---Advertisement---

100 Important General Science questions and answers for all competitive exams l সাধারণ বিজ্ঞান থেকে বাছাইকৃত ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

By Siksakul

Published on:

100 Important General Science questions and answers for all competitive exams
---Advertisement---

100 important General Science questions and answers for all competitive exams: আপনি যদি SSC, RRB, UPSC, WBPSC, বা অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তবে সাধারণ বিজ্ঞান (General Science) বিভাগটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিভাগে ভৌতবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে বহু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে প্রতিটি পরীক্ষায়।

এই ব্লগে আমরা তুলে ধরেছি সাধারণ বিজ্ঞান থেকে বাছাইকৃত ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বহুবার এসেছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা রয়েছে। প্রতিটি প্রশ্ন এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি সহজেই মনে রাখতে পারেন এবং রিভিশনের সময় দ্রুত একবার চোখ বুলিয়ে নিতে পারেন।

এই পোস্ট থেকে আপনি যা পাবেন:

  • General Science-এর Most Expected প্রশ্নোত্তর
  • Previous year-based General Science MCQ
  • Biology, Physics , Chemistry-এর আলাদা আলাদা প্রশ্ন
  • PDF ডাউনলোড লিংক (প্রয়োজন হলে)

📘 তাই আর দেরি না করে এখনই দেখে নিন – “General Science থেকে ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর” এবং আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিন!

100 Important General Science questions and answers

১. প্রশ্ন: ডিএনএ অণুর দ্বি –হ্যালিক্স কাঠামোর জনক কে?
উত্তর: ওয়াটসন ও ক্রিক
২. প্রশ্ন: হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
উত্তর: আমিষ
৩. প্রশ্ন: কোন প্রানীকে মরুভূমির জাহাজ বলা হয়?
উত্তর: উট
৪. প্রশ্ন: আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
উত্তর: ৩
৫. প্রশ্ন: হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক
৬. প্রশ্ন: রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
উত্তর: অক্সিজেন পরিবহন করা
৭. প্রশ্ন: মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস –
উত্তর: শ্বসন
৮. প্রশ্ন: Photosynthesis takes place in –
উত্তর: Green parts of the plants
৯. প্রশ্ন: ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
উত্তর: নাইট্রোজেন
১০. প্রশ্ন: ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল–
উত্তর: চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
১১. প্রশ্ন: Dengue fever is spread by–
উত্তর: Aedes aegypti mosquito
১২. প্রশ্ন: সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর: ৬ টি
১৩. প্রশ্ন: ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তর: অগ্ন্যাশয় হতে
১৪. প্রশ্ন: হাড় ও দাঁতকে মজবুত করে-
উত্তর: ক্যালসিয়াম ও ফসফরাস
১৫. প্রশ্ন: অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল –
উত্তর: গ্লাইকোজেন
১৬. প্রশ্ন: প্রানী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে –
উত্তর: জেনেটিক্স
১৭. প্রশ্ন: কোন খাদ্যে প্রোটিন বেশি?
উত্তর: মসুর ডাল
১৮. প্রশ্ন: কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম রোগের সর্ম্পক আছে?
উত্তর: খেসারী
১৯. প্রশ্ন: জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: জল সেচ
২০. প্রশ্ন: জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–
উত্তর: শুশুক
২১. প্রশ্ন: যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
উত্তর: প্যাথজেনিক
২২. প্রশ্ন: মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
উত্তর: স্নায়ুতন্ত্রের
২৩. প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি?
উত্তর: নিওমোনিয়া
২৪. প্রশ্ন: প্রাণী জগতের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
উত্তর: ইভোলিওশন
২৫. প্রশ্ন: নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
উত্তর: ট্রিপসিন
২৬. প্রশ্ন: মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে?
উত্তর: প্লিহাতে
২৭. প্রশ্ন: কোনটি এ্যান্টিবায়োটিক?
উত্তর: পেনিসিলিন
২৮. প্রশ্ন: জন্ডিসে আক্রান্ত হয় –
উত্তর: যকৃত
২৯. প্রশ্ন: সবচেয়ে বড় ভাইরাস হল-
উত্তর: গো-বসন্তের ভাইরাস

