বিভিন্ন বিদ্যা ও সংস্থার জনক: সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন বিদ্যা (Fields of Study) ও সংস্থার (Organizations) জনক সম্পর্কিত প্রশ্ন প্রায়ই আসে। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ অন্যান্য পরীক্ষায় এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি, রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে কিছু ব্যক্তিকে “জনক” বলা হয়, কারণ তারা সেই বিষয়ের ভিত্তি স্থাপন করেছেন বা যুগান্তকারী অবদান রেখেছেন।
এই ব্লগে আমরা বিভিন্ন বিদ্যা ও সংস্থার জনকদের একটি সম্পূর্ণ তালিকা প্রদান করেছি, যা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক। নিয়মিত চর্চা করুন এবং পরীক্ষায় সাফল্যের পথে এগিয়ে যান! 📚✅
বিভিন্ন বিদ্যা ও সংস্থার জনক
১। বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- থ্যালিস
২। জীব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল
৩। প্রাণী বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল
৪। রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- জাবির ইবনে হাইয়ান
৫। পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন
৬। রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- এরিস্টটল
৭। আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- নিকোলার ম্যাকিয়াভেলী
৮। অর্থনীতির জনক কে?
উত্তরঃ- এডাম স্মিথ
৯। আধুনিক অর্থনীতির জনক কে?
উত্তরঃ- পল স্যামুয়েলসন
১০। সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- অগাস্ট কোঁৎ
১১।গণতন্ত্রের জনক কে?
উত্তরঃ- জন লক
১২। হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- লুকাপ্যাসিওলি
১৩। চিকিৎসা বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ইবনে সিনা
১৪। দর্শন শাস্ত্রের জনক কে?
উত্তরঃ- সক্রেটিস
১৫। ইতিহাসের জনক?
উত্তরঃ- হেরোডোটাস
১৬। ভূগোলের জনক কে?
উত্তরঃ- ইরাটস থেনিস
১৭। গণিতের জনক কে?
উত্তরঃ- আর্কিমিডিস
১৮। অপরাধ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ল্যামব্রাসো
১৯। মেডিসিনের জনক কে?
উত্তরঃ- হিপোক্রেটিস
২০। জ্যামিতির জনক কে?
উত্তরঃ- ইউক্লিড
২১। বীজ গণিতের জনক কে?
উত্তরঃ- আল খাওয়ারেজমী
২২। জীবাণু বিদ্যার জনক কে?
উত্তরঃ- লুই পাস্তুর
২৩। বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
উত্তরঃ- চার্লস ডারউইন
২৪। সনেটের জনক কে?
উত্তরঃ- পের্ত্রাক
২৫। বাংলা সনেটের জনক কে?
উত্তরঃ- মাইকেল মধুসুদন দত্ত
২৬। সামাজিক বিবর্তনবাদের জনক কে?
উত্তরঃ- হার্বাট স্পেন্সর
২৭। বংশগতি বিদ্যার জনক কে?
উত্তরঃ- গ্রেডার জোহান মেনডেল
২৮। শ্রেণীকরণ বিদ্যার জনক কে?
উত্তরঃ- কারোলাস লিনিয়াস
২৯। শরীর বিদ্যার জনক কে?
উত্তরঃ- উইলিয়াম হার্ভে
৩০। ক্যালকুলাসের জনক কে?
উত্তরঃ- আইজ্যাক নিউটন
৩১। বাংলা গদ্যের জনক কে?
উত্তরঃ- ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
৩২। বাংলা উপন্যাসের জনক কে?
উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৩। বাংলা নাটকের জনক কে?
উত্তরঃ- দীন বন্ধু মিত্র
৩৪। ইংরেজী কবিতার জনক কে?
উত্তরঃ- জিওফ্রে চসার
৩৫। মনোবিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- উইলহেম উন্ড
৩৬। বাংলা চলচিত্রের জনক কে?
উত্তরঃ- হীরালাল সেন
৩৭। বাংলা গদ্য ছন্দের জনক কে?
