---Advertisement---

Railway Group D Free Practice Set In Bengali 02 l রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট – ০২

By Siksakul

Published on:

Railway Group D Free Practice Set In Bengali 02 l রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট – ০২
---Advertisement---

Railway Group D Free Practice Set In Bengali 02: Railway Group D পরীক্ষায় সফল হতে গেলে নিয়মিত অনুশীলন ও সঠিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা নিয়ে এসেছি Railway Group D Free Practice Set in Bengali – ০২, যা আপনাকে পরীক্ষার জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

এই প্র্যাকটিস সেটে গণিত, রিজনিং, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে, যা সর্বশেষ পরীক্ষার প্যাটার্নের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। বাংলায় অনুশীলন করার সুবিধার ফলে পরীক্ষার্থীরা সহজেই প্রশ্ন বুঝতে ও সমাধান করতে পারবেন

 Railway Group D পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে আজই প্র্যাকটিস শুরু করুন! 

Railway Group D Free Practice Set In Bengali 02

  1. বংশগতির একক কি ?

RNA

DNA

ক্রোমোজোম

কোনোটিই নয়

2. RBI কত সালে জাতীয়করণ হয় ?

1948

1949

1935

1951

3. তাপ প্রয়োগে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় ?

A

B

C

K

4. একটি ট্রেন 54 কিমি/ঘন্টা গতিতে চলে ও রেল লাইনের ধারে একটি ইলেকট্রিক পোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত ?

150 মিটার

160 মিটার

170 মিটার

180 মিটার

5. পদার্থের চতুর্থ অবস্থা কোনটি ?

প্লাজমা

শুষ্ক বরফ

তরল

পারদ

6. একটি বাক্সে 5 টাকা ও 10 টাকার নোট মিলিয়ে মোট 80টি নোট ছিল। ওই বাক্সে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোট কতগুলি ছিল ?

10টি

20টি

30টি

40টি

7. 10% বার্ষিক সরল সুদের হারে 10000 কার 5 বছরের জন্য সুদ ও আসল মিলিয়ে মোট কত হবে ?

12000 টাকা

13000 টাকা

14000 টাকা

15000 টাকা

8. কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?

10

21

42

100

9. ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দেমাতরম গাওয়া হয়েছিল ?

1904

1896

1885

1917

10. স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার ?

মহাত্মা গান্ধী

বালগঙ্গাধর তিলক

লালা লাজপত রায়

অরবিন্দ ঘোষ

11. প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল ?

1950

1951

1952

1953

12. একটি সংখ্যার অনুপাত 4 : 5 তাদের গ.সা.গু 3 হলে সংখ্যা দুটির সমষ্টি কত ?

20

22

25

27

13. তুঘলক নামা কে রচনা করেন ?

কুমারগুপ্ত

সমুদ্রগুপ্ত

ধর্মপাল

আমির খসরু

14. একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার অনুপাত 2 : 3 : 7 হয় তবে ঐ বাক্সটিতে থাকা মোট মুদ্রার মূল্য কত ?

150 টাকা

168 টাকা

178 টাকা

210 টাকা

15. একটি বৃত্তাকার মাঠে পরিধি ও একটি বর্গাকার মাঠের পরিসীমা সমান। যদি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 3850 বর্গমিটার হয় তবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত ?

3025 বর্গমিটার

8065 বর্গমিটার

2025 বর্গমিটার

4025 বর্গমিটার

16. সাতপুরা কি ধরনের পর্বত ?

স্তপ পর্বত

ভঙ্গিল পর্বত

আগ্নেয় পর্বত

ক্ষয়জাত পর্বত

17. ভারতে কোথায় টোডা উপজাতি দেখতে পাওয়া যায় ?

আন্দামান

নীলগিরি

সিকিম

মনিপুর

18. কম্পিউটারের IC চিপ কি দিয়ে তৈরি হয় ?

সিলিকন

জিংক

নিকেল

জেনন

19. ভারতীয় রেল জোনের সংখ্যা কত ?

7

8

9

16

20. পোঙ্গল কোন রাজ্যের লোকনৃত্য ?

পাঞ্জাব

রাজস্থান

তামিলনাড়ু

কর্ণাটক


রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট – ০১

---Advertisement---

Related Post

Anganwadi Recruitment 2025: আবেদন প্রক্রিয়া, শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যারা অঙ্গনওয়াড়িতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ বিভিন্ন ...

CTET 2025 Notification: आवेदन शुरू, जानें परीक्षा तिथि और पूरी जानकारी

CTET 2025 Notification: केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड (CBSE) द्वारा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा (CTET) का आयोजन वर्ष में दो बार किया जाता है। इसे CTET के नाम से ...

CTET 2025 Registration: How to Apply Online?

CTET 2025 Registration: The Central Teacher Eligibility Test (CTET) 2025 is conducted by the Central Board of Secondary Education (CBSE) to determine the eligibility of candidates for teaching ...

Important GK Questions and Answers on Maratha Empire | মারাঠা সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর

১৬৭৪ সালে ছত্রপতি শিবাজি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত মারাঠা সাম্রাজ্য ১৭শ এবং ১৮শ শতাব্দীতে ভারতে একটি প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। সামরিক কৌশল, প্রশাসনিক উদ্ভাবন এবং গেরিলা যুদ্ধের জন্য ...

Leave a Comment