৩০. প্রশ্ন: কোনো পরিবহন তন্ত্র নেই-
উত্তর: ছত্রাকের
৩১. প্রশ্ন: ঝিনুকের রক্তে কি নেই?
উত্তর: হিমোগ্লোবিন
৩২. প্রশ্ন: গলদা চিংড়ি কোন পর্বের প্রানী?
উত্তর: আর্থ্রোপোডা
৩৩. প্রশ্ন:মুক্তায় কত ভাগ CaCO3 থাকে?
উত্তর: ৮৮-৯০ ভাগ
৩৪. প্রশ্ন: চিংড়ির চাষকে কি বলে?
উত্তর: Prawn culture
৩৫. প্রশ্ন: ঝিনুক সংগ্রহের আদর্শ সময় কোনটি?
উত্তর: গ্রীষ্মকাল
৩৬. প্রশ্ন: “আমা” শব্দের অর্থ কি?
উত্তর: সাগর কন্যা
৩৮. প্রশ্ন: মাছ চাষের জন্য উপকারী জল হল-
উত্তর: ক্ষার ধর্মী জল
৩৯. প্রশ্ন: মাছের প্রাকৃতিক খাবার হল-
উত্তর: প্লাংকটন
৪০. প্রশ্ন: ক্ষুদ্র ক্ষুদ্র প্রানীকে কি বলে-
উত্তর: জুয়োপ্ল্যাংকটন
৪১. প্রশ্ন: ব্ল্যাক টাইগার বলা হয় –
উত্তর: বাগদা চিংড়ি
৪২. প্রশ্ন: প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম?
উত্তর: ২১
৪৩. প্রশ্ন: জীবদেহের কাজের একক কি?
উত্তর: কোষ
৪৪. প্রশ্ন: সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে?
উত্তর: রবার্ট হুক
৪৫. প্রশ্ন: টিস্যুর গঠনগত একক কি?
উত্তর: কোষ
৪৬. প্রশ্ন: মানুষের ক্রোমোজোম সংখ্যা কতটি?
উত্তর: ৪৬
৪৭. প্রশ্ন: কত সালে রিকম্বিনেট DNA তৈরি করা হয়?
উত্তর: ১৯৭২
৪৮. প্রশ্ন: প্রানিজগতের জীববৈচিত্র্যকে কি বলে?
উত্তর: প্রানীবৈচিত্র্য
৪৯. প্রশ্ন: Fauna বলতে কি বুঝায়?
উত্তর: প্রানিকূল
৫০. প্রশ্ন: ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি?
উত্তর: কাইটিন
৫১. প্রশ্ন: DNA কোথায় থাকে?
উত্তর: নিউক্লিয়াসে
৫২. প্রশ্ন: কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয় __
উত্তর: ছোলা
৫৩. প্রশ্ন: সবচাইতে দ্রুতগামী পাখি কোনটি?
উত্তর: সুইফট বার্ড
৫৪. প্রশ্ন: বানরের হাত আছে কয়টি?
উত্তর: হাত নেই
৫৫. প্রশ্ন: কলকাসুন্দা কি?
উত্তর: উপগুল্ম
৫৬. প্রশ্ন: রক্তকোষের উপাদান নয় কোনটি?
উত্তর: হিমোগ্লোবিন
৫৭. প্রশ্ন: হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?
উত্তর: SARS
৫৮. প্রশ্ন: টয়ালিন কি পরিপাক করে?
উত্তর: শর্করা
৫৯. প্রশ্ন: বিলিরুবিন কোথায় থাকে?
উত্তর: প্লীহায়
৬০. প্রশ্ন: মানব দেহের মোট কশেরুকার সংখ্যা কতটি?
উত্তর: ৩৩
৬১. প্রশ্ন: পেশিগুলো হাড়ের সাথে কিসের সাহায্যে লেগে থাকে?
উত্তর: লিগামেন্ট
৬২. প্রশ্ন: এইডস কোন ভাইরাসের জন্য হয়
উত্তর: HIV

