---Advertisement---

Calcutta High Court Translator Recruitment l কলকাতা হাইকোর্টে ট্রান্সলেটর পদে নিয়োগ: প্রতি মাসে বেতন ৫০,০০০ টাকা!

By Siksakul

Published on:

---Advertisement---

Calcutta High Court Translator Recruitment: সরকারি আদালতে চাকরির সুবর্ণ সুযোগ আবারও এসে গেছে চাকরিপ্রার্থীদের জন্য। এবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে পশ্চিমবঙ্গ জুডিসিয়াল সার্ভিস (WBJS)-এর মাধ্যমে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। এই পদে নিয়োগ পাওয়ার পর কত বেতন পাবেন? আবেদন প্রক্রিয়া কী? এবং কী ধরনের কাজ করতে হবে? এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে অবশ্যই পড়তে হবে আজকের প্রতিবেদনটি। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে Siksakul-এর পক্ষ থেকে নিয়োগ সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

পদের নাম- ট্রান্সলেটর।
শূন্যপদের সংখ্যা- ৪ টি।

মাসিক বেতন: যে সমস্ত ব্যক্তি উল্লেখিত পদে কর্মী হিসাবে নিযুক্ত হবেন, তাদের প্রতি মাসে ৫০,০০০/- টাকা বেতন প্রদান করা হবে। এর পাশাপাশি সরকারি কর্মচারী হিসাবে একাধিক সুযোগ-সুবিধাও পাবেন নিযুক্ত কর্মীরা। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই কলকাতা উচ্চ আদালতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে।

আবেদনের যোগ্যতা:

  1. আবেদনকারীদের অবশ্যই আইনি বিভাগের অবসরপ্রাপ্ত ব্যক্তি হতে হবে।
  2. যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, এমন ব্যক্তিরা এই পদে আবেদন জানাতে পারবেন।
  3. কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক।
  4. চাকরিপ্রার্থীদের জন্য কোনো উচ্চতর বয়সসীমা নির্দিষ্ট করা হয়নি। উপরে উল্লেখিত যোগ্যতাগুলি থাকলেই আবেদন জানানো যাবে।

নিয়োগ পদ্ধতি: চাকরিপ্রার্থীদের আবেদনপত্রের ভিত্তিতে সামনাসামনি কথোপকথনের মাধ্যমে যোগ্য প্রার্থীদের এই পদে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা www.calcuttahighcourt.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিতে হবে। এরপর একটি নির্দিষ্ট ফরম্যাটে অফলাইন আবেদনপত্র লিখে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র অবশ্যই ১৮/০৩/২০২৫ তারিখের মধ্যে জমা দিতে হবে।

আবেদনের ঠিকানা:
Registrar (Recruitment & Management),
High Court, Appellate Side, Calcutta,
New Administrative Block, High Court, Calcutta,
New Secretariat Building, Block ‘B’, 6th Floor,
1, Kiran Shankar Ray Road, B.B.D. Bag, Kolkata-700 001

গুরুত্বপূর্ণ তথ্যঃ প্রতিটি চাকরিপ্রার্থীর আবেদন পত্রে নিজের পূর্ণ নাম, পিতা বা স্বামীর নাম, জন্ম তারিখ, অবসর গ্রহণের দিন ও সময়, ঠিকানা ইত্যাদি সমস্ত কিছু উল্লেখ করতে হবে। এই বিষয়ে সমস্ত তথ্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Read Also: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে নিয়োগ ২০২৫: আবেদন করার জন্য কী যোগ্যতা প্রয়োজন?

প্রার্থীরা এখানে দেওয়া লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারেন। দৈনিক চাকরির আপডেট পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে www.siksakul.com নিয়মিত ভিজিট করুন।

---Advertisement---

Related Post

WB ICDS Supervisor Recruitment 2025: অনলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ শীঘ্রই ICDS WB সুপারভাইজার নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS WB) পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সুপারভাইজার, ...

Anganwadi Recruitment 2025: আবেদন প্রক্রিয়া, শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যারা অঙ্গনওয়াড়িতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ বিভিন্ন ...

CTET 2025 Notification: आवेदन शुरू, जानें परीक्षा तिथि और पूरी जानकारी

CTET 2025 Notification: केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड (CBSE) द्वारा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा (CTET) का आयोजन वर्ष में दो बार किया जाता है। इसे CTET के नाम से ...

CTET 2025 Registration: How to Apply Online?

CTET 2025 Registration: The Central Teacher Eligibility Test (CTET) 2025 is conducted by the Central Board of Secondary Education (CBSE) to determine the eligibility of candidates for teaching ...

Leave a Comment