---Advertisement---

Environmental Studies SAQ l পরিবেশ বিদ্যা SAQ

By Siksakul

Published on:

---Advertisement---

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF, যেখানে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) সংকলন করা হয়েছে।

Primary TET, CTET, Upper Primary TET সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় পরিবেশ বিদ্যা (Environmental Studies) থেকে নিয়মিত প্রশ্ন আসে। তাই, এই PDF সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করুন এবং আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করুন

📥 পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF বিনামূল্যে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন! ✅📚

Environmental Studies SAQ l এনভায়রনমেন্টাল স্টাডিজ SAQ

১।পশ্চিমবঙ্গের কোথায় উলফ্ৰাম খনিজ পদার্থ পাওয়া যায় – বাঁকুড়া জেলার ঝিলিমিলিতে।

২।পশ্চিমবঙ্গের গড় বার্ষিক বৃষ্টিপাতের। পরিমাণ কত – ১৭৫. সেন্টিমিটার।

৩। নীলগিরি পার্বত্য অঞ্চলের আদিবাসীদের কী বলে – টোডা।

৪। গর্জনকোন শ্রেণির বৃক্ষ – পাতাঝরা বা, পর্ণমােচী বৃক্ষ।

৫।তিব্বতে যাওয়ার জন্য কোন গিরিপথটি সিকিম রাজ্যে আছে— নাথুলা।

৬। রাজস্থানের সমান্তরাল বালিয়াড়ির মধ্যবর্তী লম্বা হ্রদকে কী বলা হয় – ধান্দ।

৭।তুঙ্গভদ্রা বাঁধ প্রকল্পটি কোন রাজ্যে আছে-কর্ণাটকে।

৮।ক্ৰান্তীয় চিরহরিৎ অরণ্য কোন রাজ্যে নেই – হিমাচল প্রদেশে।

৯। নােয়াভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে আছে – তামিলনাড়ু।

১০। পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি – কোদাইকানাল।

১১। ভারতের কোথায় সােনা ও হিরের খনি আছে – পান্না ও কোলার।

১২। ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার কেন্দ্রটি কোন উপকূলে আছে – পূর্ব উপকূলে।

১৩। পশ্চিমবঙ্গের কোন জেলার একটি অঞ্চল দিয়ারানামে পরিচিত – মালদহ।

১৪। কলকাতা শহর কত দ্রাঘিমায় অবস্থিত।– ৮৮/, পূর্ব।

১৫। সুবর্ণসিরি ও ধানসিরি কোন নদীর উপনদী – ব্ৰহ্মপুত্ৰ।

১৬।আত্ৰেয়ী বা, আত্রাই নদীর তীরে আছে। কোন শহর – বালুরঘাট।

১৭। গােরগারু কোন পাহাড়ের শৃঙ্গ – অযােধ্যা।

১৮। হর মন্দির কে প্রতিষ্ঠা করেন—গুরু অর্জন।

১৯। জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত – চতুর্থ।

২০। বিহারীনাথ পাহাড় আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় – বাঁকুড়া।

২১। ল্যান্ড অফ হােয়াইট অর্কিড কাকে বলে – কার্শিয়াং।

২২।পাণ্ডুয়ার আদিনা মসজিদ পশ্চিমবঙ্গের কোন জেলায় – মালদহ।

২৪। তাের্সা নদীর উৎপত্তি কোথায় – চুম্বি উপত্যকা।

২৫। পূর্বঘাট পর্বত কোন ধরণের পর্বত – ফয়জাত।

২৬। হুভু জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্ট – সুবর্ণরেখা।

২৭। সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালার অংশ – কারাকোরাম।

২৮। রাজস্থানের মরুস্থলীতে চলন্ত বালিয়াড়িকে কী বলে – থ্রিয়ান।

২৯। ভারত ও ভূটানের সীমান্ত শহরের নাম কী – ফুন্টশলিং।

৩০। নর্মদা নদী কোন পর্বত থেকে উৎপন্ন হয়েছে – মহাকাল ।

৩১। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী – ধূপগড়।

৩২। কোলার হ্রদ কোন দুটি নদীর সংযােগ স্থলে আছে – কৃষা ও গােদাবরী।

৩৩। ভেম্বানাদ উপহ্রদ আছে কোন উপকূলে ।– মালাবার।

৩৪। গঙ্গার ডান তীরের উপনদী কোনটি— শোন।

৩৫। পাংগাং হ্রদ আছে কোথায় – লাদাখ ।

৩৬। জাতীয় বননীতি কত সালে গৃহীত হয় – ১৯৫২ সালে।


Primary TET EVS Practice Set – 05 | WB Primary TET Exam 2023


---Advertisement---

Related Post

WB ICDS Supervisor Recruitment 2025: অনলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ শীঘ্রই ICDS WB সুপারভাইজার নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS WB) পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সুপারভাইজার, ...

Anganwadi Recruitment 2025: আবেদন প্রক্রিয়া, শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যারা অঙ্গনওয়াড়িতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ বিভিন্ন ...

CTET 2025 Notification: आवेदन शुरू, जानें परीक्षा तिथि और पूरी जानकारी

CTET 2025 Notification: केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड (CBSE) द्वारा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा (CTET) का आयोजन वर्ष में दो बार किया जाता है। इसे CTET के नाम से ...

CTET 2025 Registration: How to Apply Online?

CTET 2025 Registration: The Central Teacher Eligibility Test (CTET) 2025 is conducted by the Central Board of Secondary Education (CBSE) to determine the eligibility of candidates for teaching ...

Leave a Comment