---Advertisement---

Railway Group D Free Practice Set In Bengali 02 l রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট – ০২

By Siksakul

Published on:

Railway Group D Free Practice Set In Bengali 02 l রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট – ০২
---Advertisement---

Railway Group D Free Practice Set In Bengali 02: Railway Group D পরীক্ষায় সফল হতে গেলে নিয়মিত অনুশীলন ও সঠিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা নিয়ে এসেছি Railway Group D Free Practice Set in Bengali – ০২, যা আপনাকে পরীক্ষার জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

এই প্র্যাকটিস সেটে গণিত, রিজনিং, সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বিষয়গুলোর গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে, যা সর্বশেষ পরীক্ষার প্যাটার্নের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। বাংলায় অনুশীলন করার সুবিধার ফলে পরীক্ষার্থীরা সহজেই প্রশ্ন বুঝতে ও সমাধান করতে পারবেন

 Railway Group D পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে আজই প্র্যাকটিস শুরু করুন! 

Railway Group D Free Practice Set In Bengali 02

  1. বংশগতির একক কি ?

RNA

DNA

ক্রোমোজোম

কোনোটিই নয়

2. RBI কত সালে জাতীয়করণ হয় ?

1948

1949

1935

1951

3. তাপ প্রয়োগে কোন ভিটামিন নষ্ট হয়ে যায় ?

A

B

C

K

4. একটি ট্রেন 54 কিমি/ঘন্টা গতিতে চলে ও রেল লাইনের ধারে একটি ইলেকট্রিক পোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত ?

150 মিটার

160 মিটার

170 মিটার

180 মিটার

5. পদার্থের চতুর্থ অবস্থা কোনটি ?

প্লাজমা

শুষ্ক বরফ

তরল

পারদ

6. একটি বাক্সে 5 টাকা ও 10 টাকার নোট মিলিয়ে মোট 80টি নোট ছিল। ওই বাক্সে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোট কতগুলি ছিল ?

10টি

20টি

30টি

40টি

7. 10% বার্ষিক সরল সুদের হারে 10000 কার 5 বছরের জন্য সুদ ও আসল মিলিয়ে মোট কত হবে ?

12000 টাকা

13000 টাকা

14000 টাকা

15000 টাকা

8. কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ?

10

21

42

100

9. ভারতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দেমাতরম গাওয়া হয়েছিল ?

1904

1896

1885

1917

10. স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার ?

মহাত্মা গান্ধী

বালগঙ্গাধর তিলক

লালা লাজপত রায়

অরবিন্দ ঘোষ

11. প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়েছিল ?

1950

1951

1952

1953

12. একটি সংখ্যার অনুপাত 4 : 5 তাদের গ.সা.গু 3 হলে সংখ্যা দুটির সমষ্টি কত ?

20

22

25

27

13. তুঘলক নামা কে রচনা করেন ?

কুমারগুপ্ত

সমুদ্রগুপ্ত

ধর্মপাল

আমির খসরু

14. একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার অনুপাত 2 : 3 : 7 হয় তবে ঐ বাক্সটিতে থাকা মোট মুদ্রার মূল্য কত ?

150 টাকা

168 টাকা

178 টাকা

210 টাকা

15. একটি বৃত্তাকার মাঠে পরিধি ও একটি বর্গাকার মাঠের পরিসীমা সমান। যদি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল 3850 বর্গমিটার হয় তবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত ?

3025 বর্গমিটার

8065 বর্গমিটার

2025 বর্গমিটার

4025 বর্গমিটার

16. সাতপুরা কি ধরনের পর্বত ?

স্তপ পর্বত

ভঙ্গিল পর্বত

আগ্নেয় পর্বত

ক্ষয়জাত পর্বত

17. ভারতে কোথায় টোডা উপজাতি দেখতে পাওয়া যায় ?

আন্দামান

নীলগিরি

সিকিম

মনিপুর

18. কম্পিউটারের IC চিপ কি দিয়ে তৈরি হয় ?

সিলিকন

জিংক

নিকেল

জেনন

19. ভারতীয় রেল জোনের সংখ্যা কত ?

7

8

9

16

20. পোঙ্গল কোন রাজ্যের লোকনৃত্য ?

পাঞ্জাব

রাজস্থান

তামিলনাড়ু

কর্ণাটক


রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট – ০১

---Advertisement---

Related Post

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01 | SBI PO 2025 ফ্রি মক টেস্ট MCQ সেট – 01

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01: SBI PO 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কার্যকরী পদক্ষেপ হল আপনার প্রস্তুতির স্তর মূল্যায়ন করা। আমাদের SBI PO ...

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams l ভারতের সংবিধান ফ্রি MCQ সেট-1

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams; ভারতীয় সংবিধান হল ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি, আইনী কাঠামো প্রতিষ্ঠা করে এবং জাতিকে শাসন ...

RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেল CBT স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট-01

 RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি) পরীক্ষা ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে একটি, যা প্রতি ...

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT স্ট্যাটিক GK প্র্যাকটিস সেট-01

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT-এর জন্য প্রস্তুতির জন্য স্ট্যাটিক জেনারেল নলেজ (GK) এর একটি শক্তিশালী উপলব্ধি প্রয়োজন, ...

Leave a Comment