---Advertisement---

50+ Geography GK for All Competitive Exams l ৫০+ ভূগোল জিকে প্রশ্ন উত্তর: ভূগোল প্রশ্ন এবং উত্তর – প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সেরা প্রশ্নোত্তর

By Siksakul

Updated on:

50+ Geography GK for All Competitive Exams
---Advertisement---

50+ Geography GK for All Competitive Exams: ভূগোল সম্পর্কিত সাধারণ জ্ঞান (Geography GK) প্রতিযোগিতামূলক পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ জ্ঞান বিভাগে ভূগোলের প্রশ্নগুলি প্রায়ই পরীক্ষার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়, যা চাকরি প্রার্থীদের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে। বিশেষত, বিভিন্ন সরকারি চাকরি, ব্যাংক, ইউপিএসসি, রেলওয়ে, এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোলের বিষয়টি প্রায়ই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এখানে আমরা নিয়ে এসেছি ৫০টিরও বেশি গুরুত্বপূর্ণ ভূগোল সম্পর্কিত প্রশ্ন ও উত্তর, যা আপনাকে বিভিন্ন পরীক্ষায় প্রস্তুতি নিতে সহায়ক হবে। এই প্রশ্নগুলি সর্বশেষ পরীক্ষার মানদণ্ড অনুসারে সাজানো হয়েছে এবং তা আপনাকে পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে সহায়তা করবে। সুতরাং, শুরু করুন প্রস্তুতি, এবং উন্নত করুন আপনার ভূগোল জ্ঞানের দক্ষতা!

শিক্ষার্থীদের জন্য ভূগোল বিষয়ে সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর নিম্নরূপ-

প্রশ্ন: ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি?

উত্তর – থর মরুভূমি।

প্রশ্ন- ভারতের উত্তর সীমান্তে কোন পর্বতমালা অবস্থিত?

উত্তর: হিমালয় পর্বতমালা।

প্রশ্ন- ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে?

উত্তর- গুজরাট।

প্রশ্ন- বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তর – এশিয়া।

প্রশ্ন- বারাণসী শহরের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?

উত্তর: গঙ্গা নদী।

প্রশ্ন: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোথায়?

উত্তর – পোর্ট ব্লেয়ার।

প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

উত্তর – নীল নদ।

প্রশ্ন: কোন দেশকে “সূর্যোদয়ের দেশ” বলা হয়?

উত্তর – জাপান।

প্রশ্ন- কানাডার রাজধানী কী?

উত্তর – অটোয়া।

প্রশ্ন: বৃহত্তম মহাসাগর কোনটি?

উত্তর- প্রশান্ত মহাসাগর।

প্রশ্ন- মাউন্ট এভারেস্ট কোন দুটি দেশে অবস্থিত?

উত্তর- নেপাল এবং চীন (তিব্বত)।

প্রশ্ন- সবচেয়ে বেশি দ্বীপপুঞ্জের দেশ কোনটি?

উত্তর – সুইডেন।

প্রশ্ন: পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি?

উত্তর – ভ্যাটিকান সিটি।

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি?

উত্তর- সাহারা মরুভূমি।

প্রশ্ন- আমাজন রেইনফরেস্ট কোন মহাদেশে অবস্থিত?

উত্তর- দক্ষিণ আমেরিকা।

প্রশ্ন- অস্ট্রেলিয়ার রাজধানী কী?

উত্তর – ক্যানবেরা।

প্রশ্ন: পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি?

উত্তর – আন্দিজ পর্বতমালা।

প্রশ্ন: বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?

উত্তর – অ্যাঞ্জেল জলপ্রপাত (ভেনিজুয়েলা)।

প্রশ্ন- শীতলতম মহাদেশ কোনটি?

উত্তর – অ্যান্টার্কটিকা।

প্রশ্ন: কোন দেশকে “হাজার হ্রদের দেশ” বলা হয়?

উত্তর – ফিনল্যান্ড।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর – ব্রাজিল।

প্রশ্ন- ভারতের রাজধানী কী?

উত্তর – নয়াদিল্লি।

প্রশ্ন- গ্রেট ব্যারিয়ার রিফ কোন দেশে অবস্থিত?

উত্তর – অস্ট্রেলিয়া।

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?

উত্তর – গ্রিনল্যান্ড।

প্রশ্ন- বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে?

উত্তর – ইন্দোনেশিয়া।

প্রশ্ন: গঙ্গা নদী কোন মহাসাগরে মিলিত হয়েছে?

উত্তর – বঙ্গোপসাগর।

প্রশ্ন- পৃথিবীর সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান কোনটি?

উত্তর – মারিয়ানা ট্রেঞ্চ।

প্রশ্ন: আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত?

উত্তর – প্যারিস।

প্রশ্ন- কোন মহাদেশকে “অন্ধকার মহাদেশ” বলা হয়?

