WBP Constable 2025 GK MCQs Practice Set-12(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি WBP কনস্টেবল 2025 জিকে MCQ প্র্যাকটিস সেট-১৩। এই সেটে সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বাংলায় প্রদান করা হয়েছে, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।
এই সেটের মাধ্যমে আপনি ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, খেলাধুলা, এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করতে পারবেন।
WBP Constable 2025 GK MCQs Practice Set-13
১. উইলসন জোনস কোন খেলার সাথে যুক্ত?
(ক) বিলিয়ার্ডস
(খ) ফুটবল
(গ) ক্রিকেট
(ঘ) টেনিস
২. লা লিগা ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত?
(ক) টেনিস
(খ) ফুটবল
(গ) ক্রিকেট
(ঘ) ভারোত্তোলন
৩. দীপাকর্মকার কোন রাজ্যের অধিবাসী?
(ক) মহারাষ্ট্র
(খ) হরিয়ানা
(গ) মণিপুর
(ঘ) ত্রিপুরা
৪. প্রডুনোভা কোন খেলার সাথে সম্পর্কিত?
(ক) সাইক্লিং
(খ) জিমন্যাস্টিক্স
(গ) ডাইভিং
(ঘ) সাঁতার
৫. জাতীয় জল ক্রীড়া ইনস্টিটিউট কোন রাজ্যে অবস্থিত?
(ক) মহারাষ্ট্র
(খ) গোয়া
(গ) কর্ণাটক
(ঘ) আসাম
৬. কোন ভারতীয় ক্রিকেটার সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন?
(ক) মোহাম্মদ আজহারউদ্দিন
(খ) সচিন তেন্ডুলকর
(গ) সৌরভ গাঙ্গুলী
(ঘ) মহেন্দ্র সিং ধোনি
৭. কোন ফুটবল খেলোয়াড় ফিফা বিশ্বকাপ সর্বাধিকবার জিতেছেন?
(ক) পেলে
(খ) ডিয়েগো ম্যারাডোনা
(গ) জিনেদিন জিদান
(ঘ) জর্জ বেস্ট
৮. সৌরভ চৌধুরী কোন খেলার সাথে যুক্ত?
(ক) পিস্তল শুটিং
(খ) বিলিয়ার্ডস
(গ) টেবিল টেনিস
(ঘ) বক্সিং
৯. ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করা প্রথম ভারতীয় সাঁতারু কে?
(ক) শামশের খান
(খ) মিহির সেন
(গ) ব্রজেন দাস
(ঘ) বীরধাওয়াল খাড়ে
১০. হকির জাদুকর নামে কে পরিচিত?
(ক) বলবীর সিং
(খ) ধনরাজ পিল্লাই
(গ) মোহাম্মদ শাহিদ
(ঘ) মেজর ধ্যানচাঁদ
১১. রুইয়া গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?
(ক) ওয়াটার পোলো
(খ) ব্রিজ
(গ) ব্যাডমিন্টন
(ঘ) সাঁতার
১২. ক্রিকেটে ব্যাটসম্যানের পিছনে কোন ফিল্ডিং পজিশন থাকে?
(ক) মিড-উইকেট
(খ) ফার্স্ট স্লিপ
(গ) মিড অফ
(ঘ) কভার
১৩. ক্রিকেটে ‘চায়নাম্যান’ শব্দটি কোন ধরনের বোলিংকে বোঝায়?
(ক) ডানহাতি স্পিন
(খ) বামহাতি আনঅর্থোডক্স স্পিন
(গ) ফাস্ট বোলিং
(ঘ) লেগ স্পিন
১৪. এসএম গায়কোয়াড কোন ধরনের ক্রীড়াবিদ?
(ক) প্যারালিম্পিক সাঁতারু
(খ) প্যারালিম্পিক শুটার
(গ) প্যারালিম্পিক টেবিল টেনিস খেলোয়াড়
(ঘ) প্যারালিম্পিক বক্সার
১৫. ‘বার্ডি’, ‘ঈগল’ এবং ‘আলবাট্রস’ শব্দগুলি কোন খেলায় ব্যবহৃত হয়?
(ক) গল্ফ
(খ) পোলো
(গ) বেসবল
(ঘ) ফুটবল
Also Read: WBP Constable 2025 GK MCQs Practice Set-12
Answer to the WBP Constable 2025 GK MCQs Practice Set-13
১. (ক) বিলিয়ার্ডস
২. (খ) ফুটবল
৩. (ঘ) ত্রিপুরা
৪. (খ) জিমন্যাস্টিক্স
৫. (খ) গোয়া
৬. (খ) সচিন তেন্ডুলকর
৭. (ক) পেলে
৮. (ক) পিস্তল শুটিং
৯. (খ) মিহির সেন
১০. (ঘ) মেজর ধ্যানচাঁদ
১১. (খ) ব্রিজ
১২. (খ) ফার্স্ট স্লিপ
১৩. (খ) বামহাতি আনঅর্থোডক্স স্পিন
১৪. (ক) প্যারালিম্পিক সাঁতারু
১৫. (ক) গল্ফ