---Advertisement---

Motion and Locomotion Information – For Competitive Exams 2025 l চলন ও গমন সংক্রান্ত তথ্যাবলি – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য 2025

By Siksakul

Updated on:

Motion and Locomotion Information - For Competitive Exams
---Advertisement---

Motion and Locomotion Information: বিভিন্ন সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC, Police, Group-D) চলন ও গমন (Motion and Locomotion) সম্পর্কিত প্রশ্ন প্রায়ই আসে। পদার্থবিজ্ঞান ও জীববিদ্যার এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে বিভিন্ন নিয়ম, সূত্র ও বাস্তব উদাহরণ পরীক্ষায় বারবার পুনরাবৃত্তি হয়।

এই ব্লগে আমরা ২০২৫ সালের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চলন ও গমন সংক্রান্ত তথ্যাবলি সংকলন করেছি, যা আপনার সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। তাই, নিয়মিত চর্চা করুন এবং পরীক্ষায় সফল হোন! 📚✅🚀

Motion and Locomotion Information – For Competitive Exams 2025

➧ ইউগ্লিনার গমনাঙ্গ ফ্র্যাজেলা এবং গমন পদ্ধতি ফ্লাজেলীয় গমন।

➧ অ্যামিবার গমনাঙ্গ ক্ষণপদ এবং গমন পদ্ধতি অ্যামিবয়েড গতি।

➧ শামুকের গমনাঙ্গ মাংসল পদ এবং গমন পদ্ধতি শ্লিপিং।

➧ আরশোলার গমনাঙ্গ পা ও ডানা এবং গমন পদ্ধতি ফ্লাইং ও ওয়াকিং।

➧ টিকটিকির গমনাঙ্গা পা এবং গমন পদ্ধতি ক্রলিং।

➧ হাইড্রার গমনাঙ্গ কর্ষিকা এবং গমন পদ্ধতি লুপিং ও সমারসন্টিং।

➧ তারামাছের গমনাঙ্গ নালিপদ এবং গমন পদ্ধতি লুপিং।

➧ কেঁচোর গমনাঙ্গ সিটি এবং গমন পদ্ধতি ক্রিপিং।

➧ পাখির গমনাঙ্গা পা ও ডানা এবং গমন পদ্ধতি গ্লাইডিং।

➧ মানুষের গমনাঙ্গ পা এবং গমন পদ্ধতি দ্বিপদ গমন।

➧ মানুষের মোট অস্থিসংখ্যা 206টি (শিশুর দেহে থাকে 300-350টি) এবং করোটির অস্থিসংখ্যা 22টি।

➧ মানুষের মেরুদণ্ডের অস্থিসংখ্যা ৩৪টি।

➧ কবজা সন্ধি দেখা যায় ইট, কনুই, আঙুলে।

➧ বল ও সকেট সদ্ধি দেখা যায় কাঁধে।

➧ অস্থিসন্ধিগুলি যুক্ত থাকে লিগামেন্টের সাহায্যে।

➧ পেশি অস্থির সঙ্গে যুক্ত থাকে কন্ডরা বা টেনডনের দ্বারা।

➧ হাইপোন্যাস্টি দেখা যায় ফার্ন, কচুপাতা প্রভৃতিতে (গোটানো অবস্থা থেকে খুলে যায়)।

➧ এপিন্যাস্টি দেখা যায় ফার্ন, কচুপাতা প্রভৃতিতে (অপরিণত অবস্থায় গোটানো থাকে)।

➧ প্রকরণ চলন দেখা যায় বনচাঁড়ালে।

➧ ফোটোন্যাস্টি দেখা যায় পদ্মফুলে (দিনের আলোর তীব্রতা বাড়লে ফোটে)।

➧ থার্মোন্যাস্টি দেখা যায় টিউলিপ ফুলে (অধিক তাপে ফুল ফোটে)।

➧ স্পঞ্জ প্রাণী হলেও গমনে অক্ষম।

➧ নিকটিন্যাস্টি দেখা যায় মটরজাতীয় গাছের পাতায় (রোদের তীব্রতা বাড়লে খুলে যায়)।

➧ সিসমোন্যাস্টি দেখা যায় লজ্জাবতীর পাতায় (ম্পর্শ বা আঘাতের তীব্রতায় মুদে যায়)।

➧ ন্যুটেশন দেখা যায় বল্লীজাতীয় উদ্ভিদে (শিম, অপরাজিতা)।

➧ গমনে সক্ষম উদ্ভিদ ক্ল্যামাইডোমোনাস।

➧ বাইসেপস হল ফ্রেকসর পেশি (ঐচ্ছিক পেশি)।

➧ ট্রাইসেপস হল এক্সটেনসর পেশি (ঐচ্ছিক পেশি)।

➧ জেটগতি দেখা যায় অক্টোপাসের।

➧ সিলিয়ারি গমন দেখা যায় প্যারামিসিয়াম-এ।

➧ তিমির গমনাগ হল প্যাডেল। 


Also Read: কিছু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম পার্ট – ১


---Advertisement---

Related Post

🧠 RRB NTPC 2025 Reasoning Practice Set 03 – The Ultimate Brain-Booster!

RRB NTPC 2025 Reasoning Practice Set 03: Are you preparing for the RRB NTPC 2025 exam and feeling stuck with reasoning questions? Don’t worry — you’re not alone! Reasoning is one of the most crucial ...

🧠 RRB NTPC 2025 Reasoning Practice Set 02 – The Ultimate Brain-Booster!

RRB NTPC 2025 Reasoning Practice Set 02: Are you preparing for the RRB NTPC 2025 exam and feeling stuck with reasoning questions? Don’t worry — you’re not alone! Reasoning is one of the most crucial ...

🧠 RRB NTPC 2025 Reasoning Practice Set 01 – The Ultimate Brain-Booster!

RRB NTPC 2025 Reasoning Practice Set 01: Are you preparing for the RRB NTPC 2025 exam and feeling stuck with reasoning questions? Don’t worry — you’re not alone! ...

Important Sources of Indian Constitution 2025 l ভারতীয় সংবিধানের উৎস 2025

Sources of Indian Constitution: ভারতের সংবিধান বিশ্বের অন্যতম বিস্তৃত ও বিশদ একটি সংবিধান। এটি রচনার সময় রচয়িতারা পৃথিবীর বহু দেশের সংবিধান থেকে প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করেছিলেন। তবে, এর ...

Leave a Comment