ANM GNM 2025 Practice Set 3 in Bengali: স্বাস্থ্য পরিষেবার জগতে একজন নার্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ANM (Auxiliary Nurse Midwifery) ও GNM (General Nursing and Midwifery) কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি একটি চ্যালেঞ্জ। তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি WB ANM GNM 2025 Practice Set 3 in Bengali, যাতে তোমরা নিয়মিত অনুশীলনের মাধ্যমে প্রস্তুত হতে পারো।
ANM GNM 2025 Practice Set 3 in Bengali
Table of Contents
🧠 মানবদেহ ও শারীরবৃত্তীয় প্রশ্ন (Human Body & Physiology)
1. হিমোগ্লোবিনের প্রধান কাজ কী?
ক. রোগ প্রতিরোধ
খ. গ্যাস শোষণ
গ. অক্সিজেন পরিবহন ✅
ঘ. রক্ত জমাট বাঁধানো
2. দেহে কোন গ্রন্থি “অ্যাড্রিনালিন” হরমোন নিঃসরণ করে?
ক. পিটুইটারি
খ. থাইরয়েড
গ. অ্যাড্রিনাল ✅
ঘ. প্যানক্রিয়াস
3. শ্বসনের ফলে কোন গ্যাস নির্গত হয়?
ক. অক্সিজেন
খ. কার্বন ডাই অক্সাইড ✅
গ. নাইট্রোজেন
ঘ. হাইড্রোজেন
4. দেহে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?
ক. যকৃত
খ. বৃক্ক ✅
গ. পাকস্থলী
ঘ. ফুসফুস
5. মানব দেহে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
ক. অগ্ন্যাশয়
খ. থাইরয়েড
গ. লিভার ✅
ঘ. পিটুইটারি
🧪 সাধারণ বিজ্ঞান ও চিকিৎসা সম্পর্কিত প্রশ্ন (Science & Health Awareness)
6. ক্যালসিয়ামের অভাবে কোন রোগ হয়?
ক. রিকেটস ✅
খ. স্কার্ভি
গ. গোয়াইটার
ঘ. বেলিরোগ
7. কনডোম ব্যবহারের প্রধান সুবিধা কী?
ক. শিশু জন্ম রোধ ✅
খ. রোগ প্রতিরোধ
গ. পুষ্টি বৃদ্ধি
ঘ. ওজন নিয়ন্ত্রণ
8. রক্তচাপ মাপার যন্ত্রটির নাম কী?
ক. থার্মোমিটার
খ. স্পাইগনোম্যানোমিটার ✅
গ. স্টেথোস্কোপ
ঘ. এক্স-রে
9. হেপাটাইটিস ‘বি’ কী ধরণের রোগ?
ক. মস্তিষ্কজনিত
খ. লিভারজনিত ✅
গ. শ্বাসনালীজনিত
ঘ. হাড়ের রোগ
10. সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের রক্তের পরিমাণ কত লিটার?
ক. ২-৩ লিটার
খ. ৩-৪ লিটার
গ. ৪-৫ লিটার
ঘ. ৫-৬ লিটার ✅
📘 সাধারণ জ্ঞান (General Knowledge)
11. স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ নার্সিং কাউন্সিলের নাম কী?
ক. Indian Health Council
খ. National Nursing Board
গ. Indian Nursing Council ✅
ঘ. Medical Nurse Board
12. “স্বাস্থ্যই সম্পদ” এই উক্তিটি কী বোঝায়?
ক. টাকা থাকলেই স্বাস্থ্য ভালো হয়
খ. ভালো স্বাস্থ্যই জীবনের আসল সম্পদ ✅
গ. খাদ্যই স্বাস্থ্য
ঘ. খেলাধুলা করলেই স্বাস্থ্য
13. Pulse Polio কর্মসূচি কবে শুরু হয়?
ক. ১৯৮৫
খ. ১৯৯০
গ. ১৯৯৫ ✅
ঘ. ২০০০
14. National Health Mission (NHM) চালু হয় কোন সালে?
ক. ২০০২
খ. ২০০৫ ✅
গ. ২০০৮
ঘ. ২০১২
15. Tuberculosis (TB)-এর জন্য কোন টিকা দেওয়া হয়?
ক. DPT
খ. MMR
গ. BCG ✅
ঘ. OPV
16. এক জন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট?
ক. ৯৮.৬°F ✅
খ. ৯৭.৮°F
গ. ৯৯.৬°F
ঘ. ১০০.২°F
17. রক্তে লোহিত কণিকার প্রধান কাজ কী?
ক. রক্ত জমাট বাঁধানো
খ. রোগ প্রতিরোধ
গ. অক্সিজেন পরিবহন ✅
ঘ. হরমোন নিঃসরণ
18. আয়োডিনের অভাবে কোন রোগ হয়?
ক. রিকেটস
খ. গোয়াইটার ✅
গ. স্কার্ভি
ঘ. ডায়াবেটিস
19. কোনটি একটি যৌনবাহিত রোগ নয়?
ক. সিফিলিস
খ. গনোরিয়া
গ. ক্যান্সার ✅
ঘ. এইচআইভি
20. একজন প্রাপ্তবয়স্ক নারীর স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত?
ক. ১৩০/৮০ mmHg
খ. ১২০/৮০ mmHg ✅
গ. ১৪০/৯০ mmHg
ঘ. ১১০/৭০ mmHg
Read Also : ANM GNM 2025 Practice Set 2 in Bengali
You may also like: পড়াশোনার গুরুত্ব নিয়ে ৫০টি অনুপ্রেরণামূলক উক্তি