---Advertisement---

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

By Siksakul

Published on:

WBP Constable 2025 GK MCQs Practice Set-9
---Advertisement---

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-৯। এই সেটে সাধারণ জ্ঞান (General Knowledge) সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর বাংলায় প্রদান করা হয়েছে, যা আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে।

এই সেটের মাধ্যমে আপনি ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, খেলাধুলা, এবং আন্তর্জাতিক বিষয় সম্পর্কে আপনার জ্ঞান যাচাই করতে পারবেন।

📌 কী পাবেন এই সেটে?
✔ WBP Constable পরীক্ষার সিলেবাস অনুযায়ী সাজানো প্রশ্ন
MCQ ফরম্যাটে সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
বিশদ ব্যাখ্যা, যা ধারণা স্পষ্ট করতে সাহায্য করবে
সহজ ও পরীক্ষার জন্য উপযোগী কনটেন্ট

আপনার প্রস্তুতিকে আরও জোরদার করতে প্রতিদিন চর্চা করুন এবং ভাল ফলাফল অর্জন করুন! ✅🚀

WBP Constable 2025 GK MCQs Practice Set-9

১. টেগোর সেন্টার কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • (a) ২০১০
  • (b) ২০১২
  • (c) ২০১৩
  • (d) ২০১৫

২. ভারত CITES (Convention on Trade in Endangered Species on Wild Fauna and Flora)-এ কত সালে স্বাক্ষর করে?

  • (a) ১৯৭৫
  • (b) ১৯৮০
  • (c) ১৯৮৩
  • (d) ১৯৭৬

৩. আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • (a) অস্ট্রেলিয়া
  • (b) নেপাল
  • (c) সুইজারল্যান্ড
  • (d) ভুটান

৪. IDBI (Industrial Development Bank of India)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • (a) হরিয়ানা
  • (b) মহারাষ্ট্র
  • (c) কর্ণাটক
  • (d) পশ্চিমবঙ্গ

৫. ব্যাডমিন্টন বিশ্ব ফেডারেশন (BWF)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • (a) মালয়েশিয়া
  • (b) জাপান
  • (c) সিঙ্গাপুর
  • (d) সুইজারল্যান্ড

৬. গ্লোবাল ইনোভেশন ইনডেক্স কে প্রকাশ করে?

  • (a) WEF
  • (b) INSEAD, কর্নেল ইউনিভার্সিটি, WIPO
  • (c) UNDP
  • (d) WTO

৭. আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন (ITTF)-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • (a) জাপান
  • (b) থাইল্যান্ড
  • (c) ইংল্যান্ড
  • (d) সুইজারল্যান্ড

৮. ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (NRAI) কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • (a) ১৯৫১
  • (b) ১৯৫৬
  • (c) ১৯৬৪
  • (d) ১৯৪৮

৯. ভারত জাতিসংঘে কত সালে যোগদান করে?

  • (a) মে ১৯৪৬
  • (b) ডিসেম্বর ১৯৪৫
  • (c) অক্টোবর ১৯৪৫
  • (d) ফেব্রুয়ারি ১৯৪৬

১০. পঞ্চশীল চুক্তি ভারত কার সাথে স্বাক্ষর করে?

  • (a) নেপাল
  • (b) পাকিস্তান
  • (c) চীন
  • (d) বাংলাদেশ

Also Read: 

১১. বাংলাদেশের জাতির পিতা কে?

  • (a) শেখ মুজিবুর রহমান
  • (b) আতাউর রহমান খান
  • (c) মুহাম্মদ হাবিবুর রহমান
  • (d) শেখ হাসিনা

১২. সন্দীপ সোপারকারের ‘Dance for a Cause’ উদ্যোগের লোগো কোন দেশের ডাকটিকিটে ছাপা হয়?

  • (a) নেপাল
  • (b) বাংলাদেশ
  • (c) শ্রীলঙ্কা
  • (d) ভুটান

১৩. ‘ম্যান্ডারিন’ কোন দেশের সরকারি ভাষা?

  • (a) আফগানিস্তান
  • (b) ভুটান
  • (c) শ্রীলঙ্কা
  • (d) চীন

১৪. আফগানিস্তানের সরকারি ভাষা কোনটি?

  • (a) সিংহলি
  • (b) বার্মিজ
  • (c) দারি
  • (d) জংখা

১৫. ভুটানে কোন ধর্মের অনুসারী সংখ্যা সর্বাধিক?

  • (a) হিন্দু
  • (b) ইসলাম
  • (c) বৌদ্ধ
  • (d) খ্রিস্টান

Also Read: WBP Constable 2025 GK MCQs Practice Set-8

Answers to the WBP Constable 2025 GK MCQs Practice Set-9

Here are the answers:

১. (c) ২০১৩
২. (a) ১৯৭৫
৩. (c) সুইজারল্যান্ড
৪. (b) মহারাষ্ট্র
৫. (a) মালয়েশিয়া
৬. (b) INSEAD, কর্নেল ইউনিভার্সিটি, WIPO
৭. (d) সুইজারল্যান্ড
৮. (a) ১৯৫১
৯. (c) অক্টোবর ১৯৪৫
১০. (c) চীন
১১. (a) শেখ মুজিবুর রহমান
১২. (d) ভুটান
১৩. (d) চীন
১৪. (c) দারি
১৫. (c) বৌদ্ধ

---Advertisement---

Related Post

CCRAS Recruitment 2025 Notification: Apply for 388 Group A, B & C Vacancies Including MTS & LDC

CCRAS Recruitment 2025 Notification: The Central Council for Research in Ayurvedic Sciences (CCRAS) has issued a short notification regarding 388 vacancies across Group A, B, and C posts. ...

WB SLST English 2025 Preparation: 45 Important One-Sentence Question Answers on The Lotus Eaters by Somerset Maugham

WB SLST English 2025 preparation: Preparing for the 2nd WB SLST English Exam 2025? Struggling to cover every story in your syllabus? Don’t worry! We’ve compiled 45 One-Sentence ...

WB SLST English 2025 l 50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates

50 One-Sentence Q&A from The Ox by H.E. Bates: If you’re preparing for WB SLST English 2025 (IX-X), mastering the short story “The Ox” by H.E. Bates is ...

🥭 List of Scientific Names of Important Fruits 2025 l গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নাম

আপনি কি জানেন যে প্রতিদিন আমরা যে ফলগুলি খাই, সেগুলিরও নির্দিষ্ট বৈজ্ঞানিক নাম বা Scientific Name রয়েছে? শিক্ষার্থীদের মাধ্যমিক জীববিজ্ঞান (Madhyamik Biology), প্রতিযোগিতামূলক পরীক্ষা (SSC, UPSC, WBCS, Railway, NTPC) এবং সাধারণ জ্ঞান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ ফলের বৈজ্ঞানিক নামের তালিকা ২০২৫ (List of Scientific Names of Important Fruits 2025)।

Leave a Comment