Some Important GK Question Answers for all Govt Exams 2025: সরকারি চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন WBCS, SSC, Railways, Banking, WBPSC, এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় জিকে প্রশ্নের ভূমিকা অপরিসীম। তাই, সঠিক প্রস্তুতির জন্য আপডেটেড ও পরীক্ষাভিত্তিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর জানা অত্যন্ত প্রয়োজন।
এই ব্লগে আমরা 2025 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব, যা আপনাকে আসন্ন পরীক্ষাগুলোর জন্য সঠিক প্রস্তুতি নিতে সাহায্য করবে। নিয়মিত অনুশীলন ও সঠিক তথ্যভিত্তিক জ্ঞান আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। আসুন, জেনে নিই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর, যা সকল সরকারি পরীক্ষার জন্য কার্যকরী হবে!
Some Important GK Question Answers for all Govt Exams 2025
1) গ্যালভানোমিটার কে আবিস্কার করেন ?
➫ আন্ডার মেরি আম্পিয়ার
2) চলচ্চিত্র যন্ত্র কে আবিস্কার করেন ?
➫ টমাস আলভা এডিসন
3) জলাতঙ্ক রোগের চিকিত্সা আবিস্কার করেন কে ?
➫ লুই পাস্তুর
4) জলাতঙ্ক রোগের প্রতিষেধক কে আবিস্কার করেন ?
➫ লুই পাস্তুর
5) টেলিগ্রাফ কে আবিস্কার করেন ?
➫ এফ বি মোর্স 2
6) টেলিফোন কে আবিস্কার করেন ?
➫ আলেকজান্ডার গ্রাহামবেল
7) টেলিভিশন কে আবিস্কার করেন ?
➫ জন লজি বেয়ার্ড
8) টেলিস্কোপ কে আবিস্কার করেন ?
➫ হ্যান্স লিপারসি
9) ডাবল হেলিক্স DNA কে আবিস্কার করেন ?
➫ ওয়াটসন ও ক্রিক
10) ডায়নামো কে আবিস্কার করেন ?
➫ মাইকেল ফ্যারাডে
11) ডি ডি টি কে আবিস্কার করেন ?
➫ জিডলার
12) ডিজেল ইঞ্জিন কে আবিস্কার করেন ?
➫ রুডলফ
13) ডিনামাইট কে আবিস্কার করেন ?
➫ আলফ্রেড নোবেল
14) ডিপথেরিয়া প্রতিষেধক কে আবিস্কার করেন ?
➫ ভন ভেহরিং
15) ড্রাইসেল কে আবিস্কার করেন ?
➫ জর্জেস লেকল্যান্স
16) তড়িত্ বিশ্লেষণ কে আবিস্কার করেন ?
➫ ফ্যারাডে
17) থার্মোমিটার কে আবিস্কার করেন ?
➫ গ্যালিলিও গ্যালিলি
18) নিউট্রন কে আবিস্কার করেন ?
➫ জেমস চ্যাডউইক
19) পচন নিবারক অস্ত্রোপচার কে আবিস্কার করেন ?
➫ লিসার
20) পরম শূন্যতার স্কেল কে আবিস্কার করেন ?
➫ কেলভিন
21. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি— ৫৪টি।
22. প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়— ১৮টি।
23. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় — ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।
24. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত— ১৫ জন।
25. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল— ৯ বছর।
26. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ?— ৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)।
27. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়— সাধারণ পরিষদে।
28. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাৰর করে— ৫১টি দেশ।
29. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন — ট্রাইগভে লাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।
30. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন — ইংরেজি অথবা ফরাসি।