---Advertisement---

 General Studies Important GK Question Answers 2025: Very useful for all job exam preparation l জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর ২০২৫ – সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য উপযোগী

By Siksakul

Published on:

General Studies Important GK Question Answers 2025
---Advertisement---

General Studies Important GK Question Answers 2025: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় জেনারেল স্টাডিস (General Studies) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC, WBPSC, Police, Group-D সহ বিভিন্ন পরীক্ষায় জিকে (General Knowledge) অংশ থেকে প্রশ্ন আসা নিশ্চিত। ভালো প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানা আবশ্যক, কারণ অনেক প্রশ্ন পরীক্ষায় পুনরাবৃত্তি হয়।

এই ব্লগে আমরা ২০২৫ সালের জন্য বাছাই করা গুরুত্বপূর্ণ জেনারেল স্টাডিস জিকে প্রশ্নোত্তর সংকলন করেছি, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। নিয়মিত চর্চা করুন, গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করুন এবং পরীক্ষায় সাফল্যের পথে এগিয়ে যান! 📖✅🚀

General Studies Important GK Question Answers 2025: Very useful for all job exam preparation

1. শব্দের মাত্রা মাপার একক কী ?

উত্তর : ডেসিবেল

2. সুল-ই-কুল (Sulh-i kul) নীতি কে প্রবর্তন করেন ?

উত্তর : মুঘল সম্রাট আকবর

3. সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে ?

উঃ) 14- 42 নম্বর ধারায় I

4. ভেষজ তেল থেকে বনস্পতি ঘি তৈরি করতে ব্যবহৃত হয় কোন গ্যাস ?

উত্তর : হাইড্রোজেন

5. ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন কে ?

উত্তর : মহাত্মা গান্ধি

6. নির্দেশমূলক নীতি গুলিতে কোন লক্ষ্য ঘোষিত হয়েছে ?

উঃ) অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য এবং জন কল্যাণকর সমাজ গঠণ I

7. কোন কোন অবস্থায় রাষ্ট্রপতির পদ খালি হতে পারে ?

উত্তর : পদত্যাগ, অপসারণ ও মৃত্যু

8. সংবিধানের কোন ধারায় স্বধীনতার অধিকারগুলি স্বীকৃত ?

উঃ) 19-22 নম্বর ধারায় ।

9. বলিভিয়ার সরকারি নাম কী ?

উত্তর : প্লুরিন্যাশনাল স্টেট অফ বলিভিয়া

10. আলিগড় আন্দোলনের কেন্দ্র কোনটি ছিল ?

উত্তর : অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ

11. সংবিধানের কোন ধারায় নির্দেশমূলক নীতি গুলি বর্ণিত হয়েছে ?

উঃ) 38-51 নম্বর ধারায় ।

12. টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটি করেন কে ? কত সালে ?

উত্তর : চার্লস ব্যানারম্যান। ১৮৭৭

13. নোবেলও পেয়েছেন। পেয়েছেন অস্কারও। কে ?

উত্তর : জর্জ বানার্ড শ।

14. “সিক্স মেশিন” কার আত্মজীবনী ?

উত্তর : ক্রিস গেইল

15. হুতোম প্যাঁচার নকশা কে লিখেছেন ?

উত্তর : কালীপ্রসন্ন সিংহ

16. নির্দেশমূলক নীতি গুলির প্রকৃতি কীরূপ ?

উঃ) অর্থনৈতিক ও সামাজিক

17.POS মেশিন। কী এটি ?

উত্তর : পয়েন্ট অফ সেল মেশিন

18. মৌলিক অধিকারের লক্ষ্য কি ?

উঃ) গণতান্ত্রিক সমাজ গঠণ ।

19. কোন ধারায় মৌলিক অধিকার বিরোধী আইনের বাতিল হয়ে যাবার ব্যবস্থা রয়েছে ?

উঃ) 13/2 নম্বর ধারায় ।

20. কোন সংশোধনীতে নির্দেশমূলক নীতি গুলিকে মৌলিক অধিকারের ওপর স্থান দেওয়া হয়েছে ?

উঃ) 1976 সালের 42 তম সংশোধনীতে ।

Shishir Shil

বিভিন্ন বিদ্যা ও সংস্থার জনক – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2025

---Advertisement---

Related Post

List of Phobias and Fears l বিভিন্ন ফোবিয়া ও ভীতির নাম তালিকা

List of Phobias and Fears: মানুষের জীবনে ভীতি বা ফোবিয়া (Phobia) একটি সাধারণ কিন্তু জটিল মানসিক অবস্থা। কারো উচ্চতা ভীতি (Acrophobia), কারো জলভীতি (Hydrophobia), আবার কেউ অন্ধকার বা ...

WB Primary TET Practice Set 10 | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ১০

WB Primary TET Practice Set 10: স্বাগতম Siksakul ব্লগে। আপনি যদি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক যোগ্যতা পরীক্ষা (TET) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তবে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমাদের এই ব্লগটি বিশেষভাবে প্রস্তুত ...

D.El.Ed Child Study Exam Preparation: Complete Set of Important Short Questions (2-Mark Based) l D.El.Ed. 2024-26 শিশু অধ্যয়ন: গুরুত্বপূর্ণ ২ নম্বর প্রশ্নোত্তর

D.El.Ed Child Study Exam Preparation: প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকপ্রার্থী যারা D.El.Ed 2024-26 কোর্সে ভর্তি হয়েছেন, তাদের জন্য শিশু অধ্যয়ন (Child Study) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি ...

✅ Important Events in Indian History l ভারতের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সমূহ

Important Events in Indian History: ভারতের ইতিহাস হাজার বছরের গৌরবময় ঐতিহ্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ঘটনায় ভরা (Indian Historical events List)। প্রতিটি ঘটনা আমাদের সভ্যতার বিকাশ ...

Leave a Comment