---Advertisement---

Important General Knowledge about Solar System 2025 l সৌরজগৎ সম্পর্কে সাধারণ জ্ঞান পর্ব ২

By Siksakul

Published on:

---Advertisement---

Important General Knowledge about Solar System: সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য সুন্দরভাবে সাজানো সাধারণ জ্ঞান (General Knowledge) বিষয়ক তথ্য সৌরজগৎ (Solar System) নিয়ে বাংলায় দেওয়া হলো। এটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, SSC, RRB, TET, স্কুল পরীক্ষার জন্যও খুবই উপযোগী।

Important General Knowledge about Solar System

🌍 সৌরজগত MCQ প্রশ্নোত্তর পর্ব ২

প্রশ্ন ২৬: পৃথিবীর সবচেয়ে কাছে থাকা গ্রহ কোনটি?
ক) শুক্র
খ) মঙ্গল
গ) বুধ
ঘ) বৃহস্পতি
উত্তর: গ) বুধ

প্রশ্ন ২৭: কোন গ্রহে সবচেয়ে বেশি বাতাসের চাপ থাকে?
ক) মঙ্গল
খ) শুক্র
গ) ইউরেনাস
ঘ) পৃথিবী
উত্তর: খ) শুক্র

প্রশ্ন ২৮: সূর্য একটি—
ক) গ্রহ
খ) উপগ্রহ
গ) নক্ষত্র
ঘ) ধূমকেতু
উত্তর: গ) নক্ষত্র

প্রশ্ন ২৯: সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি?
ক) টাইটান
খ) গ্যানিমিড
গ) ইউরোপা
ঘ) কলিস্টো
উত্তর: খ) গ্যানিমিড

প্রশ্ন ৩০: পৃথিবীর উপগ্রহ হল—
ক) সূর্য
খ) চন্দ্র
গ) শুক্র
ঘ) মঙ্গল
উত্তর: খ) চন্দ্র

প্রশ্ন ৩১: কোন গ্রহে এক বছর পৃথিবীর তুলনায় সবচেয়ে দীর্ঘ?
ক) ইউরেনাস
খ) নেপচুন
গ) শনি
ঘ) বৃহস্পতি
উত্তর: খ) নেপচুন

প্রশ্ন ৩২: সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
ক) মঙ্গল
খ) বুধ
গ) প্লুটো
ঘ) ইউরেনাস
উত্তর: খ) বুধ

প্রশ্ন ৩৩: কক্ষপথে সবচেয়ে বেশি ঝোঁকযুক্ত গ্রহ—
ক) মঙ্গল
খ) নেপচুন
গ) প্লুটো
ঘ) ইউরেনাস
উত্তর: গ) প্লুটো

প্রশ্ন ৩৪: কোন গ্রহের চারপাশে বলয় দেখা যায়?
ক) পৃথিবী
খ) শনি
গ) মঙ্গল
ঘ) বুধ
উত্তর: খ) শনি

প্রশ্ন ৩৫: কোন গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়?
ক) মঙ্গল
খ) শুক্র
গ) ইউরেনাস
ঘ) নেপচুন
উত্তর: ক) মঙ্গল

প্রশ্ন ৩৬: ‘ধূলিকণা ও বরফের তৈরি ছোট বস্তু’ কী নামে পরিচিত?
ক) গ্রহাণু
খ) ধূমকেতু
গ) উপগ্রহ
ঘ) বলয়
উত্তর: খ) ধূমকেতু

প্রশ্ন ৩৭: চাঁদে বায়ুমণ্ডল নেই কারণ—
ক) সেখানে গ্যাস নেই
খ) অভিকর্ষ শক্তি খুব কম
গ) সূর্যের আলো নেই
ঘ) পানি নেই
উত্তর: খ) অভিকর্ষ শক্তি খুব কম

প্রশ্ন ৩৮: সূর্য উদিত হয়—
ক) দক্ষিণ দিক থেকে
খ) পশ্চিম দিক থেকে
গ) পূর্ব দিক থেকে
ঘ) উত্তর দিক থেকে
উত্তর: গ) পূর্ব দিক থেকে

প্রশ্ন ৩৯: সূর্যের তাপ ও আলো আসে—
ক) পরাগমনের মাধ্যমে
খ) পরিবাহনের মাধ্যমে
গ) বিকিরণের মাধ্যমে
ঘ) সংবেদনের মাধ্যমে
উত্তর: গ) বিকিরণের মাধ্যমে

প্রশ্ন ৪০: বৃহস্পতির উপগ্রহের মধ্যে কোনটি বিখ্যাত?
ক) ইউরোপা
খ) টাইটান
গ) ট্রাইটন
ঘ) চ্যারন
উত্তর: ক) ইউরোপ

