---Advertisement---

Indian Constitution Question Answers. Very Important for all Job Exams 2025 l ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর । সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ

By Siksakul

Published on:

---Advertisement---

Indian Constitution Question Answers: ভারতীয় সংবিধান হল দেশের সর্বোচ্চ আইন, যা ভারতের শাসনব্যবস্থা, মৌলিক অধিকার এবং আইনি কাঠামো নির্ধারণ করে। সরকারি চাকরির পরীক্ষার জন্য সংবিধান সম্পর্কিত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে UPSC, SSC, WBCS, WBPSC, RRB NTPC, ব্যাংকিং, রেলওয়ে ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য।

এই ব্লগে আমরা ২০২৫ সালের সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সংবিধান ভিত্তিক প্রশ্ন ও উত্তর শেয়ার করেছি, যা আপনাকে পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করবে। এখানে আপনি সংবিধানের মূল বিষয়, মৌলিক অধিকার, সাংবিধানিক সংশোধনী, কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ নিয়ে বিস্তারিত জানতে পারবেন।

আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে এই প্রশ্নোত্তর গুলি নিয়মিত অনুশীলন করুন। সঠিক পরিকল্পনা ও অধ্যবসায়ই আপনাকে সাফল্যের পথে এগিয়ে নেবে! ✅🚀

Indian Constitution Question Answers. Very Important for all Job Exams 2025

1. ভারতের সংবিধান কে রচনা করেন?
উ: ডঃ বি আর আম্বেদকর

2. গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
উ: ড. সচ্চিদানন্দ সিনহা

3. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ?
উ: ডঃ রাজেন্দ্র প্রসাদ

4. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে?
উ: ডঃ বি আর আম্বেদকর

5. সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আমেরিকা

6. ভারতের সংবিধান কবে গৃহীত হয় ?
উ: 1949 সালের 26 নভেম্বর

7. ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?
উ: 1950 সালের 26 জানুয়ারী ।

8. ভারতের সংবিধান কতবার সংশোধন হয়েছে ?
উ: 104 বার

9 ভারতীয় সংবিধানের জনক কে ?
উ: ডঃ বি আর আম্বেদকর

10. ভারতীয় সংবিধানের ধারনা কে দেন ?
উ: এম .এন.রায়

11. প্রথম সংবিধান সংশোধন হয় কত সালে ?
উ: 1951 সালে – ভূমি ও রাজস্ব

12. রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে ?
উ: 30 বছর

13. লোকসভার সদস্য হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হয় ?
উ: 25 বছর ।

14. রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হয়?
উ: কমপক্ষে 35 বছর

15. উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে?
উ: কমপক্ষে 35 বছর

16. অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় উল্লেখিত আছে ?
উ: 17 নম্বর ধারায়

17. কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেয় ?
উ: 65 বছর বয়সে

18 পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন
রাজ্যে ?
উ: রাজস্থান

19. সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কত নম্বর ধারাকে ?
উ: 32 নম্বর ধারা কে

20. সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আমেরিকা

21. সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: সোভিয়েত রাশিয়া ।

22. সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: দক্ষিণ আফ্রিকা

23. সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: আয়ারল্যান্ড

24. সংবিধানের রাষ্টপতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উ: ব্রিটেন

25. অর্থবিল কখনো উত্থাপিত হয় না কোথায় ?
উ: রাজ্যসভায় 


ভারতীয় সংবিধান MCQ পর্ব ০৭


---Advertisement---

Related Post

50 Popular English Proverbs for All Competitive Exams

Proverbs are short, wise sayings that convey practical truths and lessons. In competitive exams like SSC, UPSC, Banking, Railway, and State PSC, English proverbs often appear in the ...

Website Designing Multiple Choice Questions and Answers for Competitive Exams

Website designing is a crucial aspect of modern digital technology, playing a key role in user experience, branding, and online presence. Whether you are preparing for competitive exams, ...

Railway RRB NTPC 2025 UG Level Practice Set-5 | CBT পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন

ভারতীয় রেলওয়ের বিভিন্ন পদে নিয়োগের জন্য Railway Recruitment Board (RRB) Non-Technical Popular Categories (NTPC) পরীক্ষা অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় ...

Reasoning Practice Set 2 for All Competitive Exams l রিজনিং প্র্যাকটিস সেট ২ – সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

রিজনিং (Reasoning) বা যুক্তিবিদ্যা প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের বিশ্লেষণ ক্ষমতা, যৌক্তিক চিন্তাভাবনা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা পরীক্ষা করে। SSC, UPSC, ব্যাংক, রেলওয়ে, WBCS, PSC, ...

Leave a Comment