---Advertisement---

Railway Group D Free Practice Set In Bengali 01 l রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট – ০১

By Siksakul

Updated on:

Railway Group D Free Practice Set In Bengali 01
---Advertisement---

Railway Group D Free Practice Set In Bengali 01: Railway Group D পরীক্ষায় সফল হতে গেলে নিয়মিত অনুশীলন ও সঠিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা নিয়ে এসেছি Railway Group D Free Practice Set in Bengali – ০১, যা আপনাকে পরীক্ষার জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

এই প্র্যাকটিস সেটে গণিত, রিজনিং, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে, যা সর্বশেষ পরীক্ষার প্যাটার্নের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। বাংলায় অনুশীলন করার সুবিধার ফলে পরীক্ষার্থীরা সহজেই প্রশ্ন বুঝতে ও সমাধান করতে পারবেন

🚆 Railway Group D পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে আজই প্র্যাকটিস শুরু করুন!

Railway Group D Free Practice Set In Bengali 01

  1. কমনওয়েলথ এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
  • প্যারিস
  • লন্ডন
  • ঢাকা
  • নিউ ইয়র্ক

2. The Light of Asia বইটি কে লিখেছিলেন ?

  • জয়রাম রমেশ
  • মনোজ ত্রিপাঠী
  • চেতন ভগত
  • ভুবন সাহা

3. ভারতের প্রাচীনতম স্টক মার্কেট কোনটি ?

  • বোম্বে স্টক মার্কেট
  • আমেদাবাদ স্টক মার্কেট
  • কলকাতা স্টক মার্কেট
  • হায়দ্রাবাদ স্টক মার্কেট

4. সেলিম আলী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত ?

  • রাজস্থান
  • কেরালা
  • উত্তরাখণ্ড
  • জম্বু ও কাশ্মীর

5. মহাবীর কোথায় দেহত্যাগ করেন ?

  • কুশিনগর
  • লুম্বিনি
  • পাবাপুরী
  • বৈশালী

6. তাৎক্ষনিক শক্তির জন্য একজন অ্যাথলিটকে কি দেওয়া উচিত ?

  • শর্করা
  • প্রোটিন
  • ভিটামিন
  • স্নেহ পদার্থ

7. বুলেট প্রুফ জ্যাকেটে নিম্নের কোনটি ব্যবহৃত হয় ?

  • নাইলন-66
  • টেরিলিন
  • কেভলার
  • লেক্সাস

8. বিভতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

  • নদীয়া
  • মুর্শিদাবাদ
  • উত্তর 24 পরগনা
  • দক্ষিণ 24 পরগনা

9. WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

  • প্যারিস
  • ঢাকা
  • জেনেভা
  • ফ্রান্স

10. কোষের শক্তিঘর কোনটিকে বলা হয় ?

লেন্টিসেল

জাইলেম

মাইটোকনড্রিয়া

পত্রমূল

11. নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত ?

নাইট্রাস অক্সাইড

নাইট্রিক অক্সাইড

নাইট্রোজেন

কার্বন ডাই অক্সাইড

12. ইটাই ইটাই রোগের সৃষ্টি হয় কোনটির দূষণের ফলে ?

ক্যাডমিয়াম

জল

ফসফেট

সবকটি

13. নিচের কোন প্রাণীর মুক্ত সংবহন তন্ত্র দেখা যায় ?

চিংড়ি

আরশোলা

শামুক

সবকটি

14. Food for work প্রোগ্রাম ভারতে কত সালে সূচনা করা হয়েছিল ?

1976

1975

1978

1977

15. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি ?

অ্যালুমিনিয়াম বাইকার্বনেট

সোডিয়াম বাইকার্বনেট

সোডিয়াম কার্বনেট

অ্যালুমিনিয়াম সালফেট

16. অমর্ত্য সেন অর্থনীতিতে কত সালে নোবেল পান ?

2001

1997

1998

2002

17. নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে সম্পর্কিত ?

মৎস্য উৎপাদন

দুগ্ধ উৎপাদন

তৈলবীজ উৎপাদন

কোনোটিই নয়

18. সম্প্রতি ভারতের কোন মহিলা ক্রিকেটার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ?

মনিকা প্যাটেল

মিতালী রাজ

হরমনপ্রতি কৌর

প্রিয়া পুনিয়া

19. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লোগোতে কোন পশুর পরিচয় চিহ্ন রয়েছে ?

সিংহ

বাঘ

প্যান্থার

হাতি

20. বরফে ঢাকা ঘেপান লেক কোন রাজ্যে অবস্থিত ?

সিকিম

হিমাচল প্রদেশ

মেঘালয়

মনিপুর

---Advertisement---

Related Post

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

CCRAS Recruitment 2025 Notification: The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. ...

WB SLST English 2025 Preparation: 45 Important One-Sentence Question Answers on The Lotus Eaters by Somerset Maugham

WB SLST English 2025 preparation: Preparing for the 2nd WB SLST English Exam 2025? Struggling to cover every story in your syllabus? Don’t worry! We’ve compiled 45 One-Sentence ...

WB SLST English 2025 l 50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates

50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates: If you’re preparing for WB SLST English 2025 (IX-X), mastering the short story “The Ox” by H.E. Bates is ...

🥭 List of Scientific Names of Important Fruits 2025 l গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নাম

আপনি কি জানেন যে প্রতিদিন আমরা যে ফলগুলি খাই, সেগুলিরও নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম বা Scientific Name রয়েছে? শিক্ষার্থীদের মাধ্যমিক জীববিজ্ঞান (Madhyamik Biology), প্রতিযোগিতামূলক পরীক্ষা (SSC, UPSC, WBCS, Railway, NTPC) এবং সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নামের তালিকা ২০২৫ (List of Scientific Names of Important Fruits 2025)।

Leave a Comment