🌍 সৌরজগত MCQ প্রশ্নোত্তর পর্ব ২

প্রশ্ন ৪১: কোন গ্রহটি সবচেয়ে দ্রুত সূর্যকে একবার প্রদক্ষিণ করে?
ক) বুধ
খ) শুক্র
গ) মঙ্গল
ঘ) পৃথিবী
উত্তর: ক) বুধ

প্রশ্ন ৪২: নেপচুন আবিষ্কার করেছিলেন—
ক) নিউটন
খ) গ্যালিলিও
গ) লেভিয়ের ও অ্যাডামস
ঘ) হাল্লি
উত্তর: গ) লেভিয়ের ও অ্যাডামস

প্রশ্ন ৪৩: সৌরজগতের কেন্দ্রবিন্দুতে কী থাকে?
ক) চাঁদ
খ) সূর্য
গ) পৃথিবী
ঘ) বৃহস্পতি
উত্তর: খ) সূর্য

প্রশ্ন ৪৪: ‘প্লানেট’ শব্দের অর্থ কী?
ক) জ্বলন্ত বস্তু
খ) ঘূর্ণায়মান বস্তু
গ) ভ্রমণকারী
ঘ) আকাশমণ্ডল
উত্তর: গ) ভ্রমণকারী

প্রশ্ন ৪৫: কোন গ্রহের আবহাওয়া সবচেয়ে বেশি ঝড়প্রবণ?
ক) বৃহস্পতি
খ) শুক্র
গ) ইউরেনাস
ঘ) পৃথিবী
উত্তর: ক) বৃহস্পতি

প্রশ্ন ৪৬: শুক্র গ্রহের আরেক নাম—
ক) সন্ধ্যা তারা
খ) ধূমকেতু
গ) লাল গ্রহ
ঘ) রিং প্ল্যানেট
উত্তর: ক) সন্ধ্যা তারা

প্রশ্ন ৪৭: সূর্য তৈরী প্রধানত কোন গ্যাস দিয়ে?
ক) অক্সিজেন
খ) হাইড্রোজেন ও হিলিয়াম
গ) নাইট্রোজেন
ঘ) কার্বন ডাই-অক্সাইড
উত্তর: খ) হাইড্রোজেন ও হিলিয়াম

প্রশ্ন ৪৮: কোন গ্রহের অক্ষ প্রায় ৯০° কাত হয়ে আছে?
ক) ইউরেনাস
খ) নেপচুন
গ) শনি
ঘ) বৃহস্পতি
উত্তর: ক) ইউরেনাস

প্রশ্ন ৪৯: সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ—
ক) শনি
খ) মঙ্গল
গ) ইউরেনাস
ঘ) পৃথিবী
উত্তর: ক) শনি

প্রশ্ন ৫০: সৌরজগতের সবথেকে ভারী গ্রহ—
ক) মঙ্গল
খ) শনি
গ) বৃহস্পতি
ঘ) ইউরেনাস
উত্তর: গ) বৃহস্পতি

আরো পড়ুনঃ সৌরজগত MCQ প্রশ্নোত্তর পর্ব ১

---Advertisement---

Related Post

90 Most Important Chemistry GK for WBCS, SSC, Railway | চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্ন

Most Important Chemistry GK for WBCS, SSC, Railway: সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন WBCS, SSC, Railway, Police ও PSC প্রস্তুতির জন্য ৯০টি গুরুত্বপূর্ণ রসায়ন প্রশ্নোত্তর। Chemistry GK, One Liner এবং Basics রিভিশনের জন্য সেরা সংগ্রহ।

Indian President GK for WBCS/SSC/Railway (in Bengali) l ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Indian President GK: ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হলেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদধারী এবং দেশের প্রথম নাগরিক। রাষ্ট্রপতি দেশের প্রশাসন, সেনা, বিচারব্যবস্থা ও সংসদীয় কার্যকলাপের এক অন্যতম স্তম্ভ। আজ ...

🚨 Upcoming WB Police Recruitment 2026: Over 20,000+ Vacancies Announced Soon!

WB Police Recruitment 2026: If you are preparing for a government job in 2026, here’s some great news for you! The West Bengal Police Recruitment Board (WBPRB) is ...

🌏 40+ Important Geography GK Questions in Bengali l ভূগোল সম্পর্কিত ৪৫টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

Important Geography GK Questions in Bengali: ভারতের ভূগোল ও বিশ্ব ভূগোল নিয়ে সাধারণ জ্ঞান প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষার (যেমন WBCS, SSC, Railway, Madhyamik, PSC, TET) জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে ...

Leave a Comment