Important GK Question Answers for all Govt Exams 2025: সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, Railways, Banking, WBPSC, এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় জিকে প্রশ্নের ভূমিকা অপরিসীম। তাই, সঠিক প্রস্তুতির জন্য আপডেটেড ও পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর জানা অত্যন্ত প্রয়োজন।
এই ব্লগে আমরা 2025 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব, যা আপনাকে আসন্ন পরীক্ষাগুলোর জন্য সঠিক প্রস্তুতি নিতে সাহায্য করবে। নিয়মিত অনুশীলন ও সঠিক তথ্যভিত্তিক জ্ঞান আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। আসুন, জেনে নিই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা সকল সরকারি পরীক্ষার জন্য কার্যকরী হবে!
Important GK Question Answers for all Govt Exams 2025
1.ভাসনের সূত্র দিয়েছেন কোন বিজ্ঞানী ?
উ: আর্কিমিডিস
2. রাডার এর আবিষ্কর্তা কে ?
উ: ওয়াটসন
3. দন্ত চিকিৎসায় কোন দর্পণ ব্যবহৃত হয় ?
উ: অবতল দর্পণ
4. পাউরুটি ফোলানোর জন্য ব্যবহৃত গ্যাসটি হল ?
উ: কার্বন ডাই অক্সাইড
5. লেন্স পরিমাপের একক কি ?
উ: ডায়াপ্টার
6. জার্মান সিলভার এ কোন সংকর ধাতু থাকে ?
উ: তামা, দস্তা, নিকেল
7. মানুষের শরীরের দীর্ঘতম কোষ কোনটি ?
উ: স্নায়ু কোষ
8. কিলোওয়াট ঘন্টা কিসের একক ?
উ: শক্তি
9. তড়িৎ আধান জমা হয় যে যন্ত্রে তাকে কি বলে ?
উ: ক্যাপাসিটর
10. নিউটন এর আবিষ্কর্তা কে ?
উ: স্যাডউইক
11. দুধ থেকে দই এ পরিণত হওয়া ব্যাকটেরিয়ার নাম কি ?
উ: ল্যাকটোব্যাসিলাস
12. পেশী ও যকৃতের শক্তি সঞ্চিত রূপটি হলো ?
উ: গ্লাইকোজেন
13. কোষের আত্মঘাতী থলি নামে পরিচিত কে ?
উ: লাইসোজোম
14. শ্বসনে সহায়ক কোষ অঙ্গাণু নাম কি ?
উ: মাইট্রোকন্ডিয়া
15. প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষ অঙ্গাণু ?
উ: রাইবোজোম
16. ব্যাকটেরিয়া এর আবিষ্কারক কে ?
উ: লিউয়েন হুক
17. একটি বৃহত্তম কোষের নাম কি ?
উ: উট পাখির ডিম
18. রোদের অনোন্যক কে কি নামে পরিচিত ?
উ: পরিবাহিতা
19. সূর্য শক্তির প্রধান উৎস কি ?
উ: নিউক্লিয় সংযোজন
20. টাংস্টেন এর রাসায়নিক চিহ্ন কোনটি ?
উ: W
Important GK Question Answers 2025: Very useful for all job exam preparation