---Advertisement---

🩺 WB ANM GNM 2025 Practice Set 4 in Bengali | এএনএম জিএনএম প্রস্তুতি সেট ৪

By Siksakul

Published on:

---Advertisement---

WB ANM GNM 2025 Practice Set 4 in Bengali: স্বাস্থ্য পরিষেবার জগতে একজন নার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ANM (Auxiliary Nurse Midwifery) ও GNM (General Nursing and Midwifery) কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি একটি চ্যালেঞ্জ। তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি WB ANM GNM 2025 Practice Set 4 in Bengali, যাতে তোমরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রস্তুত হতে পারো।


WB ANM GNM 2025 Practice Set 4 in Bengali

🧠 মানবদেহ ও শারীরবৃত্তীয় প্রশ্ন (Human Body & Physiology)

1. দেহে ইনসুলিন হরমোন নিঃসরণ করে কোন অঙ্গ?
ক. অগ্ন্যাশয় ✅
খ. যকৃত
গ. হৃদপিণ্ড
ঘ. কিডনি

2. দেহে লোহিত কণিকা তৈরির স্থান কোথায়?
ক. কিডনি
খ. অস্থিমজ্জা ✅
গ. হৃদপিণ্ড
ঘ. ফুসফুস

3. নিউরন কী?
ক. পেশি
খ. হাড়
গ. স্নায়ুকোষ ✅
ঘ. রক্তকণিকা

4. মানুষের শরীরে সবচেয়ে শক্ত হাড় কোনটি?
ক. হাঁটুর হাড়
খ. উরুর হাড় ✅
গ. বাহুর হাড়
ঘ. কাঁধের হাড়

5. চোখের রেটিনা কোন ধরনের কোষ ধারণ করে?
ক. শ্বেত কণিকা
খ. শঙ্কু ও দণ্ডাকার কোষ ✅
গ. স্নায়ুকোষ
ঘ. হাড়কোষ

💉 চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা (Health & Medical Awareness)

6. একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতি মিনিটে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের হার কত?
ক. ৮-১০ বার
খ. ১২-১৬ বার ✅
গ. ২০-২৫ বার
ঘ. ৩০-৩৫ বার

7. পোলিও প্রতিরোধে কোন টিকা ব্যবহৃত হয়?
ক. BCG
খ. OPV ✅
গ. MMR
ঘ. DPT

8. শিশুদের জন্য প্রথম টিকাটি কবে দেওয়া হয়?
ক. জন্মের পরে ✅
খ. ১ মাস পর
গ. ৬ মাস পর
ঘ. ১ বছর পর

9. রোগ প্রতিরোধ ক্ষমতাকে কী বলা হয়?
ক. হজম ক্ষমতা
খ. ইমিউনিটি ✅
গ. রক্তচাপ
ঘ. পুষ্টি

10. ডায়রিয়া হলে কী করতে হবে?
ক. বেশি খাওয়া
খ. কোল্ড ড্রিংক খাওয়া
গ. ওআরএস সলিউশন খাওয়া ✅
ঘ. কিছুই না খাওয়া

🧬 ANM GNM 2025 Practice Set 4

11. মানবদেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
ক. থাইরয়েড
খ. লিভার ✅
গ. অগ্ন্যাশয়
ঘ. কিডনি

12. হিমোগ্লোবিনের প্রধান কাজ কী?
ক. হজমে সাহায্য করা
খ. রোগ প্রতিরোধ
গ. অক্সিজেন পরিবহন ✅
ঘ. রক্ত জমাট বাঁধানো

13. থ্যালাসেমিয়া কী ধরনের রোগ?
ক. ভাইরাল
খ. ব্যাকটেরিয়াল
গ. রক্তের রোগ ✅
ঘ. স্নায়ুর রোগ

14. মানুষের রক্তের রং লাল হওয়ার কারণ কী?
ক. প্লাজমা
খ. হিমোগ্লোবিন ✅
গ. শ্বেত কণিকা
ঘ. হরমোন

15. শিশুর জন্মের পরে কত সময়ের মধ্যে মাতৃদুগ্ধ খাওয়ানো উচিত?
ক. ১ ঘন্টার মধ্যে ✅
খ. ৬ ঘন্টার মধ্যে
গ. ২৪ ঘন্টার মধ্যে
ঘ. ৩ ঘন্টার মধ্যে

16. রোগ প্রতিরোধে ভিটামিন সি কোন ফল থেকে সহজে পাওয়া যায়?
ক. আপেল
খ. লেবু ✅
গ. কলা
ঘ. আঙ্গুর

17. অ্যাসপিরিন কোন রোগে ব্যবহৃত হয়?
ক. উচ্চ রক্তচাপ
খ. মাথাব্যথা ✅
গ. ডায়রিয়া
ঘ. হাঁপানি

18. মানবদেহে কটি কিডনি থাকে?
ক. একটি
খ. দুটি ✅
গ. তিনটি
ঘ. চারটি

19. ডায়াবেটিস রোগে কোন হরমোন কম থাকে?
ক. অ্যাড্রেনালিন
খ. ইনসুলিন ✅
গ. এস্ট্রোজেন
ঘ. টেস্টোস্টেরন

20. শিশুর ওজন জন্মের পর প্রথম ছয় মাসে গড়ে কতটুকু বাড়ে?
ক. দ্বিগুণ ✅
খ. তিনগুণ
গ. চারগুণ
ঘ. অর্ধেক

Read More : ANM GNM 2025 Practice Set 3 in Bengali

আমাদের জীবনে অধ্যবসায়ের গুরুত্ব কতটুকু ৩০টি অধ্যবসায় ও কঠোর পরিশ্রম নিয়ে অনুপ্রেরণামূলক উক্তিমাধ্যমে আপনি সহজেই উপলব্ধি করতে পারবেন

---Advertisement---

Related Post

SSC CHSL, SLST, WBCS History Special: 100 Questions on German Nazism with Answers | জার্মান নাৎসিবাদ সম্পর্কে ১০০টি প্রশ্ন ও উত্তর

Questions on German Nazism with Answers: সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে SSC CHSL, SLST ও WBCS-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ইতিহাসের মধ্যে জার্মানির নাৎসিবাদ ...

SSC CHSL 2025 Practice Set 3 – Solve Important Questions in GK, English & Reasoning each part 20 questions

SSC CHSL 2025 Practice Set 3: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

📘 SSC CHSL 2025 Practice Set 2 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 2: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

✳️ SSC CHSL, SLST, WBCS History Special: 50 MCQs on World War II and United Nations l দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) – ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

50 MCQs on World War II and United Nations: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) সম্পর্কিত প্রশ্নোত্তর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে SSC CHSL, ...

Leave a Comment