is the Online Common Entrance Exam (CEE), conducted at designated Computer Based Test Centres assigned ...

Indian Army Agniveer Model Question Papers 2025: Download PDF with Answers

Indian Army Agniveer Model Question Papers 2025: Candidates preparing for the Army Agniveer 2025 exam are strongly encouraged to practice with Agniveer model question papers. The Indian Army ...

Top Logical Reasoning MCQs for Army Agniveer 2025: Important Questions with Answers

Top Logical Reasoning MCQs for Army Agniveer 2025: Important Questions with AnswersPreparing for the Army Agniveer exam 2025? A strong command over logical reasoning is essential to clear ...

Leave a Comment