স্বাস্থ্য পরিষেবার জগতে একজন নার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ANM (Auxiliary Nurse Midwifery) ও GNM (General Nursing and Midwifery) কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি একটি চ্যালেঞ্জ। তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি WB ANM GNM 2025 Practice Set 1 in Bengali, যাতে তোমরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রস্তুত হতে পারো।
WB ANM GNM 2025 Practice Set 1 in Bengali
বিষয়: জীববিদ্যা (Biology)
প্রশ্নোত্তর (MCQ) – সেট ১
1. মানবদেহে রক্ত কোন অঙ্গ দ্বারা পরিশোধিত হয়?
ক. হৃদপিণ্ড
খ. মস্তিষ্ক
গ. বৃক্ক
ঘ. ফুসফুস
2. ডিএনএ-র পূর্ণরূপ কী?
ক. ডাইনোসার নিউক্লিক অ্যাসিড
খ. ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড
গ. ডেটা নিউক্লিক অ্যাসিড
ঘ. ডায়নামিক নিউক্লিয়াস অ্যাসিড
3. কোনটি মানবদেহের বৃহত্তম অঙ্গ?
ক. যকৃত
খ. হৃৎপিণ্ড
গ. ত্বক
ঘ. ফুসফুস
4. ভিটামিন ‘সি’ কোন রোগ প্রতিরোধে সাহায্য করে?
ক. রিকেটস
খ. স্লেপিং সিকনেস
গ. স্কার্ভি
ঘ. টিটেনাস
5. হিমোগ্লোবিন প্রধানত কোন ধাতুর দ্বারা গঠিত?
ক. তামা
খ. লোহা
গ. দস্তা
ঘ. ক্যালসিয়াম
বিষয়: সাধারণ জ্ঞান (General Knowledge)
6. ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
ক. প্রতিভা পাতিল
খ. ইন্দিরা গান্ধী
গ. মমতা বন্দ্যোপাধ্যায়
ঘ. সোনিয়া গান্ধী
7. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দফতর কোথায়?
ক. নিউ ইয়র্ক
খ. জেনেভা
গ. প্যারিস
ঘ. দিল্লি
8. “জাতীয় পুষ্টি সপ্তাহ” কবে পালন করা হয়?
ক. জানুয়ারি ১–৭
খ. মে ১–৭
গ. সেপ্টেম্বর ১–৭
ঘ. নভেম্বর ১–৭
মানবদেহ ও স্বাস্থ্যবিজ্ঞান (Human Body & Health)
9. দৃষ্টিশক্তির জন্য কোন ভিটামিনটি গুরুত্বপূর্ণ?
ক. ভিটামিন A
খ. ভিটামিন B
গ. ভিটামিন C
ঘ. ভিটামিন D
10. রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কোন অঙ্গ প্রধান ভূমিকা পালন করে?
ক. কিডনি
খ. যকৃত
গ. অগ্ন্যাশয়
ঘ. হৃদপিণ্ড
11. হাড়কে শক্তিশালী করার জন্য কোন খনিজ প্রয়োজনীয়?
ক. লোহা
খ. ক্যালসিয়াম
গ. সেলেনিয়াম
ঘ. জিঙ্ক
12. ম্যালেরিয়া রোগের বাহক কী?
ক. পুরুষ অ্যানোফিলিস মশা
খ. স্ত্রী অ্যানোফিলিস মশা
গ. এডিস মশা
ঘ. সি ইউলেক্স মশা
13. রক্তচাপ পরিমাপক যন্ত্রের নাম কী?
ক. থার্মোমিটার
খ. স্টেথোস্কোপ
গ. স্পাইগমোম্যানোমিটার
ঘ. গ্লুকোমিটার
সাধারণ বিজ্ঞান (General Science)
14. জীবাণু ধ্বংসের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থকে কী বলে?
ক. অ্যান্টিবায়োটিক
খ. অ্যান্টিসেপটিক
গ. এনজাইম
ঘ. হরমোন
15. অক্সিজেন পরিবহনের কাজ করে কোনটি?
ক. লোহিত রক্ত কণিকা
খ. শ্বেত রক্ত কণিকা
গ. প্লেটলেট
ঘ. প্লাজমা
16. নিউমোনিয়া কোন অঙ্গকে প্রভাবিত করে?
ক. হৃৎপিণ্ড
খ. ফুসফুস
গ. পাকস্থলী
ঘ. যকৃত
17. গর্ভধারণের কত সপ্তাহ পর ভ্রূণের হৃদস্পন্দন শোনা যায়?
ক. ২ সপ্তাহ
খ. ৪ সপ্তাহ
গ. ৬ সপ্তাহ
ঘ. ১০ সপ্তাহ
18. রক্ত পরীক্ষার সময় Hb কম থাকলে তা নির্দেশ করে –
ক. হাইপারটেনশন
খ. রক্তাল্পতা
গ. ডায়াবেটিস
ঘ. ইনফেকশন
19. কোনটি মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে?
ক. প্লাজমা
খ. রক্ত
গ. শ্বেত রক্ত কণিকা
ঘ. লোহিত রক্ত কণিকা
20. একটি পূর্ণ গর্ভাবস্থার সময়কাল সাধারণত কত সপ্তাহ?
ক. ৩০ সপ্তাহ
খ. ৩২ সপ্তাহ
গ. ৩৮ সপ্তাহ
ঘ. ৪০ সপ্তাহ
পরীক্ষার প্রস্তুতির জন্য পরামর্শ:
- প্রতিদিন অন্তত ২০টি MCQ অনুশীলন করুন।
- বইয়ের পাশাপাশি অনলাইন পিডিএফ ও মডেল টেস্ট ব্যবহার করুন।
- বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ অধ্যায় চিহ্নিত করুন।
- সময়মতো রিভিশন করুন এবং নোট তৈরি করুন।
ডাউনলোড করুন:
ANM GNM 2025 Practice Set 1 (PDF) (শীঘ্রই উপলব্ধ)
পরবর্তী সেট আসছে শীঘ্রই! আমাদের ওয়েবসাইট www.siksakul.com নিয়মিত ভিজিট করুন এবং শিক্ষার্থীদের জন্য আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।