Read More : Important General Studies GK Questions and Answers

৬৩. প্রশ্ন: পিত্তপাথর গলাতে ব্যবহার করা হয় ?
উত্তর: রেডিও আইসোটোপ
৬৪. প্রশ্ন: দ্বীবর্ষজীবী উদ্ভিদ নয় কোনটি?
উত্তর: কচু
৬৫. প্রশ্ন: মাশরুম নামে পরিচিত কোনটি ?
উত্তর: এগারিকাস
৬৬. প্রশ্ন: Pteris কে বলা হয়
উত্তর: সানফার্ন
৬৭. প্রশ্ন: দ্বিপদ নামকরনের কয়টি অংশ থাকে ?
উত্তর: ২
৬৮. প্রশ্ন: পেনিলিসিলিন আবিষ্কার করেন কে ?
উত্তর: আলেকজান্ডার ফ্লেমিং
৬৯. প্রশ্ন: Father of Bacteriology বলা হয় কাকে?
উত্তর: লুই পাস্তুর
৭০. প্রশ্ন: প্রথম জীবনের উদ্ভিদ হয় কোন পরিবেশে ?
উত্তর: জলজ
৭১. প্রশ্ন: জীবন্ত জীবাশ্ম কোনটি
উত্তর: cycas
৭২. প্রশ্ন: biology শব্দের প্রবর্তক কে?
উত্তর: ল্যামার্ক
৭৩. প্রশ্ন: ইবোলা ভাইরাস কিসের নামে নামকরণ করা হয় ?
উত্তর: নদী
৭৪. প্রশ্ন: ভাইরাস জনিত রোগ নয় কোনটি ?
উত্তর: জ্বর
৭৫. প্রশ্ন: মানব দেহে জ্বীনের সংখ্যা কত?
উত্তর: ৪০০০০
৭৬. প্রশ্ন: সরল টিস্যু কত প্রকার ?
উত্তর: ৩
৭৭. প্রশ্ন: DNA আবিষ্কার হয় কত সালে?
উত্তর: ১৮৬৮
৭৮. প্রশ্ন: নাইট্রোজেন বেস কয় ধরনের ?
উত্তর: ২
৭৯. প্রশ্ন: জৈবপ্রযুক্তির অন্যতম হাতিয়ার বলা হয় কাকে?
উত্তর: প্লাজমিড
৮০. প্রশ্ন: উদ্ভিদের গৌন উপাদান কয়টি ?
উত্তর: ৮
৮১. প্রশ্ন: কোনটি গৌন উপাদান না ?
উত্তর: Mg
৮২. প্রশ্ন: ম্যালেরিয়া রোগ হয় কিসের অভাবে?
উত্তর: অ্যানোফিলিস মশা
৮৩. প্রশ্ন: কত সালে প্রথম ব্যাকটেরিয়ার নামকরন করা হয়?
উত্তর: ১৯২৭
৮৪. প্রশ্ন: যক্ষ্মার প্রতিষেধক কোনটি?
উত্তর: B.C.G
৮৫. প্রশ্ন: E.Coli মানবদেহের কোথায় থাকে?
উত্তর: অন্ত্রে
৮৬. প্রশ্ন: পচা রোগ হয় কোন সবজির?
উত্তর: আলু
৮৭. প্রশ্ন: উদ্ভিদের নামকরন করে কোন প্রতিষ্ঠান?
উত্তর: ICBN
৮৮. প্রশ্ন: শ্রেণী বিন্যাস ধাপ কয়টি?
উত্তর: ৭টি
৮৯. প্রশ্ন: Apis Indica কিসের বৈজ্ঞানিক নাম?
উত্তর: মৌমাছি
৯০. প্রশ্ন: এক কোষী নয় কোনটি?
উত্তর: মেটাজোয়া
৯১. প্রশ্ন: বহুকোষী প্রাণী নয় কোনটি?
উত্তর: প্রোটোজোয়া
৯২. প্রশ্ন: ফলের কয়টি অংশ থাকে?
উত্তর: ২টি
৯৩. প্রশ্ন: এপিগাইনাস ফুল–
উত্তর: লাউ, কুমড়া, ঝিঙ্গা ইত্যাদি।
৯৪. প্রশ্ন: রক্তে PH এর মান কত?
উত্তর: ৭.২-৭.৪
৯৫. প্রশ্ন: রক্তজমাট বাধতে সাহায্যে করে কোন ধাতু?
উত্তর: ক্যালসিয়াম
৯৬. প্রশ্ন: নাড়ির স্পন্দন প্রবাহিত হয় কিসে?
উত্তর: ধমনীতে
৯৭. প্রশ্ন: ব্যাঙের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট ?
উত্তর: ৩
৯৮. প্রশ্ন: মেডুলা কিসের অংশ?
উত্তর: মস্তিষ্কের
৯৯. প্রশ্ন: দৃষ্টি এবং শ্রবণের সাথে জড়িত
উত্তর: মধ্য মস্তিষ্ক
১০০. প্রশ্ন: খনিজ লবণ কি করে?
উত্তর: জৈবিক কাজে অংশগ্রহণ করে
১০১. প্রশ্ন: গ্লাইকোজেন কোথায় জমা থাকে?
উত্তর: Liver
১০২. প্রশ্ন: মৌমাছির চাষ হলো-
উত্তর: এপিকালচার
১০৩. প্রশ্ন: দুধে থাকে-
উত্তর: ল্যাকটিক এসিড
১০৪. প্রশ্ন: এন্টিবায়োটিকের কাজ-
উত্তর: জীবানু ধ্বংস করা
১০৫. প্রশ্ন: মাশরুম এক ধরণের-
উত্তর: ফাঙ্গাস
১০৬. প্রশ্ন: যকৃতের রোগ কোনটি?
উত্তর: জন্ডিস
১০৭. প্রশ্ন: উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র-
উত্তর: ক্রেসকোগ্রাফ
১০৮. প্রশ্ন: কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
