---Advertisement---

Some Important GK Question Answers for all Govt Exams 2025 l কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর সকল সরকারি পরীক্ষার জন্য 2025

By Siksakul

Published on:

---Advertisement---

Some Important GK Question Answers for all Govt Exams 2025: সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, Railways, Banking, WBPSC, এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় জিকে প্রশ্নের ভূমিকা অপরিসীম। তাই, সঠিক প্রস্তুতির জন্য আপডেটেড ও পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর জানা অত্যন্ত প্রয়োজন।

এই ব্লগে আমরা 2025 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব, যা আপনাকে আসন্ন পরীক্ষাগুলোর জন্য সঠিক প্রস্তুতি নিতে সাহায্য করবে। নিয়মিত অনুশীলন ও সঠিক তথ্যভিত্তিক জ্ঞান আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। আসুন, জেনে নিই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা সকল সরকারি পরীক্ষার জন্য কার্যকরী হবে!

Some Important GK Question Answers for all Govt Exams 2025

1) গ্যালভানোমিটার কে আবিস্কার করেন ?
➫ আন্ডার মেরি আম্পিয়ার

2) চলচ্চিত্র যন্ত্র কে আবিস্কার করেন ?
➫ টমাস আলভা এডিসন

3) জলাতঙ্ক রোগের চিকিত্সা আবিস্কার করেন কে ?
➫ লুই পাস্তুর

4) জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিস্কার করেন ?
➫ লুই পাস্তুর

5) টেলিগ্রাফ কে আবিস্কার করেন ?
➫ এফ বি মোর্স 2

6) টেলিফোন কে আবিস্কার করেন ?
➫ আলেকজান্ডার গ্রাহামবেল

7) টেলিভিশন কে আবিস্কার করেন ?
➫ জন লজি বেয়ার্ড

8) টেলিস্কোপ কে আবিস্কার করেন ?
➫ হ্যান্স লিপারসি

9) ডাবল হেলিক্স DNA কে আবিস্কার করেন ?
➫ ওয়াটসন ও ক্রিক

10) ডায়নামো কে আবিস্কার করেন ?
➫ মাইকেল ফ্যারাডে

11) ডি ডি টি কে আবিস্কার করেন ?
➫ জিডলার

12) ডিজেল ইঞ্জিন কে আবিস্কার করেন ?
➫ রুডলফ

13) ডিনামাইট কে আবিস্কার করেন ?
➫ আলফ্রেড নোবেল

14) ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিস্কার করেন ?
➫ ভন ভেহরিং

15) ড্রাইসেল কে আবিস্কার করেন ?
➫ জর্জেস লেকল্যান্স

16) তড়িত্ বিশ্লেষণ কে আবিস্কার করেন ?
➫ ফ্যারাডে

17) থার্মোমিটার কে আবিস্কার করেন ?
➫ গ্যালিলিও গ্যালিলি

18) নিউট্রন কে আবিস্কার করেন ?
➫ জেমস চ্যাডউইক

19) পচন নিবারক অস্ত্রোপচার কে আবিস্কার করেন ?
➫ লিসার

20) পরম শূন্যতার স্কেল কে আবিস্কার করেন ?
➫ কেলভিন

21. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি— ৫৪টি।

22. প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়— ১৮টি।

23. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় — ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।

24. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত— ১৫ জন।

25. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল— ৯ বছর।

26. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ?— ৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)।

27. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়— সাধারণ পরিষদে।

28. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাৰর করে— ৫১টি দেশ।

29. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন — ট্রাইগভে লাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।

30. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন — ইংরেজি অথবা ফরাসি।

---Advertisement---

Related Post

WB ICDS Supervisor Recruitment 2025: অনলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ শীঘ্রই ICDS WB সুপারভাইজার নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS WB) পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সুপারভাইজার, ...

Anganwadi Recruitment 2025: আবেদন প্রক্রিয়া, শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যারা অঙ্গনওয়াড়িতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ বিভিন্ন ...

CTET 2025 Notification: आवेदन शुरू, जानें परीक्षा तिथि और पूरी जानकारी

CTET 2025 Notification: केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड (CBSE) द्वारा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा (CTET) का आयोजन वर्ष में दो बार किया जाता है। इसे CTET के नाम से ...

CTET 2025 Registration: How to Apply Online?

CTET 2025 Registration: The Central Teacher Eligibility Test (CTET) 2025 is conducted by the Central Board of Secondary Education (CBSE) to determine the eligibility of candidates for teaching ...

Leave a Comment