---Advertisement---

WBP Constable 2025 GK MCQs Practice Set-14 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-14 l প্রস্তুতির সেরা সুযোগ

By Siksakul

Published on:

WBP Constable 2025 GK MCQs Practice Set-14 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-14
---Advertisement---

WBP Constable 2025 GK MCQs Practice Set-14(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি WBP কনস্টেবল 2025 জিকে MCQ প্র্যাকটিস সেট-১৪। এই সেটে সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বাংলায় প্রদান করা হয়েছে, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।

এই সেটের মাধ্যমে আপনি ইতিহাসভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, খেলাধুলা, এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করতে পারবেন।

WBP Constable 2025 GK MCQs Practice Set-14

  1. The God of Small Things’ উপন্যাসটির লেখক কে?
    a) শশী থারুর
    b) রাস্কিন বন্ড
    c) বিক্রম সেঠ
    d) অরুন্ধতী রায়
  2. ‘মিডনাইটস চিলড্রেন’ উপন্যাসটির লেখক কে?
    a) জেন অস্টেন
    b) বিক্রম সেঠ
    c) চেতন ভগত
    d) সালমান রুশদি
  3. ‘ট্রেন টু পাকিস্তান’ উপন্যাসটির লেখক কে?
    a) খুশবন্ত সিং
    b) মুল্ক রাজ আনন্দ
    c) প্রেমচন্দ
    d) শ্রীলাল শুক্লা
  4. ‘গোদান’ উপন্যাসটির লেখক কে?
    a) ধর্মবীর ভারতী
    b) প্রেমচন্দ
    c) কমলেশ্বর
    d) শ্রীলাল শুক্লা
  5. ‘The Story of My Experiments with Truth’ আত্মজীবনীটির লেখক কে?
    a) ড. রাজেন্দ্র প্রসাদ
    b) মহাত্মা গান্ধী
    c) বিবেকানন্দ
    d) জওহরলাল নেহরু
  6. ‘অ্যানিম্যাল ফার্ম’ উপন্যাসটির লেখক কে?
    a) টমাস হার্ডি
    b) জর্জ অরওয়েল
    c) রোয়াল্ড ডাহল
    d) চার্লস ডিকেন্স
  7. ‘মালগুডি ডেজ’ উপন্যাসটির লেখক কে?
    a) চেতন ভগত
    b) রবীন্দ্রনাথ ঠাকুর
    c) বিক্রম সেঠ
    d) আর. কে. নারায়ণ
  8. The Palace of Illusions’ উপন্যাসটির লেখক কে?
    a) চিত্রা ব্যানার্জী দিবাকরুণী
    b) প্রতিভা রায়
    c) দেবী যোশীধরণ
    d) ইন্দু সুন্দরেসান
  9. ‘পিঞ্জর’ উপন্যাসটির লেখক কে?
    a) অমৃতা প্রীতম
    b) কমলেশ্বর
    c) প্রেমচন্দ
    d) শ্রীলাল শুক্লা
  10. ‘Untouchable’ উপন্যাসটির লেখক কে?
    a) মুল্ক রাজ আনন্দ
    b) প্রেমচন্দ
    c) খুশবন্ত সিং
    d) শশী থারুর
  11. ‘Waiting for a Visa’ আত্মজীবনীটির লেখক কে?
    a) ড. রাম মনোহর লোহিয়া
    b) ড. রাজেন্দ্র প্রসাদ
    c) ড. ভীমরাও আম্বেদকর
    d) ড. কমল রানাডিভ
  12. ‘রাগ দরবারী’ উপন্যাসটির লেখক কে?
    a) শ্রীলাল শুক্লা
    b) রাহুল সাংকৃত্যায়ন
    c) প্রেমচন্দ
    d) কাশীনাথ সিং
  13. ‘Poverty and Un-British Rule in India’ বইটির লেখক কে?
    a) দাদাভাই নওরোজি
    b) মহাত্মা গান্ধী
    c) জওহরলাল নেহরু
    d) বাল গঙ্গাধর তিলক
  14. ‘The Guide’ উপন্যাসটির লেখক কে?
    a) আর. কে. নারায়ণ
    b) রবীন্দ্রনাথ ঠাকুর
    c) বিক্রম সেঠ
    d) অরুন্ধতী রায়
  15. ‘The God of Small Things’ উপন্যাসটি কোন বছর প্রকাশিত হয়?
    a) 1995
    b) 1996
    c) 1997
    d) 1998

Also Read: WBP Constable 2025 GK MCQs Practice Set-13

Answers to the WBP Constable 2025 GK MCQs Practice Set-14

  1. d) অরুন্ধতী রায়
  2. d) সালমান রুশদি
  3. a) খুশবন্ত সিং
  4. b) প্রেমচন্দ
  5. b) মহাত্মা গান্ধী
  6. b) জর্জ অরওয়েল
  7. d) আর. কে. নারায়ণ
  8. a) চিত্রা ব্যানার্জী দিবাকরুণী
  9. a) অমৃতা প্রীতম
  10. a) মুল্ক রাজ আনন্দ
  11. c) ড. ভীমরাও আম্বেদকর
  12. a) শ্রীলাল শুক্লা
  13. a) দাদাভাই নওরোজি
  14. a) আর. কে. নারায়ণ
  15. c) 1997
---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment