---Advertisement---

Selected Important GK Question Answers of Various Previous Year Exams : Very Useful for All Job Exam Preparation l বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী

By Siksakul

Published on:

---Advertisement---

সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিগত বছরের বিভিন্ন WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC, WBPSC, Police, Group-D সহ অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, অনেক প্রশ্ন বারবার পুনরাবৃত্তি হয়। তাই, ভালো প্রস্তুতির জন্য বিগত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর জানা জরুরি।

এই ব্লগে আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর সংকলন করেছি, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। নিয়মিত চর্চা করুন এবং নিশ্চিত করুন পরীক্ষায় ভালো ফলাফল! 📖🎯✅

Important GK Question Answers of Various Previous Year Exams

1.’বিষের ধোঁয়া’ উপন্যাসটি কার লেখা ?
Ans : শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

2.’শহরতলী’ উপন্যাসটি কার লেখা ?
Ans : মানিক বন্দ্যোপাধ্যায়
3.’দৃষ্টি প্রদীপ’ উপন্যাসটি কার লেখা?
Ans : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
4.’পল্লী সমাজ’ উপন্যাসটি কার লেখা ?
Ans : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
5.যোগাযোগ উপন্যাসটি কার লেখা?
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর
6.স্থূলতা সম্পর্কের ভীতি কে কি বলা হয় ?
Ans : ওবেসোফোবিয়া
7.হাসপাতালের ভীতি কে কি বলা হয় ?
Ans : নোসোকামফোবিয়া
8.বন্য পশুর থেকে ভীত হওয়া কে কি বলে ?
Ans : এগ্রিজুফোবিয়া
9.তীব্র আওয়াজের ভীতি কে কি বলা হয় ?
Ans : ফোনোফোবিয়া
10.ভালোবাসা থেকে ভীত হওয়াকে কি বলা হয় ?
Ans : ফিলোফোবিয়া
11.দুর্বাশার অভিশাপ এর চিত্রকার কে ছিলেন ?
Ans: রবি বর্মা

12.সিক্ত বসনা সুন্দরী এর চিত্রকার কে ছিলেন ?
Ans : হেমেন গাঙ্গুলী
13.পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান এর চিত্রকার কে ছিলেন?Ans: নন্দলাল বসু
14.দ্য ড্যান্স এর চিত্রকার কে ছিলেন ?
Ans : হেনরি মার্তিজ
15.বৌদ্ধ ভিক্ষুক এর চিত্রকার কে ছিলেন ?
Ans : রবীন্দ্রনাথ ঠাকুর
16.অর্ডার অফ জায়েদ কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans : সংযুক্ত আরব আমিরশাহী
17.অনন্যপুরুষ কোন দেশের সর্বোচ্চ অসামরিক
সম্মান ?
Ans: বাংলাদেশ
18.অর্ডার অফ লিওপোল্ড কোন দেশের সর্বোচ্চ
অসামরিক সম্মান ?
Ans : বেলজিয়াম
19.অর্ডার অফ মেরিট কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans : জার্মানি
20.কিং আব্দুল আজিজ পুরস্কার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans : সৌদি আরব
21.দ্য অর্ডার অব দ্য গোল্ডেন স্টার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans: ভিয়েতনাম
22.অর্ডার অফ দ্য অ্যাজটেক ঈগল কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans : মেক্সিকো
23.মুবারক আল-কবির মেডেল কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans: কুয়েত
24.দ্য অর্ডার অব ব্যানার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans: হাঙ্গেরি
25.অর্ডার অব ইসাবেল দ্য ক্যাথলিক কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ?
Ans: স্পেন

---Advertisement---

Related Post

Anganwadi Recruitment 2025: আবেদন প্রক্রিয়া, শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যারা অঙ্গনওয়াড়িতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ বিভিন্ন ...

CTET 2025 Notification: आवेदन शुरू, जानें परीक्षा तिथि और पूरी जानकारी

CTET 2025 Notification: केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड (CBSE) द्वारा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा (CTET) का आयोजन वर्ष में दो बार किया जाता है। इसे CTET के नाम से ...

CTET 2025 Registration: How to Apply Online?

CTET 2025 Registration: The Central Teacher Eligibility Test (CTET) 2025 is conducted by the Central Board of Secondary Education (CBSE) to determine the eligibility of candidates for teaching ...

Important GK Questions and Answers on Maratha Empire | মারাঠা সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর

১৬৭৪ সালে ছত্রপতি শিবাজি মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত মারাঠা সাম্রাজ্য ১৭শ এবং ১৮শ শতাব্দীতে ভারতে একটি প্রভাবশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। সামরিক কৌশল, প্রশাসনিক উদ্ভাবন এবং গেরিলা যুদ্ধের জন্য ...

Leave a Comment