---Advertisement---

India Post Payments Bank Recruitment 2025 l ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকে নিয়োগ ২০২৫: আবেদন করার জন্য কী যোগ্যতা প্রয়োজন?

By Siksakul

Updated on:

---Advertisement---

India Post Payments Bank Recruitment 2025: ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আবারও কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি ভারতের প্রতিটি রাজ্যের গ্রাজুয়েট চাকরিপ্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ।

আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে —

কোন পদে নিয়োগ করা হবে?
আবেদনের জন্য কী কী যোগ্যতা প্রয়োজন?
মাসিক বেতন কত হবে?
কীভাবে আবেদন করতে হবে?

নিয়োগের বিস্তারিত তথ্য

পদের নাম
➡️ সার্কেল বেসড এক্সিকিউটিভ (Circle Based Executive)

শূন্যপদের সংখ্যা
➡️ মোট শূন্যপদ: ৫১টি

বয়স সীমা
➡️ আবেদনকারীর বয়স ন্যূনতম ২১ বছর থেকে সর্বাধিক ৩৫ বছর হওয়া আবশ্যক। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা
➡️ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। তবে সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দারা অগ্রাধিকার পাবেন।

মাসিক বেতন
➡️ নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে ₹৩০,০০০/- টাকা বেতন প্রদান করা হবে। পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি
➡️ শুধুমাত্র একাডেমিক রেজাল্টের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নিয়োগ করা হবে।

কাজের স্থান
➡️ ভারতের বিভিন্ন রাজ্যের ডাক বিভাগের শাখায় নিয়োগ হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইন মাধ্যমে IPPB-এর অফিসিয়াল ওয়েবসাইটে ➡️ ippbonline.com-এ গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে হবে।

📌 আবেদন ফি:
🔹 SC/ST/PWD প্রার্থীদের জন্য: ₹১৫০/-
🔹 অন্যান্য প্রার্থীদের জন্য:৭৫০/-

আবেদনের শেষ তারিখ
➡️ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২১/০৩/২০২৫

👉 যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। তাই দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন!

ইন্ডিয়ান ওয়েল কোয়ালিটি কন্ট্রোল অফিসার নিয়োগ ২০২৫: জেনে নিন যোগ্যতা ও আবেদনের বিস্তারিত

Also Read: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ৪৪ | ICDS Practice Set 2024

If you love Bengali quotes, poem and story visit @ www.raateralo.com

---Advertisement---

Related Post

WB ICDS Supervisor Recruitment 2025: অনলাইনে আবেদন করুন

পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগ শীঘ্রই ICDS WB সুপারভাইজার নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস (ICDS WB) পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সুপারভাইজার, ...

Anganwadi Recruitment 2025: আবেদন প্রক্রিয়া, শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক খুব শীঘ্রই অঙ্গনওয়াড়ি নিয়োগ ২০২৫ সম্পর্কিত অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে। যারা অঙ্গনওয়াড়িতে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ, কারণ বিভিন্ন ...

CTET 2025 Notification: आवेदन शुरू, जानें परीक्षा तिथि और पूरी जानकारी

CTET 2025 Notification: केंद्रीय माध्यमिक शिक्षा बोर्ड (CBSE) द्वारा केंद्रीय शिक्षक पात्रता परीक्षा (CTET) का आयोजन वर्ष में दो बार किया जाता है। इसे CTET के नाम से ...

CTET 2025 Registration: How to Apply Online?

CTET 2025 Registration: The Central Teacher Eligibility Test (CTET) 2025 is conducted by the Central Board of Secondary Education (CBSE) to determine the eligibility of candidates for teaching ...

Leave a Comment