---Advertisement---

Railway Group- D Previous year question in Bengali Set – 2 l রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্ন

By Siksakul

Updated on:

Railway Group- D Previous year question in Bengali
---Advertisement---

Railway Group- D Previous year question in Bengali Set – 2: রেলওয়ে গ্ৰুপ-ডি অনলাইনে আবেদন শুরু! পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্ন সংগ্রহ করুন। ভারতীয় রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র আবেদন করলেই হবে না, সফল হতে হলে নিতে হবে সঠিক প্রস্তুতি। পরীক্ষায় ভালো স্কোর করার জন্য বিগত বছরের প্রশ্নপত্র (Previous Year Question Papers) অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো আপনাকে প্রশ্নের ধরণ, প্যাটার্ন ও গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে স্পষ্ট ধারণা দেবে।

আজকের এই পোস্টে রেলওয়ে গ্ৰুপ-ডি বিগত বছরের প্রশ্নপত্র আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে। পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের সুবিধার জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশিত প্রশ্নপত্র গুলি সহজেই সংগ্রহ করতে পারবেন।

Railway Group- D Previous year question in Bengali Set – 2

RRB Group-D Selection Process 2025 | সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়া

রেলওয়ে গ্রুপ-ডি ২০২৫ নিয়োগ প্রক্রিয়া চারটি ধাপে সম্পন্ন হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা (CBT) থেকে শুরু করে শারীরিক পরীক্ষা (PET), নথি যাচাই (Document Verification) এবং মেডিকেল টেস্ট উত্তীর্ণ হতে হবে।

🔹 Step-1: কম্পিউটার বেস্ড টেস্ট (CBT)
প্রথম ধাপে Computer-Based Test (CBT) নেওয়া হবে, যেখানে গণিত, সাধারণ বিজ্ঞান, রিজনিং ও কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ক প্রশ্ন থাকবে।

🔹 Step-2: ফিজিকাল এফিশিয়েন্সি টেস্ট (PET)
CBT উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক দক্ষতা পরীক্ষা (PET) দিতে হবে। এতে দৌড়, ভার উত্তোলন ইত্যাদি কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

🔹 Step-3: ডকুমেন্ট ভেরিফিকেশন (DV)
PET পাশ করা প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে।

🔹 Step-4: মেডিকেল টেস্ট
নথি যাচাইয়ের পর চূড়ান্ত মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, যেখানে প্রার্থীদের শারীরিক ও দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে।

এই চারটি ধাপে উত্তীর্ণ হলে প্রার্থীরা চূড়ান্তভাবে নিয়োগ পাবেন। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করুন! 🚆📚

Railway Group D Exam Pattern 2025 in Bengali

রেলওয়ে গ্রুপ- ডি সিলেবাস 2025
জেনারেল সাইন্স25 নম্বর
গণিত25 নম্বর
রিজনিং30 নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স20 নম্বর
Total Marks100

রেলওয়ে গ্ৰুপ- ডি বিগত বছরের প্রশ্নোত্তর (Set- 2)

1) ___ ভারতে মহাত্মা গান্ধীজির প্রথম সফল সত্যাগ্রহ ছিল।
[A] খেদা
[B] বারদৌলি
[C] চম্পারণ
[D] লবণ মার্চ

উত্তরঃ চম্পারণ

2) এদের মধ্যে কোনটি ফতেপুর সিক্রির একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নয়?
[A] বুলন্দ দরওয়াজা
[B] ইবাদত খানা
[C] গোল গম্বুজ
[D] পঞ্চমহল

উত্তরঃ গোল গম্বুজ

3) ওখলা বার্ড আশ্রয়স্থল কোথায় অবস্থিত?
[A] হিমাচল প্রদেশ
[B] NCR অঞ্চল
[C] হরিয়ানা
[D] পাঞ্জাব

উত্তরঃ NCR অঞ্চল

4) __ টুথপেস্টের উপাদান নয়।
[A] ফ্লোরাইড
[B] সোডিয়াম কার্বোনেট
[C] ক্যালসিয়াম কার্বোনেট
[D] ম্যাগনেসিয়াম কার্বোনেট

উত্তরঃ সোডিয়াম কার্বোনেট

5) বিখ্যাত সোমনাথ মন্দির অবস্থিত—
[A] তামিলনাড়ু
[B] উত্তর প্রদেশ
[C] গুজরাট
[D] রাজস্থান

উত্তরঃ গুজরাট

আরও পড়ুনঃ 

6) ভ্যাকুয়াম এ আলোর গতিকে একটি মাধ্যম দিয়ে প্রবেশ করলে সেই আলোর গতির অনুপাতকে বলা হয়—
[A] প্রতিক্ষেপক সূচক
[B] প্রতিসারঙ্ক সূচক
[C] মেডভ্যাক ইনডেক্স
[D] এয়ার কোয়ালিটি ইনডেক্স

উত্তরঃ প্রতিসরাঙ্ক সূচক

7) প্রথম ভারতীয় মহাকাশযান যেটা __ প্রয়াসে মঙ্গল কক্ষপথে প্রবেশ করে।
[A] প্রথম
[B] দ্বিতীয়
[C] তৃতীয়
[D] চতুর্থ

উত্তরঃ প্রথম

8) __ কার্বনের একটি রুপ নয়।
[A] হীরা
[B] সিলিকন
[C] ফুলারিন
[D] গ্রাফাইট

উত্তরঃ সিলিকন

9) __ এক্সচেঞ্জার প্রবাহের একটি প্রকার নয়।
[A] রেখন প্রবাহ
[B] সংখায়ক প্রবাহ
[C] সমান্তরাল প্রবাহ
[D] শ্রেণীবদ্ধ প্রবাহ

উত্তরঃ শ্রেণীবদ্ধ প্রবাহ

10) নিম্নলিখিত কোনটি ভারতের একটি লোকনৃত্য নয়।
[A] মোহিনীঅট্টম
[B] লাভনি
[C] কালবেলিয়া
[D] রউফ

উত্তরঃ মোহিনীঅট্টম

11) কোনটি নেপালের প্রধান গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের অংশ নয়?
[A] তরাই
[B] হিলস
[C] ডেকান
[D] পর্বতমালা

উত্তরঃ ডেকান

12) কন্টাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কি দিয়ে?
[A] টেফলন
[B] হাইড্রোজেল
[C] নাইলন
[D] মাইকা

উত্তরঃ হাইড্রোজেল

13) 15 শতকে, কোন খেলাটিকে বাবর ভারতের জনপ্রিয় করেছিলেন?
[A] গলফ
[B] পোলো
[C] কাবাডি
[D] ক্যারাটে

উত্তরঃ পোলো

14) গুরগাঁয়ে শুরু হওয়া প্রথম নারী চালিত দুই চাকার গণপরিবহন সেবাকে __ বলা হয়।
[A] বিক্সি ব্লু
[B] বিক্সি পিঙ্ক
[C] বিক্সি গ্রীন
[D] বিক্সি রেড

উত্তরঃ বিক্সি পিঙ্ক

join Telegram

15) ভারতের প্রথম ব্যাংক কোনটি?
[A] রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[B] স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[C] সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
[D] ব্যাঙ্ক অফ হিন্দুস্তান

উত্তরঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান

---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment