---Advertisement---

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

By Siksakul

Updated on:

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02
---Advertisement---

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির জন্য প্র্যাকটিস সেট অনুশীলন করা অত্যাবশ্যক। এই পোস্টে আমরা RRB NTPC পরীক্ষার জন্য বিশেষভাবে তৈরি জিকে প্র্যাকটিস সেট বাংলা প্রদান করেছি, যা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।

এই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর গুলি আগের বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে, যা আপনাকে পরীক্ষায় ভালো স্কোর করতে সাহায্য করবে। তাই দেরি না করে এখনই প্র্যাকটিস শুরু করুন এবং পরীক্ষায় সাফল্য অর্জন করুন!

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02

  1. কে প্রথম পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট তৈরি করেন ?

ফিরোজ শাহ তুঘলক

বলবন

ইলতুৎমিস

আলাউদ্দিন খলজী

2. বেঙ্গল কেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস কে প্রতিষ্ঠা করেছিলেন ?

ডাঃ বি. সি. রায়

প্রফুল্লচন্দ্র রায়

মেঘনাথ সাহা

জগদীশচন্দ্র বসু

3. তেহরি ড্যাম কোন নদীর উপর অবস্থিত ?

অলকানন্দা

ভাগীরথী

শোন

ব্রহ্মপুত্র

4. নিচের কোনটি পেন্সিলে ব্যবহৃত হয় ?

কাঠকয়লা

সিলিকন

ফসফরাস

গ্রাফাইট

5. অতি উচ্চ তাপমাত্রা কোন যন্ত্র দ্বারা পরিমাপ করা হয় ?

পিকনোমিটার

ফোনোমিটার

ফোটোমিটার

পাইরোমিটার

6. ভারতের মানুষের অস্তিত্বের সর্বপ্রথম নির্দেশ কোথায় পাওয়া গিয়েছিল ?

নর্মদা উপত্যকা

শিবালিক পাহাড়

নীলগিরি পাহাড়

হিমালয় পাহাড়

7. 3-5% পরিমাণ যে পদার্থ দিয়ে রাবার উত্তপ্ত করার প্রক্রিয়াকে ভালকানিজেশন বলে তা হল—

গন্ধক

চুন

পটাশিয়াম পারম্যাঙ্গানেট

ন্যাপথালিন

8. ওমকারেশ্বর প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত ?

নর্মদা

তাপ্তি

চম্বল

ভীমা

9. খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় ?

জীবাণুনাশক হিসাবে

রঞ্জক দ্রব্য হিসাবে

অশুদ্ধতা দূরীকরণের জন্য

pH কমানোর জন্য

10. H²O কে সাধারণত কি বলা হয় ?

জল

সাধারণ লবণ

বেকিং সোডা

মার্স গ্যাস

11. ইউরিয়া হল গবেষণাগারে কৃত্রিম উপায়ে প্রস্তুত প্রথম জৈব যৌগ যেটি প্রস্তুত করেছিলেন—

ল্যাভয়সিয়র

বারজেলিয়াস

হোলার

পাস্তুর

12. ক্রাউন গ্লাস হল-

অপটিক্যাল গ্লাস

টাফেনভ গ্লাস

সেফটি গ্লাস

শিল্ড গ্লাস

13. নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা ?

কার্বন ডাই অক্সাইড

অক্সিজেন

অ্যামোনিয়া

ক্লোরিন

14. ছত্রাকনাশি বোর্ডো মিশ্রণ হয়—

MgSO⁴+Ca(OH)²

Mg(OH)²

CuSO⁴+NaOH

CuSO⁴+Ca(OH)²

15. কোন মুঘল রাজপুত্র ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেছিলেন ?

দারাসিকো

সুলেমান শিকো

মুরাদ

খসরু

16. কোন গ্রহটি সূর্যের নিকটতম ?

বুধ

মঙ্গল

পৃথিবী

শুক্র

17. পেট্রোলিয়ামের আগুন নেভাতে কোন ধরনের অগ্নিনির্বাপক ব্যবহার করা হয় ?

ফোম টাইপ

সোডা অ্যাসিড টাইপ

পাউডার টাইপ

কোনটিই নয়

18. জলপাইগুড়ি কোন দুটি নদীর তীরে অবস্থিত ?

তিস্তা ও জলঢাকা

তিস্তা ও করলা

জলঢাকা ও তোর্সা

তিস্তা ও রায়ডাক

19. আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয় ?

সুক্রোজ

ফ্রুকটোজ

সেলুলোজ

গ্লুকোজ

20. নিম্নের কোনটি উন্নত মান সম্পন্ন নিউক্লিয় জ্বালানি ?

ইউরেনিয়াম-238

প্লুটোনিয়াম-239

নেপচুনিয়াম-239

থোরিয়াম-236


RRB NTPC GK Practice Set in Bengali Part – 01

---Advertisement---

Related Post

WB ICDS Supervisor Recruitment 2025: অনলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ শীঘ্রই ICDS WB সুপারভাইজার নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS WB) পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সুপারভাইজার, ...

Anganwadi Recruitment 2025: আবেদন প্রক্রিয়া, শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যারা অঙ্গনওয়াড়িতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ বিভিন্ন ...

CTET 2025 Notification: आवेदन शुरू, जानें परीक्षा तिथि और पूरी जानकारी

CTET 2025 Notification: केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड (CBSE) द्वारा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा (CTET) का आयोजन वर्ष में दो बार किया जाता है। इसे CTET के नाम से ...

CTET 2025 Registration: How to Apply Online?

CTET 2025 Registration: The Central Teacher Eligibility Test (CTET) 2025 is conducted by the Central Board of Secondary Education (CBSE) to determine the eligibility of candidates for teaching ...

Leave a Comment