WB ANM GNM 2025 Practice Set 2 in Bengali: স্বাস্থ্য পরিষেবার জগতে একজন নার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ANM (Auxiliary Nurse Midwifery) ও GNM (General Nursing and Midwifery) কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি একটি চ্যালেঞ্জ। তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি WB ANM GNM 2025 Practice Set 2 in Bengali, যাতে তোমরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রস্তুত হতে পারো।
WB ANM GNM 2025 Practice Set 2 in Bengali
🧠 মানব দেহ ও স্বাস্থ্যবিজ্ঞান (Human Body & Physiology)
1. দেহে অতিরিক্ত গ্লুকোজ জমা থাকে কোন রূপে?
ক. ইনসুলিন
খ. স্টার্চ
গ. গ্লাইকোজেন ✅
ঘ. অ্যামিনো অ্যাসিড
2. দেহে কোন অঙ্গ ডিটক্সিফিকেশনের কাজ করে?
ক. বৃক্ক
খ. যকৃত ✅
গ. ফুসফুস
ঘ. পাকস্থলী
3. হৃৎপিণ্ড প্রতি মিনিটে গড়ে কতবার স্পন্দিত হয়?
ক. ৫০ বার
খ. ৬০–১০০ বার ✅
গ. ১২০ বার
ঘ. ২০০ বার
4. হরমোন কোন গ্রন্থি নিঃসরণ করে?
ক. অক্সিজেন গ্রন্থি
খ. গ্রন্থিযুক্ত কোষ ✅
গ. রক্তকণিকা
ঘ. স্নায়ু
5. মায়ের দুধে কোন রোগ প্রতিরোধকারী উপাদান থাকে?
ক. গ্লুকোজ
খ. প্রোটিন
গ. ইমিউনোগ্লোবুলিন ✅
ঘ. ক্যালসিয়াম
🧪 সাধারণ বিজ্ঞান (General Science)
6. পানি ফুটে ওঠে কত ডিগ্রি সেলসিয়াসে?
ক. ৯০°C
খ. ১০০°C ✅
গ. ১১০°C
ঘ. ১২০°C
7. মানবদেহে সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি?
ক. বাইসেপ
খ. জিহ্বা ✅
গ. পেশি গোষ্ঠী
ঘ. বুকের পেশি
8. ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়?
ক. বৃক্ক
খ. অগ্ন্যাশয় ✅
গ. পাকস্থলী
ঘ. লিভার
9. রক্তে কোন উপাদান রক্তজমাট বাঁধাতে সাহায্য করে?
ক. প্লেটলেট ✅
খ. হিমোগ্লোবিন
গ. প্লাজমা
ঘ. WBC
10. কোনো ইনজেকশনের মাধ্যমে জীবাণুকে নিষ্ক্রিয় করে রোগ প্রতিরোধ করা হয়, একে বলে –
ক. থেরাপি
খ. টিকা ✅
গ. অ্যান্টিবায়োটিক
ঘ. সিরাম
📘 সাধারণ জ্ঞান (General Knowledge)
11. WHO প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে?
ক. ১৯৪৫
খ. ১৯৪৬
গ. ১৯৪৮ ✅
ঘ. ১৯৫০
12. ‘নার্স দিবস’ পালিত হয় –
ক. ১২ মে ✅
খ. ৭ এপ্রিল
গ. ১ ডিসেম্বর
ঘ. ২০ জুন
13. ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কে?
👉 (এই উত্তর সময় অনুযায়ী আপডেট করতে হবে)
14. কোনটি ভারতের প্রথম মেডিকেল কলেজ?
ক. AIIMS দিল্লি
খ. ক্যালকাটা মেডিকেল কলেজ ✅
গ. জওহরলাল মেডিকেল
ঘ. সিএমসি ভেলোর
15. জন্মনিয়ন্ত্রণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. অ্যান্টাসিড
খ. কনডোম ✅
গ. ইনহেলার
ঘ. টনিক
16. রক্তে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন ডাই অক্সাইড ✅
ঘ. হাইড্রোজেন
17. কোন রোগে ইনসুলিন হরমোনের ঘাটতি দেখা যায়?
ক. ক্যান্সার
খ. ডায়াবেটিস ✅
গ. টাইফয়েড
ঘ. অ্যাজমা
18. গর্ভবতী মায়ের জন্য সবচেয়ে উপযুক্ত পুষ্টি উপাদান কোনটি?
ক. সোডিয়াম
খ. ভিটামিন D
গ. আয়রন ✅
ঘ. জিঙ্ক
19. শিশুর জন্মের পর প্রথম টিকা কোনটি দেওয়া হয়?
ক. BCG ✅
খ. OPV
গ. DPT
ঘ. Measles
20. “ফ্লোরেন্স নাইটিঙ্গেল” কোন যুদ্ধের সময় সেবিকার দায়িত্ব পালন করেন?
ক. বিশ্বযুদ্ধ ১
খ. বিশ্বযুদ্ধ ২
গ. ক্রিমিয়ান যুদ্ধ ✅
ঘ. ফরাসি বিপ্লব
You may also like: পড়াশোনার গুরুত্ব নিয়ে ৫০টি অনুপ্রেরণামূলক উক্তি