উত্তরঃ- রবীন্দ্রনাথ ঠাকুর
৩৮। আধুনিক রসায়নের জনক কে?
উত্তরঃ- জন ডাল্টন
৩৯। আধুনিক বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- রজার বেকন
Nicknames of 100 famous people For all Govt Exams 2025
৪০।প্রশাসনিক ব্যবস্থাপনা তত্বের জনক কে?
উত্তরঃ- হেনরী ফেওল
৪১। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে?
উত্তরঃ- জর্জ বার্নার্ড শ
৪২। আধুনিক রসায়ন বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- ল্যাভয়সিয়ে
৪৩।পারমানবিক বোমার জনক কে?
উত্তরঃ- ওপেন হাইমার
৪৪। তেজস্ক্রিয়তার জনক কে?
উত্তরঃ- হেনরি বেকরেল
৪৫। আধুনিক পদার্থ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- আলবার্ট আইনস্টাইন
৪৬। গতি বিদ্যার জনক কে?
উত্তরঃ- গ্যালিলিও
৪৭। হাইড্রোজেন বোমার জনক কে?
উত্তরঃ – অ্যাডওয়ার্ড টেলর
৪৮। কম্পিউটারের জনক কে?
উত্তরঃ- চার্লস ব্যাবেজ
৪৯। ই-মেইল এর জনক কে?
উত্তরঃ- রে টমলিনসন
৫০। লেজার এর জনক কে?
উত্তরঃ- মেইম্যান
৫১। www বা world wide web এর জনক কে?
উত্তরঃ- টিম বার্ণাস লি
৫২। হোমিও শাস্ত্রের জনক কে?
উত্তরঃ- ড.স্যামুয়েল হ্যানিম্যান
৫৩। টেস্ট টিউব বেবির জনক কে?
উত্তরঃ- আর জে এডওয়ার্ড
৫৪। অলিম্পিকের জনক কে?
উত্তরঃ- ব্যারন পিয়েরে দ্য কুবার্তে
৫৫। সমাজ বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- অগাস্ট কোত্
৫৬। সমাজ কর্মের জনক কে?
উত্তরঃ- জন অ্যাডামস
৫৭। কমিউনিজমের জনক কে?
উত্তরঃ- কার্ল মার্কস
৫৮। ফ্যাসিজমের জনক কে?
উত্তরঃ- মুসোলীনি
৫৯। ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ- ভিন্টন গ্রে কার্ফ
৬০। মাইক্রোসফটের জনক কে?
উত্তরঃ- বিল গেটস
৬১। মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ- মার্টিন কুপার
৬২। গুগলের জনক কে?
উত্তরঃ- সার্জেই বিন
৬৩। ফেসবুকের জনক কে?
উত্তরঃ- মার্ক জুকারবার্গ
৬৪। টুইটারের জনক কে?
উত্তরঃ- জ্যাক ডোরসেই
৬৫। আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তরঃ- বাল মেগারিজ
৬৬। ATM-এর জনক কে?
উত্তরঃ- জন শেফার্ড ব্যারন
৬৭। আধুনিক শিক্ষার জনক কে?
উত্তরঃ- সক্রেটিস
৬৮। এনাটমির জনক কে ?
উত্তরঃ-আঁদ্রে ভেসালিয়াস
৬৯। ফিনান্সের জনক কে?
উত্তরঃ- এ্যারোরা
৭০। হিসাব বিজ্ঞানের জনক কে?
উত্তরঃ- লুকা প্যাসিওলি
৭১। মার্কেটিং এর জনক কে?
উত্তরঃ- ফিলিপ কোটলার
৭২। ব্যাংকিং এর জনক কে?
উত্তরঃ- আলেকজেন্ডার হ্যামিলটন
৭৩। ওপারেশন ম্যানেজমেন্ট এর জনক কে?
উত্তরঃ- হেনরী ফাওল
৭৪। রেডিও বা বেতারের জনক কে?
উত্তরঃ- মার্কনী
বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর