---Advertisement---

General Knowledge Important Questions and Answers 2025 l সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 2025

By Siksakul

Updated on:

General Knowledge Important Questions and Answers
---Advertisement---

General Knowledge Important Questions and Answers 2025: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসা নিশ্চিত। তাই, ভালো প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানা অত্যন্ত প্রয়োজনীয়।

এই ব্লগে আমরা ২০২৫ সালের জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছি, যা সকল সরকারি পরীক্ষা ও চাকরির প্রস্তুতির জন্য অত্যন্ত সহায়ক। নিয়মিত চর্চা করুন, পরীক্ষায় ভালো স্কোর করুন! 📚✅

General Knowledge Important Questions and Answers 2025

1) কোন রাজধানী শহরের উচ্চতা সবচেয়ে বেশি?
উত্তরঃ কুইটো, ইকুয়েডর।

2) আলফা-কেরাটিন কোন জিনিসে প্রোটিন থাকে?
উত্তরঃ উল।

3) সেন্ট ফ্রান্সিসের জন্মস্থান উমব্রিয়ার কোন শহর ছিল?
উত্তরঃ আসিসি।

4) লাটভিয়ার এই রাজধানী কখনও কখনও “বাল্টিকের প্যারিস” নামে পরিচিত।
উত্তরঃ রিগা।

5) কোনটি পারমাণবিক চুল্লিতে ‘একটি মডারেটর’ হিসাবে ব্যবহৃত হয়?
উত্তরঃ গ্রাফাইট।

6) কোন প্রজাতি রোবস্ট অস্ট্রালোপিথেসাইন নামে পরিচিত?
উত্তরঃ Australopithecus boisei এবং Australopithecus robustus.

7) ভিটামিন K এর রাসায়নিক নাম কি
উত্তরঃ ফাইলোকুইন

8) কোন দেশ সরাসরি ইরাকের পূর্বে অবস্থিত?
উত্তরঃ ইরান।

9) কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ সিটা

10) টাইপসেটিংগুলি কী কী যা শুধুমাত্র পাঠ্য তৈরি করে?
উত্তর: হট-মেটাল টাইপসেটিং এবং ফটোটাইপসেটিং।

11) শচীন টেন্ডুলকার কোন দেশের বিপক্ষে তার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন?
উত্তরঃ বাংলাদেশ।

12) কোন পূর্ব আফ্রিকান ভাষা আফ্রিকান এবং আরব ব্যবসায়ীদের মধ্যে লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে বিকশিত হয়েছিল?
উত্তরঃ সোয়াহিলি।

13) মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল কত সালে ?
উত্তর: 1948 সালে

14) কোন দিনটিতে পলাশীর যুদ্ধের সূচনা হয়েছিল বলে জানা যায় ?
উত্তর: 1757 সালে

15) কোন অনুপযুক্ত কাজের ফলে মানুষের মধ্যে ‘মাইক্সেডিমা’ অবস্থা হয়?
উত্তরঃ থাইরয়েড গ্রন্থি।

16) জলপাই ও আঙ্গুর উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি?
উত্তরঃ ইতালি।

17) 1610 সালে গ্যালিলিও গ্যালিলি কোন গ্রহের চারটি চাঁদ আবিষ্কার করেন?
উত্তরঃ বৃহস্পতি।

18) কোন আইনি শব্দ সম্পত্তি বন্ধক নির্দেশ করে?
উত্তরঃ বন্ধক।

19) বৈদিক সমাজে একদল পরিবারকে বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হত?
উত্তরঃ গ্রামা।

20) কোন রাস্তাটি নিউ ইয়র্ক সিটির পূর্ব দিক এবং পশ্চিম দিককে ভাগ করেছে?
উত্তরঃ ফিফথ এভিনিউ।

---Advertisement---

Related Post

WB ICDS Supervisor Recruitment 2025: অনলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ শীঘ্রই ICDS WB সুপারভাইজার নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS WB) পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সুপারভাইজার, ...

Anganwadi Recruitment 2025: আবেদন প্রক্রিয়া, শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যারা অঙ্গনওয়াড়িতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ বিভিন্ন ...

CTET 2025 Notification: आवेदन शुरू, जानें परीक्षा तिथि और पूरी जानकारी

CTET 2025 Notification: केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड (CBSE) द्वारा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा (CTET) का आयोजन वर्ष में दो बार किया जाता है। इसे CTET के नाम से ...

CTET 2025 Registration: How to Apply Online?

CTET 2025 Registration: The Central Teacher Eligibility Test (CTET) 2025 is conducted by the Central Board of Secondary Education (CBSE) to determine the eligibility of candidates for teaching ...

Leave a Comment