---Advertisement---

Important Scientific Names Part-1 l কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম পার্ট – ১

By Siksakul

Published on:

---Advertisement---

বিজ্ঞান ও শিক্ষা জগতে বৈজ্ঞানিক নামের গুরুত্ব অপরিসীম। প্রতিদিনের জীবনে আমরা যেসব উদ্ভিদ, প্রাণী বা জৈব উপাদান দেখে থাকি, তাদের বৈজ্ঞানিক নাম জানা আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগিয়ে যেতে সাহায্য করে। বৈজ্ঞানিক নাম শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রেই নয়, জীববিজ্ঞান, কৃষি, এবং পরিবেশবিদ্যার মতো বিভিন্ন শাখায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই ব্লগের প্রথম অংশে (কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম পার্ট – ১), আমরা আপনাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ উদ্ভিদ ও প্রাণীর বৈজ্ঞানিক নামের তালিকা উপস্থাপন করবো, যা আপনার জ্ঞান বাড়াতে ও পড়াশোনার জন্য সহায়ক হবে। সহজ ভাষায় উপস্থাপিত এই তালিকাটি আপনাকে বৈজ্ঞানিক নাম শেখার জন্য আরও আগ্রহী করবে।

আপনি যদি বৈজ্ঞানিক নামের মাধ্যমে উদ্ভিদ ও প্রাণীকে চেনার এই দারুণ জগতে প্রবেশ করতে চান, তাহলে আমাদের এই ব্লগটি আপনার জন্য উপযুক্ত!

চলুন শুরু করি কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম শেখার যাত্রা।

Important Scientific Names Part-1

মানুষের বৈজ্ঞানিক নাম কি?- হোমো স্যাপিয়েন্স

ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি?- রানা টিগ্রিনা

বিড়ালের বৈজ্ঞানিক নাম কি?- ফেলিস ডমেসিকা

ইঁদুরের বৈজ্ঞানিক নাম কি?- Rattus

টিকটিকির বৈজ্ঞানিক নাম কি?- Lacertilia

কুকুরের বৈজ্ঞানিক নাম কি?- Canis Familiars

 গরুর বৈজ্ঞানিক নাম কি?- Bos indicus

 মহিষের বৈজ্ঞানিক নাম কি?- Bubalus bubalis

 ষাঁড়ের বৈজ্ঞানিক নাম কি?- Bos primigenius tarus

ছাগলের বৈজ্ঞানিক নাম কি?- Capta hitmus

ভেড়ার বৈজ্ঞানিক নাম কি?- Ovies arise

 শূকরের বৈজ্ঞানিক নাম কি?- Susquefroca domestica

 সিংহের বৈজ্ঞানিক নাম কি?- প্যান্থেরা লিও

 বাঘের বৈজ্ঞানিক নাম কি?- প্যানথেরা টাইগ্রিস

 চিতার বৈজ্ঞানিক নাম কি?- Panthera pardus    

ভাল্লুকের বৈজ্ঞানিক নাম কি?- Ursus matitimus carnivora         

খরগোশের বৈজ্ঞানিক নাম কি?- Oryctolagus cuniculus    

হরিণের বৈজ্ঞানিক নাম কি?- Cervus elaphus    

উটের বৈজ্ঞানিক নাম কি?- Camelus domedarius    

 শিয়ালের বৈজ্ঞানিক নাম কি?- Canidae    

ল্যাঙ্গুরের বৈজ্ঞানিক নাম কি?- হোমিনোডিয়া    

রেইন্ডিয়ারের বৈজ্ঞানিক নাম কি?- Rucervus duvauceli         

 মাছির বৈজ্ঞানিক নাম কি?- Musca domestica    

ময়ূরের বৈজ্ঞানিক নাম কি?- Pavo cristatus         

হাতির বৈজ্ঞানিক নাম কি?- Ephesus indica         

ডলফিনের বৈজ্ঞানিক নাম কি?- Platinista gangetica         

ঘোড়ার বৈজ্ঞানিক নাম কি?- Equus caballus

গাধার বৈজ্ঞানিক নাম কি?- Equus asinus

 Visit www.siksakul.com

 আমের বৈজ্ঞানিক নাম কি?- ম্যাগনিফেরা ইন্ডিকা

আঙ্গুরের বৈজ্ঞানিক নাম কি?- Vitius

 কমলার বৈজ্ঞানিক নাম কি?- সাইট্রাস সাইনেনসিস   

নারকেলের বৈজ্ঞানিক নাম কি?- Coco nucifera    

 আপেলের বৈজ্ঞানিক নাম কি?- মেলাস পুমিয়া/ডোমেস্টিকা

আনারসের বৈজ্ঞানিক নাম কি?- আনানাস কমোসাস

পেঁপের বৈজ্ঞানিক নাম কি?- Carica papaya   

নাশপাতির বৈজ্ঞানিক নাম কি?- পাইরাস কিউমিনিস    

কলার বৈজ্ঞানিক নাম কি?- Musea Paradisiaca

লিচুর বৈজ্ঞানিক নাম কি?- Litchi chinensis

 তেঁতুলের বৈজ্ঞানিক নাম কি?- Tamar indus indica

 শসার বৈজ্ঞানিক নাম কি?-Cucumis sativus

বরই এর বৈজ্ঞানিক নাম কি?- Ziziphus mauritiana

আরো পড়ুন:

---Advertisement---

Related Post

FSSAI Assistant Recruitment 2025: Apply Now for 15,000+ Vacancies

FSSAI Assistant Recruitment 2025: The Food Safety and Standards Authority of India (FSSAI) has launched its 2025 recruitment drive, offering over 15,000 vacancies for the post of Assistant. ...

IOCL Non-Executive Recruitment 2025: Apply Today for 246 Posts

IOCL Non-Executive Recruitment 2025: Indian Oil Corporation Limited (IOCL) has released a notification for the recruitment of 246 Non-Executive personnel across multiple states in India. This is a ...

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

Leave a Comment