উত্তর: আফ্রিকা।

প্রশ্ন- ব্রাজিলের রাজধানী কী?

উত্তর: ব্রাজিলিয়া।

প্রশ্ন- বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি?

উত্তর – চীন।

প্রশ্ন: তাজমহল কোন দেশে অবস্থিত?

উত্তর: ভারত।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ কোনটি?

উত্তর – চীন।

প্রশ্ন- জাপানের রাজধানী কী?

উত্তর – টোকিও।

প্রশ্ন- মিশরে কোন নদী প্রবাহিত হয়?

উত্তর – নীল নদ।

প্রশ্ন: উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?

উত্তর – ডেনালি (পূর্বে মাউন্ট ম্যাককিনলে), আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রশ্ন- কোন শহরকে “খালের শহর” বলা হয়?

উত্তর – ভেনিস, ইতালি।

প্রশ্ন- পৃথিবীর বৃহত্তম দেশ কোনটি?

উত্তর – রাশিয়া।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটি?

উত্তর – বৈকাল হ্রদ, রাশিয়া।

প্রশ্ন- যুক্তরাজ্যের জাতীয় মুদ্রা কী?

উত্তর – পাউন্ড স্টার্লিং।

প্রশ্ন: ভারতের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত?

উত্তর – ভারত মহাসাগর।

প্রশ্ন- পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে বিভক্তকারী কাল্পনিক রেখার নাম কী?

উত্তর – প্রাইম মার্সিডিয়ান।

প্রশ্ন- বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট কোন মহাদেশে অবস্থিত?

উত্তর- দক্ষিণ আমেরিকা।

প্রশ্ন- চীনের মহাপ্রাচীর কোন দেশে অবস্থিত?

উত্তর – চীন।

প্রশ্ন: পৃথিবীর বৃহত্তম সমুদ্র কোনটি?

উত্তর- ফিলিপাইন সাগর।

আরও পড়ুন- 

ভূগোল জিকে প্রশ্ন এবং উত্তর

প্রশ্ন: ভারতের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: গঙ্গা নদী।

প্রশ্ন- পশ্চিমঘাট পর্বতমালা কোথায় অবস্থিত?

উত্তর ভারতের পশ্চিম উপকূলে।

প্রশ্ন- সুন্দরবন বদ্বীপ কোন ভারতীয় রাজ্যে অবস্থিত?

উত্তর – পশ্চিমবঙ্গ।

প্রশ্ন: ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি?

উত্তর: ইন্দিরা পয়েন্ট।

প্রশ্ন: ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি?

উত্তর – থর মরুভূমি।

প্রশ্ন- বারাণসী শহরের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে?

উত্তর: গঙ্গা নদী।

প্রশ্ন: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোথায়?

উত্তর – পোর্ট ব্লেয়ার।

প্রশ্ন- ভারতের উত্তর সীমান্তে কোন পর্বতমালা অবস্থিত?

উত্তর: হিমালয় পর্বতমালা।

প্রশ্ন- ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূলরেখা রয়েছে?

উত্তর- গুজরাট।

প্রশ্ন- সুন্দরবন বদ্বীপ কোন ভারতীয় রাজ্যে অবস্থিত?

উত্তর – পশ্চিমবঙ্গ।

প্রশ্ন: ভারতের বৃহত্তম মিঠা পানির হ্রদ কোনটি?

উত্তর – উলার হ্রদ, জম্মু ও কাশ্মীর।

---Advertisement---

Related Post

Railway NTPC Practice Set 01 in Bengali l রেলওয়ে NTPC প্র্যাকটিস সেট ০১

Railway NTPC Practice Set 01 in Bengali: রেলওয়ে NTPC গ্রাজুয়েট লেভেল পরীক্ষার নির্ধারিত সিলেবাস এবং প্রশ্নের নম্বর বিভাজনের ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্র্যাকটিস সেটটি। বিগত বছরের পরীক্ষাগুলির ...

Top 50 Chemistry GK Questions and Answers l ৫০টি রসায়ন জিকে প্রশ্নোত্তর

🧪 রসায়নের বিস্ময়কর জগতে আপনাকে স্বাগত! Top 50 Chemistry GK Questions and Answers: জ্ঞানপিপাসু ও বিজ্ঞানের কৌতূহলী অনুসন্ধানকারীদের জন্য এই যাত্রা একটি অসাধারণ অভিজ্ঞতা হতে চলেছে। আমাদের এই ...

🧪 Important Chemistry Static GK Part 03 in Bengali l প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রসায়নের গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে পর্ব ০৩

Important Chemistry Static GK Part 03 in Bengali: রসায়ন (Chemistry) এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় – যেমন SSC, RRB, UPSC, WBCS, CGL, CHSL, Railway, Banking ইত্যাদিতে জেনারেল সায়েন্স ...

Leave a Comment