উত্তর: সি
১০৯. প্রশ্ন: পাতা বেগুনী হয়ে যায় কিসের অভাবে?
উত্তর: ফসফরাস
১১০. প্রশ্ন: মিউরেট অব পটাশ এর সংক্ষিপ্ত রূপ কি?
উত্তর: এমপি
১১১. প্রশ্ন: কোনটি উপকারী পোকা?
উত্তর: নেকড়ে মাকড়াসা
১১২. প্রশ্ন: কৃষকের লাঙল বলা হয় কাকে?
উত্তর: কেঁচো
১১৩. প্রশ্ন: সাকারের সাহায্যে প্রজনন হয় না কোনটির?
উত্তর: পাথর কুচি
১১৪. প্রশ্ন: মানব দেহের সবচেয়ে ছোট কোষ-
উত্তর: শ্বেত রক্তকণিকা
১১৫. প্রশ্ন: জীবনের ভিত্তি বলা হয় কাকে?
উত্তর: প্রোটোপ্লাজম
১১৬. প্রশ্ন: কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করা হয়?
উত্তর: ১৮৩১
১১৭. প্রশ্ন: মাইট্রোকন্ড্রিয়ায় কত ভাগ প্রোটিন থাকে?
উত্তর: ৭৩%
১১৮. প্রশ্ন: DNA এর নাইট্রোজেন বেস কতগুলো?
উত্তর: ৪টি
১১৯. প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম কত সালে টেস্টটিউব বেবীর জন্ম হয়?
উত্তর: ২০০১
১২০. প্রশ্ন: কোন প্রাণী শব্দ করতে পারে না?
উত্তর: চিতাবাঘ
১২১. প্রশ্ন: সুস্পষ্ট গুড়ি বিশিষ্ট কাষ্ঠলকে কি বলে?
উত্তর: বৃক্ষ
১২২. প্রশ্ন: ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালায় কোনটি?
উত্তর: পূর্ণাঙ্গ ব্যাঙ
১২৩. প্রশ্ন: মস্তিষ্কের আবরণীর নাম-
উত্তর: মেনিনমেস
১২৪. প্রশ্ন: স্নেহ বা লিপিডের পরিপাক কোথায় শুরু হয়?
উত্তর: পাকস্থলিতে
১২৫. প্রশ্ন: রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়?
উত্তর: জন্ডিস
১২৬. প্রশ্ন: রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কোনটি?
উত্তর: ইনসুলিন।
১২৭. প্রশ্ন: ডেঙ্গু জ্বর ছড়ায় কোন ভাইরাসের কারণে?
উত্তর: ফ্ল্যাভি ভাইরাস।
১২৮. প্রশ্ন: সালোকসংশ্লেষণের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি?
উত্তর: ২২-৩৫।

You May Like : Daily Demand Gadgets

---Advertisement---

Related Post

SSC CHSL, SLST, WBCS History Special: 100 Questions on German Nazism with Answers | জার্মান নাৎসিবাদ সম্পর্কে ১০০টি প্রশ্ন ও উত্তর

Questions on German Nazism with Answers: সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে SSC CHSL, SLST ও WBCS-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ইতিহাসের মধ্যে জার্মানির নাৎসিবাদ ...

SSC CHSL 2025 Practice Set 3 – Solve Important Questions in GK, English & Reasoning each part 20 questions

SSC CHSL 2025 Practice Set 3: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

📘 SSC CHSL 2025 Practice Set 2 – Solve Important Questions in GK, English & Reasoning

SSC CHSL 2025 Practice Set 2: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

✳️ SSC CHSL, SLST, WBCS History Special: 50 MCQs on World War II and United Nations l দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) – ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

50 MCQs on World War II and United Nations: দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও সম্মিলিত জাতিপুঞ্জ (UN) সম্পর্কিত প্রশ্নোত্তর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে SSC CHSL, ...

Leave a Comment